Pc জিপি ফ্রি নেট 4mbps speed সাথে সকল সফটওয়্যার চালান


সবাই কেমন আছেন আশাকরি ভালোই আছেন। এটা আমার প্রথম পোষ্ট তাই খুব নারভাস ভুল হলে মাফ করবেন। যাই হোক এবার আসল কথায় আসি


উপরের শিরোনাম দেখে এতখনে বুঝে গেছেন আমি কি নিয়ে পোষ্ট করছি। ভাবছেন জিপিতে 4mbps speed এটা আবার কি করে সম্ভাব ভাবতে পারেন আমার প্রচারের জন্য আমি ভূয়া পোষ্ট করছি। কিন্তু না নিচের স্কিসসট দেখলেই বুঝতে পারবেন।

আমি যেভাবে বলব আপনি যদি তা সঠিক ভাবে বাস্তবায়ন করতে পারেন তো আপনি উপভোগ করতে পারেন ফুল স্পীডে জিপি ফ্রি নেট ।

আর হে আপনাকে অবশ্যই যেকোন ৩জি পেকেজে একটিভ থাকতে হবে আর ৩জি এরিয়াতে তো অবশ্যই।

বি:দ্র: ৩জি click প্যকেজের লিমিট ১০০ এমবি করে দিয়েছে তাই ৭৫ এমবির প্যকেজ নেন।

বন্ধু প্যকেজ এ ৭৫ এমবির দাম ২৯ টাকা আর অন্য প্যকেজে ৭৫ এমবির দাম ৫০+ভ্রাট=৫৭ টাকা
Gp modem setting

প্রথমে Tools > setting > Profile Manager > Add এ ক্লিক করেন এর পর নিচের মতো করে setting করে নেন।

এবার ok click করেন পরে Default ক্লিক করে cancel করেন, এবার Modem Connect দিন।

APN- gpwap দ্বারা মডেম কানেক্ট করুন ।

১। এখানে আমি একটি Portable Proxy /XT181 কনফিগ দিলাম এটি এখান থেকে ডাউনলোড করেন ।
২। Browser+IDM এ proxy 127.0.0.1 এবং port 8080 সেট করুন ।

৪। ডাউনলোড করা রার ফাইলের ভেতরে দেখেন যে XT181.exe আছে ।সেটা ওপেন করেন আর Lister এ ক্লিক করে মিনিমাইজ করে রাখেন ।
Mozilla proxy setting
 proxy 127.0.0.1 এবং port 8080 সেট করুন।
৫্। আর হে যেই কথাটা সবচেয়ে গুরত্বর্পুন তা হলো Internet Download Manager a সব সময় ৫ থেকে ৬ টা Downloading রাখবেন।
৬। সকল সফটওয়্যার চালাতে গেলে অবশ্যই proxy 127.0.0.1 এবং port 8080 সেট করুন।

আবিষ্কৃত হল এবোলার রোগের ভ্যাকসিন!!!


এবোলার বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় সাফল্য চিকিৎসা বিজ্ঞানীদের। অবশেষে আবিষ্কৃত হল এই মারণ ভাইরাসের প্রতিষেধক। এবোলার ভ্যাকসিন তৈরি করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন কানাডার গবেষকরা। তবে আরও বেশ কয়েকটি কঠোর পরীক্ষা-নিরীক্ষার পরেই এটি বাজারে ছাড়া হবে।

জানা গিয়েছে, দীর্ঘ গবেষণার পরে এবোলার ভ্যাকসিন (ভিএসভি-ইবিওভি) তৈরি করেছেন কানাডার ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি’র গবেষকরা। পশু দেহে পরীক্ষা করা হয়েছে, যা চূড়ান্ত সফল। যে কারণে চূড়ান্ত পর্যায়ে পরীক্ষার জন্য ভ্যাকসিনটি সুইৎজারল্যান্ড পাঠাচ্ছে কানাডা সরকার। আগামী মঙ্গলবারের মধ্যে পরীক্ষামূলক এই ভ্যাকসিনের এক হাজারের বেশি ডোজ জেনিভা পৌঁছচ্ছে। জেনিভা ইউনিভার্সিটি হসপিটাল (এইচইউজি)-এ স্টোর করে রাখা হবে।

এইচইউজি সূত্রে খবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুসারে এই পর্যায়ে ভিএসভি-ইবিওভি ভ্যাকসিনগুলিকে মানব দেহে পরীক্ষার পালা। চলতি মাসের শেষ নাগাদ অথবা আগামী মাসে প্রথম থেকে শুরু হবে এই প্রক্রিয়া। আর পরীক্ষা সফল হলে তা হু’র হাতে তুলে দেওয়া হবে। চিকিৎসা বিজ্ঞানের জগতে নতুন দিগন্ত খুলে যাবে।

Walton 10x , আসুন দেখে নেই ওয়ালটন এর নতুন ডিভাইসটির রিভিউ

অবশেষে ওয়ালটন তাদের নতুন ট্যাব walpad 10x টি বাজারে আনতে যাচ্ছে । যাতে Walton প্রথম বারের মত তাদের এই walpad 10x Tab টিতে 2gb Ram এবং Octa core processor দিতে যাচ্ছে।সাথে আরও থাকছে 10"inch (2084*1460)Display,.........

চলুন দেখে নেই Tablet টিতে কি? কি? দেয়া হয়েছে।

এটি ই ওয়াল্টনের সর্বপ্রথম ডিভাইস যাতে ওয়াল্টন ৪কে রেটিনা প্রযুক্তি ব্যবহার করেসে । এর ফলে সবাই অনেক ক্লিয়ার ও শার্প ভিডিও দেখা সম্ভব হবে । বাংলাদেশে রেটিনা ডিসপ্লে সম্ভবত অ্যাপলের পর ওয়ালটন ই আনলো ।

এই ট্যাবটিতে Mediatek Mt6592 চিপসেট ব্যবহার করা হয়েসে সাথে রয়েছে ২ জিবি রেম এর ফলে বাবহারকারিরা ল্যাগ হিন ভাবে ইউস করতে পারবে এছাড়াও ট্যাবটিতে ৬০০০ মিলি আম্পেয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা অ্যান্ডরএড বাবহারকারিদের জন্য সুখবর ।

চলুন তাহলে Smartzonebd.com কতৃক লিককৃত স্পেসিফিকেশন দেখে নেয়া যাক

>> Android OS, v4.4.2 (KitKat)
>> 2 GB ram
>> 16,32 GB Rom
>> 10 Inch display
>> 1.7 GHZ Processor
>> 8 core
>> (2048 × 1536 pixels)
>> QHD Display
>> OTG
>> super Slim
>> 4K Video
>> 6000+ mah bettery

জিপিতে ননস্টপ আনলিমিটেড ফেসবুক মাত্র ৯টাকায়!

গ্রামীণফোন নিয়ে এখন একটু হট্টগোল চলছে, যা বলা বাহুল্য! একদিকে তারা ৫ কোটির সেলিব্রেশন করছে অন্য দিকে তারা ফেসবুক বন্ধ করে দিয়েছে। যাই হোক সেটা ১ সপ্তাহ আগের নিউজ। আমরা সবার আগে আপনার কাছে তুলে ধরেছিলাম। সেই নিউজ জিপিতে সারাদিন ২৪ঘণ্টা নন-স্টপ ফ্রী ফেসবুক! আগেরটা বন্ধ! নতুন নিয়ম! এখানে দেখতে পারেন।
.



কিন্তু ১ সপ্তাহ আগের সময়ে গ্রামীণফোন কোন অফিশিয়াল কন্ডিশন ঘোষণা করে নি! ফলে অনেক বিষয় প্রশ্নবিদ্ধ ছিল। এমনকি প্যাকেজের মূল্য পর্যন্ত বলে নাই। আমরাও নির্দিষ্ট কোন কন্ডিশন বলতে পারি নাই। কিন্তু এখন তারা অফিশিয়ালি নন-স্টপ ফেসবুকের ট্রামস কন্ডিশন রিলিস করেছে। আজকে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি একটু হলেও শান্তনা ও উপকার হবে।

গ্রামীণফোন ননস্টপ ফেসবুকের বিস্তারিতঃ

নন-স্টপ ফেসবুক ব্যবহারের সুবিধাসহ ৩দিন মেয়াদের 9MB 2G প্যাকটি পাওয়া যাবে মাত্র ৯টাকায়।
আর মাত্র ১৫ টাকায় ৩ দিন মেয়াদের 15MB 3G ইন্টারনেট স্ক্র্যাচ কার্ডেও উপভোগ করা যাবে নন-স্টপ ফেসবুক।
(Bondhu) বন্ধু গ্রাহকরা 9MB প্যাকটি কিনতে পারবে মাত্র ৫টাকায়!
ইন্টারনেট স্ক্র্যাচ কার্ডের ক্ষেত্রে অটো-রিনিউয়্যাল প্রযোজ্য নয়
9MB 2G প্যাক অ্যাক্টিভেশন কোড হল *500*10#
15MB ইন্টারনেট স্ক্র্যাচ কার্ডটি পাওয়া যাবে যেকোন গ্রামীণফোন রিটেইল পয়েন্টে।
অটো-রিনিউয়্যাল ফিচারটি বন্ধ করতে মেসেজ অপশনে Off লিখে পাঠিয়ে দিন 5000 নম্বরে (SMS চার্জ প্রযোজ্য নয়)
ডাটা ভলিউম ব্যালেন্স জানতে ডায়াল করুন *567#

উল্লিখিত ট্যারিফ সীমিত সময়ের জন্য প্রমোশনাল অফার যা পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।
ভ্যালিডিটি মেয়াদের মধ্যে বাড়তি ইন্টারনেট ইউসেজের জন্য ০.০১টাকা/১০কেবি হারে চার্জ প্রযোজ্য।
9MB ও 15MB প্যাক-এর ক্ষেত্রে নির্ধারিত ভলিউম শেষ হওয়ার পর বাড়তি ইউসেজ চার্জ/ফি প্রযোজ্য
নন-স্টপ ফেসবুক ইউসেজ-এ 9MB প্যাকে 41MB এবং 15MB প্যাকে 85MB ব্যবহারের পর ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য
সকল চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্য হবে।

এবার এয়ারটেল সিমে ১০ টাকায় ৩০ এমবি মেয়াদ ৩০ দিনের 3G প্যাক নিয়ে নিন।



আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন টেকটিউনে পোষ্ট করা হয় না। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম এয়ারটেলের অফার । মানে অফার নয় এটি একটি প্যাকেজ। এবিষয়ে কেউ টিউন করে থাকলে ক্ষমা চেয়ে নিছি। তো কাজের কথায় আসছি ।

*আপনাকে এ প্যাকেজ নিতে হলে আপনার ব্যলেন্স 11.50 উপরে রাখুন ।

*এর পর ডায়েল করুন *১২১*৭*১*১*১#।

*এখন আপনি ফিরতি এস,এম,এস পাবেন।

*এর পর মেসেস অপসনে গিয়ে লিখুন Lu30 পাঠিয়ে দিন 5000 নাম্বারে।

*এবার আপনি ফিরতি এস,এম,এস দেখুন 30 মেগাবাইট পেয়েছেন।

*মেগাবাইট চেক করতে ডায়েল করুন *778*39#

এবার দেখুন আপনার ৩০ মেগাবাইট যার মেয়াদ ৩০ দিন।

কিভাবে বাংলালাওন কে বাশ দিবেন।



আমার দুইটা মডেম, বাংলালাওনেরই, Postpaid, আমি যা করি, তা হল প্রতি ২ মাস পর পর মডেম Change করি। ওদের সব সময় একটা অফার থাকে। ৫০ দিন বা তার বেশি বন্ধ থাকলে আগের সব বিল মাফ, তারপর স্পিড পাবেন, ডাটা পাবেন, টাকা কম দেন, আর ও কত কি।
যাই হোক আসল কথায় আসি, আমি গত মাসে প্রতি (২ মাস পর) বারের ন্যায় Customer Care এ গেলাম। আমার বন্ধ মডেম টা চালু করতে চাইলাম। কিছুক্ষন আলোচনার পর 512kbps 16GB Package টা নিলাম, বিল আসল ১০৯২টাকা, ২৫% ছাড়ের পর আমার বিল হল ৮২০ টাকা যাই হোক দিলাম, গতি পেলাম 512kbps এর যায়গায় 1 mbps, ডাটা পেলাম 16GB এর যায়গায় 20GB। এবার আসেন এই মাসের কথা কই। বিল আসল ১০৯২ টাকা, ২৫% ছাড়ের পর আমার বিল হল ৮২০ টাকা, দিলাম না, দিলাম ৬৫০ টাকা, কারণ বাংলালাওনকে (Postpaid মডেম এ) ২০০ টাকা কম দিলেও কিছু মনে করে না। এ মাসেও গতি পেলাম 512kbps এর যায়গায় 1 mbps, ডাটা পেলাম 16GB এর যায়গায় 20GB।
৩য় মাসে যা করব, টাকা না দিয়েও ৭ দিন বাশ দিতে পারব। নাও আবার মডেম বন্ধ, ২য় মডেম দিয়ে আবার বাশ দিয়া শুরু।
আসুন বাংলালাওনকে বাশ দি।

রবি সিমে নিয়ে নিন মাত্র ১১.৫০ টাকায় ১৫০ মেগাবাইট।



আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম রবি সিমের অফার । এবিষয়ে কেউ টিউন করে থাকলে ক্ষমা চেয়ে নিছি। তো কাজের কথায় আসছি । আপনি যদি রবি সিমের ২৫ মেগাবাইট কিনেন ,তাহলে আপনি পাবেন বোনাস হিসেবে আর ১২৫ মেগাবাইট । রবি সিম দিলো ৫০০% ইন্টারনেট বোনাস
মানে ১৫০ মেগাবাইট মাত্র ১১.৫০ টাকায়।

*আপনাকে এ অফার নিতে হলে আপনার ব্যলেন্স 11.50 উপরে রাখুন ।

*এর পর ডায়েল করুন *8444*21#।

*এখন আপনি ফিরতি এস,এম,এস পাবেন।

*এবার আপনার ২৫ মেগাবাইট পাবেন ।

*২৫ মেগাবাইট পাবার ৭২ ঘন্টার মধ্যে বাকী ১২৫ মেগাবাইট পাবেন।

*মেগাবাইট চেক করতে ডায়েল করুন *8444*88#

ওয়েবপেজ থেকে কোনো কিছু কপি করা ঠেকাবেন যেভাবে।



অনেক ওয়েবসাইটের লেখা বা কোনো বিষয়বস্তু (কনটেন্ট) যে কেউ Ctrl +A চেপেই সবকিছু সিলেক্ট করে কপি করে নিতে পারে। যাঁদের ওয়েবসাইট তাঁরা হয়তো এটা চান না। কেননা, এর ফলে অনেক কিছুই হাতছাড়া হয়ে যেতে পারে।
ওয়েবপেজের কনটেন্ট কপি করা ঠেকানো যেতে পারে জাভাস্ক্রিপ্টে কয়েক লাইনে প্রোগ্রামিং সংকেত দিয়েই। এ সংকেত আপনার ওয়েবসাইটের হেড ট্যাগে যুক্ত করলেই সব পেজ থেকে Ctrl +A চেপে সিলেক্ট করে কপি করা বন্ধ করতে পারবেন।


প্রোগ্রামিং সংকেত:

<script type=”text/JavaScript”>
//courtesy of hostcoding.com
function killCopy(e){
return false
}
function reEnable(){
return true
}
document.onselectstart=new Function (“return false”)
if (window.sidebar){
document.onmousedown=killCopy
document.onclick=reEnable
}
</script>

সুত্রঃ প্রথম আলো প্রোগ্রামিং

টেলিটকের আজব কাণ্ড! ৯০জিবি ৩জি ইন্টারনেট মাত্র ৪,০০০টাকায়!


আমাদের প্রিয় সরকারী মোবাইল অপারেটর টেলিটকের নানা কার্যক্রম-উদ্যোগের প্রশংসা না করে উপায় নেই! বাংলাদেশে তারাই একমাত্র সকল শ্রেণির মানুষের ইন্টারনেট চাহিদা পূরণ করতে সক্ষম। এর আগে যেমন নিউজ দিয়েছিলাম, টেলিটকের ১জিবির ১০টি প্যাকেজ নিয়ে! এছাড়া এত সল্প মূল্যে কোন অপারেটরই ইন্টারনেট প্যাক দেয় না শুধু টেলিটক ছাড়া। যাই হোক! আজকে আপনাদের অদ্ভুত নিউজ দিবো। হয়তো কেউ খুশি হবে, হয়তো কেউ অজ্ঞান হবে।

টেলিটক যে কখনো এরকম প্যাকেজের ঘোষণা দেবে, তা সবার কল্পনার বাইরে! কারণ এধরনের Heavy Internet প্যাকেজগুলা সাধারনত ব্রডব্যান্ড ও ওয়াইমাক্সরা দিয়ে থাকে। কিন্তু কোন মোবাইল অপারেটর হিসেবে এই ধরনের প্যাকেজ অফার নিয়ে আসা দুর্লভ ইতিহাসের সমান। এখন আজকের নিউজ দেখে হয়তো অনেক নেটখোর, মুভিলাভার, গেমার এধরনের লোক খুব খুশি হবে, আর অন্যদিকে অনেকে বলবে ৪ হাজার টাকা গাছে ধরে নাকি! যাই হোক ওসব আপনাদের একান্ত ব্যাপার! চলুন, প্যাকেজটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

টেলিটক ৯০জিবি ৩জি ইন্টারনেটের বিস্তারিতঃ

টেলিটক তাদের একটি নতুন Heavy Internet প্যাকেজ ঘোষণা করেছে।
এই প্যাকে পাবেন ৯০জিবি ৩জি ইন্টারনেট মাত্র ৪ হাজার টাকায়!
প্যাকেজ অ্যাক্টিভ করতে, D61 লিখে 111 তে সেন্ড করুন।
এই প্যাকেজটি সকল টেলিটক প্রিপেইড গ্রাহক এটি নিতে পারবে।
৯০জিবি ৩জি ডাটা ৩জি ও ২জি উভয়ে ব্যবহার যোগ্য হবে।
৪ হাজার টাকার ৩জি প্যাকেজের মেয়াদ মোট ৩০ দিন।
৩জি ইন্টারনেটের স্পীড আপটু ১ এমবিপিএস!
মেয়াদ ও ডাটা ব্যাল্যান্স চেক করতে, u লিখে 111 তে সেন্ড করুন।
এই প্যাকেজে ১৫% ভ্যাট প্রযোজ্য হবে।

স্যামসাং গ্যালাক্সি এস৫ প্লাস হতে যাচ্ছে দ্রুততম অ্যান্ড্রয়েড ফোন


স্যামসাং এর ওয়েবসাইটে এখন দেথা যাচ্ছে তাদের আসন্ন ডিভাইস গ্যালাক্সি এস৫ প্লাসের ছবি ও তথ্য। এ বছরের শুরুতে কোম্পানীটি গ্যালাক্সি এস৫ ফোর-জি প্লাস সিংগাপুরে অবমুক্ত করেছে যা ছিল মূল গ্যালাক্সি এস৫ এর মতো। শুধুমাত্র তাতে অতিরিক্ত ছিল দ্রুতগতির স্ন্যাপড্রাগন ৮০৫ প্রসেসর। স্যামসাং এর ওয়েবসাইট দেখে ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠানটি নেদারল্যান্ডসহ আরো বেশ কিছু দেশে নতুন সংস্করণ গ্যালাক্সি এস৫ প্লাস অবমুক্ত করতে যাচ্ছে।



গ্যালাক্সি এস৫ -এ ছিল ৫.১ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ২ গিগাবাইট র‌্যাম, ১৬ মেগাপিক্সেল ক্যামেরা, ফিংগারপ্রিন্ট ও হৃদস্পন্দন গতিসূচক, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, ২৮০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী এবং ধুলা ও পানি-প্রতিরোধী আবরণ। আর এসব কিছুর সাথে গ্যালাক্সি এস৫ প্লাসে বাড়তি যা থাকছে তা হলো স্ন্যাপড্রাগন ৮০৫ প্রসেসর।

স্ন্যাপড্রাগন ৮০৫ সিপিইউ থাকায় গ্যালাক্সি এস৫ প্লাস ২২৫ এমবিপিএস পর্যন্ত এলটিই গতিকে সমর্থন করবে এমনটি আশা করা হচ্ছে। এস৫ প্লাস আসছে নীল, সাদা, কালো ও সোনালী রং এ। তবে এর মূল্য ও অবমুক্তির বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

ডাউনলোড করেনিন লেটেস্ট আইদিএম ভার্সন IDM 6.21 Build 14 একদম ফ্রি তে জলদি নিয়ে নিন।

কেমন আছেন সকলে, আশা করি অনেক ভাল, হম ভাল থাকবেনেই তো না হলে ভাল থাকার জন্য নিয়ে এলাম আইডিএম এর লেটেস্ট ভার্সন ।

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারঃ




এটা আমি নিজে টেস্ট করে আপনাদের জন্য নিয়ে এলাম। এই মাত্র ইন্সটল দিলাম। ১০০% কাজ করছে। এবং আগের তুলনাই একটু ভাল বলে মনে হচ্ছে। তাই, যাদের প্রয়জন জলদি করে ডাউনলোড করে নিন।

কেমন করে ইন্সটল করবেন।
আগের IDM টা আনইস্টল করুন।
Pc Restart দেন।
আবার আমার দেয়া ফাইল টা ইন্সটল করুন
ক্রা ক ফাইল টা কপি করেন।
যেখানে ইন্সটল করেছেন সেখানে পেস্ট করুন।
বেস কাজ ওকে সাড়া জীবন ভাল ভাবে ব্যাবহার করুন।

তো দেরি না করে এখনেই ডাউনলোড করুন ও সাড়া জীবন ভাল ভাবে ব্যাবহার করুন।

ডাউনলোড করুন এখানে

আসুন সবাই মিলে জিপি তে আবারও ফ্রী নেট চালাই ১০০% working



আমরা সবাই জানি জিপি তাদের ক্লিক পেকেজ এ ২০ এমবি লিমিট করে দিছে জার কারন অনেকেই আর ফ্রী ইন্টারনেট চালাতে পারছেন না । চালাতে পারলেও মাত্র ২০ এমবি । এখন আপনাদের দেখাব কি করে মাত্র ৩৫ টাকা খরছ করে সারা মাস আনলিমিটেড ডাউনলোড করবেন প্রথমে এখান থেকে XT181PP টা ডাউনলোড করে নিন এবার আপনার জিপি সিম টাকে বন্ধু পেকেজ এ পরিবরতন করুন আগে থেকে করা থাকলে দরকার নাই। বন্ধু করার B লিখে 4444 এ এসএমএস করুন । বন্ধু পেকেজ হবার পরে ৩৫ টাকা রিচারজ করে *500*0# ডায়াল করুন Pay per use Active হবে। এসএমএস আসার পরে যখন দেখাবে Pay per use Active হয়ে গেছে । তখন *111*6*1*1*1*1# ডায়াল করুন এখন ৩জি মিনি প্যাঁক অ্যাক্টিভ হবে হবার পরে এবার । 75 এমবি অ্যাক্টিভ করুন। এইবার আমাদের কাজ শেষ । নিশ্চিত হবার জন্য View লিখে ৫০০০ এ এসএমএস করুন । You are enjoying Volume 75MB 512kbps 3G, You have remaining 75.03MB valid till 12:01 AM 09 Nov, 2014 যদি এই রকম মেসেজ আসে তাহলে বুজবেন কাজ হয়ে গেছে । এখন gpwap প্রোফাইল বানিয়ে কানেকশন দেন। এবার T181pp টা চালু করে listen এ ক্লিক করুন। এবার ব্রাউজার ও IDM এ প্রক্সি সেট করুন। 127.0.0.0 পোর্ট ৮০৮০। এবার আরামসে বাশ দিতে থাকুন ।

২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে টেলিটক দিচ্ছে “আগামী” সিম একদম ফ্রিতে!



২০১০, ২০১১, ২০১২ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত সকল ছাত্র-ছাত্রী এবং ২০১৩ ও ২০১৪ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রী যারা টেলিটকের আগামী সিম গ্রহণ করে নাই সেইসব ছাত্র-ছাত্রীগণকে টেলিটক দিচ্ছে বিশেষ সুবিধা সম্বলিত সিম "টেলিটক আগামী" একদম ফ্রিতে! আসুন প্রথমেই জেনে নেওয়া যাক কি কি সুবিধা আছে এই সিম এঃ

আগামী প্যাকেজের মেধাবীরা দিন-রাত যেকোন মোবাইল নাম্বারে কথা বলতে পারবে দেশের সর্বনিম্ন রেটে সেই সাথে থাকছে দ্রুতগতির ইন্টারনেট!!

"টেলিটক আগামী" সিম এর সুবিধাসমূহঃ
৪.১৭ পয়সা/১০সেকেন্ড অর্থাত্‍ ২৫ পয়সা/মিনিট ভয়েস ও ভিডিও কল দিন-রাত যেকোন টেলিটক নাম্বারে
১০ পয়সা/১০ সেকেন্ড অর্থাত্‍ ৬০ পয়সা/মিনিট ভয়েস কল দিন-রাত অন্য অপারেটরে
২৫ পয়সা/এসএমএস যেকোন টেলিটক নাম্বারে
মাসিক ১GB ডাটা ১০০ টাকা (২G গ্রাহকদের জন্য)
দৈনিক ২০MB ডাটা ৫ টাকা (২G গ্রাহকদের জন্য)
মাসিক ১GB ডাটা ১৫০ টাকা (৩G গ্রাহকদের জন্য)
দৈনিক ২০MB ডাটা ৬ টাকা (৩G গ্রাহকদের জন্য)

এছাড়া, প্রতি ২৫ টাকা রিচার্জে ২৫ মিনিট ভয়েস, ২৫ MB ডাটা ও ২৫টি SMS একদম ফ্রি !!!

এই সিম পেতে হলে যা করতে হবেঃ
১) এসএমএস এর মাধ্যমে রেজিস্ট্রেশন: প্রথমে যেকোন টেলিটক নাম্বার থেকে GPA5<space>Board<space>Roll<space>SSC_Passing
_Year<space>Mobile no লিখে ১৬২২২ নাম্বারে এসএমএস করতে হবে৷

উদাহরণ: GPA5 DHAKA 12345 2010 015********
২) গ্রাহকগণ ফিরতি এসএমএস এ প্রার্থীর নাম, বোর্ড, রোল নং, যোগাযোগের নাম্বার, জিপিএ-৫ রেজিস্ট্রেশন নাম্বার পাবেন৷ জিপিএ-৫
রেজিস্ট্রেশন নাম্বারটি অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় উল্লেখ করতে হবে৷
৩) যদি গ্রাহকের বয়স ১৮ বা তার বেশী হয় তবে তার নামে রেজিস্ট্রেশন করতে পারবে৷ অন্যথায় তার বাবা-মা / ভাই-বোন/ চাচা-চাচী / মামা-মামী / খালা-খালু / ভাবী অথবা তার যেকোন আইনানুগ অভিভাবকের নামে রেজিস্ট্রেশন করতে হবে৷
৪) এরপর অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য http://gpa5.teletalk.com.bd ভিজিট করে প্রয়োজনীয় সকল তথ্য অবশ্যই পূরণ করতে হবে৷
৫) অনলাইনে তথ্য পূরণের সময় গ্রাহকগণ যে কাস্টমার কেয়ার থেকে আগামী সিম উত্তোলন করতে ইচ্ছুক তা অবশ্যই নির্ধারণ করে দিতে হবে এবং শুধুমাত্র সেই নির্ধারিত কাস্টমার কেয়ার থেকেই সিমটি উত্তোলন করতে হবে৷
৬) অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে গ্রাহককে অবশ্যই পুরণকৃত ফরমটির প্রিন্ট করে রেখে দিতে হবে যা পরবর্তীতে সিম উত্তোলনের জন্য কাস্টমার কেয়ারে জমা দিতে হবে৷
৭) গ্রাহকগণ টেলিটকের এই লিঙ্ক (http://gpa5.teletalk.com.bd/public/saf_form.pdf ) থেকে গ্রাহক নিবন্ধন ফরম/ User
Registration Form থেকে ডাউনলোড করে পূরণ করতে পারবে অথবা যেকোন টেলিটক কাস্টমার কেয়ার এ গিয়ে সরাসরি ফরম পূরণ
করতে পারবে৷
৮) রেজিস্ট্রেশন চলবে ০১/১০/২০১৪ খ্রিঃ হতে ৩১/১০/২০১৪ খ্রিঃ পর্যন্ত।
৯) সিম উত্তোলনের নির্দিষ্ট তারিখে নিম্নোক্ত ডকুমেন্টসমূহ অবশ্যই সাথে আনতে হবে-
১. অনলাইনে পুরণকৃত রেজিস্ট্রেশন ফরমের প্রিন্ট কপি৷
২. এসএসসি পরীক্ষার এডমিট কার্ড/ সার্টিফিকেট/ মার্কসিট এর মুল কপি এবং ফটোকপি৷
৩. যার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে তার ছবি - ২ কপি৷
৪. যার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে তার ভোটার আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট এর ফটোকপি৷
৫. অনলাইনে পূরণকৃত গ্রাহক নিবন্ধন ফরম/ User Registration Form এর ২ কপি জমা দিতে হবে অথবা টেলিটক কাস্টমার
কেয়ার থেকে User Registration Form সংগ্রহ করে পূরণ করা যাবে৷

ব্লগস্পট অথবা ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য নিয়ে নিন চার ধরনের আকর্ষণীয় মেট্রো স্টাইলের Alert Box !





আজ শুধু ব্লগস্পট নয়, নিয়ে এলাম ব্লগস্পট এবং ওয়ার্ডপ্রেস উভয় প্লাটফর্মে তৈরি যেকোন ব্লগের জন্য মেট্রো স্টাইলের আকর্ষণীয় Alert Box । আপনারা অনেক ব্লগের পোস্টের মাঝে বিভিন্ন রকম নোটিশের Alert Box দেখতে পেয়ে থাকেন। এগুলোকেই ব্লগের Alert Box বলা হয়ে থাকে। পোস্ট সম্পর্কিত কোন তথ্য হাইলাইট করে তুলে ধরার জন্য এই বক্স ব্যবহার করতে পারেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি চার ডিজাইনের ভিন্ন চার ধরনের Alert Box যথাক্রমে Error Message Box, Success Message Box, Warning Message Box এবং Information Alert Box। Alert Box ডেমো লিংক


কিভাবে ব্লগে Alert Box যোগ করব?
আপনি ব্লগস্পট ব্লগের ব্যবহারকারী হয়ে থাকলে ব্লগস্পট ড্যাশবোর্ড থেকে Template > Edit HTML অপশনে গিয়ে টেমপ্লেটের কোডগুলো থেকে ]]></b:skin> কোডটি খুঁজে বের করুন এবং কোডটুকু খুঁজে পেলে এই কোডটির উপরে নিচে দেয়া কোডগুলো বসান।

টেকটিউনস কোড হাইলাইটার - কোড কপি করতে কোডের উপর ডাবল ক্লিক করুন
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
.info, .success, .warning, .error {
background-repeat: no-repeat;
background-position: 10px center;
border: 1px solid;
margin: 10px 0;
padding: 14px 9px 14px 48px;
}

.info {
color: #0D81E9;
background-color: #C8E9F8;
background-image: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgquBxgOg-T-fki8nCHSZa2tXqHazxXD3cN9sN8IsnYhP4t4fKpkgLkalsqt3OhRvsJXRuAvrhder4e54qi0V9C9bcVPWnJHn475_gG0iwIfmyD5GIB1bgf0l-wv__zBNfbgGeD3TSRjXc/s1600/tbm_info.png);
}

.success {
color: #0D8F07;
background-color: #E5FAC3;
background-image: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVnSJsPS8SNV7JyUDJgiegP8JsGignFVlnI9e8fW4JzHQGUZyAWf0tPkIRS-old3-ybkLZLn5VgPtO_ZuRrtZqhciLXxlxvuxu3fNUj7hZ0YURMyc3SDGZKJPdlX7-caDFfgdShyVpGRU/s1600/tbm_success.png);
}

.warning {
color: #DD8500;
background-color: #EBDCA3;
background-image: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiexRaHrS5IOeIad-DvoiEt26Yis79cUWt4dBZn4sSbseXWfO82iRtLMnxAwgce3tI9pgQTbKeeIsGjkrVcImRJZiAWPGcNoUS6URF8FCFimp2j761hBb0necVjFyvMTB0uAyQd_zGaJuU/s1600/tbm_warning.png);
}

.error {
color: #DF000C;
background-color: #F5C8C8;
background-image: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlLi5fm6PucBOFutdRON-oqJx8HF-lIqMp2gTF9SZ9OFF9TncxaWd6tkTSiv_CeTMZR5Vr55hz158f22fOR4mTxgt4UJp0Yvtv-RJ6jO2xLs_ry1ChGNutAsFUi55Z6fI4UjFu2S7tAOc/s1600/tbm_error.png);
}

এবার টেমপ্লেটটি Save করুন।
ব্লগস্পট ব্লগের জন্য এটাই ছিল প্রাথমিক কাজ। তাই একটু বিশ্রাম নিন। ততক্ষনে ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদেরকেও তাদের ধাপটি শিখিয়ে দেই।
হুম, এবার আসি ওয়ার্ডপ্রেস প্লাটফর্মে। যারা ওয়ার্ডপ্রেসে ব্লগ বানিয়েছেন এবং এই বক্সটি ব্লগে যোগ করতে চাচ্ছেন তাঁরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে Appearance > Editor > style.css অপশনে যান এবং উপরে যে সিএসএস কোডগুলো দিয়েছি সেগুলো style.css -এ যোগ করুন।
ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা একটুকু হলেও এক্সপার্ট। তাই তাদেরকে বিস্তারিত ভাবে বুঝিয়ে বললাম না। তবুও নতুনরা না বুঝলে জানাবেন।
কিভাবে ব্লগের পোস্টের মাঝে Alert Box টি ব্যবহার করব?
আমরা ইতিমধ্যে ব্লগে Alert Box টি যোগ করার প্রাথমিক কাজ শেষ করেছি। এখন শুধু দেখাব কিভাবে আপনি পোস্টে Alert Box টি ব্যবহার করবেন।


<div>Error message</div>
উপরের কোডটি লক্ষ্য করুন। এখানে আমি চার স্টাইলের Alert Box এর মধ্য থেকে Error Message স্টাইলের বক্সটির কোড উল্লেখ করেছি। আপনি কোন পোস্টের ভেতর যদি এই Error Message স্টাইলের বক্সটি বসাতে চান তবে সেখানে উপরের কোডটি বসাবেন আরError message লেখাটার জায়গায় আপনি যে মেসেজ দিতে চান সেটি দিবেন। এভাবে বাকি স্টাইলের মেসেজ বক্স গুলোও ব্যবহার করবেন। নিচে আমি সব স্টাইলের মেসেজ বক্সগুলোর কোড উল্লেখ করছি।


<div>Info message</div>
<div>Successful operation message</div>
<div>Warning message</div>
<div>Error message</div>

তবে একটি কথা মনে রাখবেন, পোস্টের মাঝে এই কোডগুলো দেওয়ার সময় পোস্টটি ব্লগস্পটে হলে HTML Mode এ রাখবেন আর ওয়ার্ডপ্রেস হলে Text Mode এ রাখবেন। কেমন লাগলো জানাবেন কিন্তু। আর কিছু বুঝতে সমস্যা হলে সেটাই জানাতে ভুলবেন না।

পিসির পারফারমেন্স ঠিক রাখতে এই গুলো জানা আবশ্যক।



পিসির পারফারমেন্স ঠিক রাখতে নিচের ধাপটি লক্ষ্য করুন:
১। পিসি বাসার একটু খোলা মেলা স্থানে স্থাপন করুন এবং খেয়াল রাখুন যেন ধুলাবালি বা সূর্যের তাপ আপনার পিসির সিস্টেমে বিঘ্ন না ঘটাতে পারে।
২। কম্পিউটারের উপর কোন ভারী কিছু রাখবেন না।
৩। পিসির পারফারমেন্স এর উপরে নির্ভর করে অপারেটিং সিস্টেম ব্যবহার করুন। যদি মনে করেন আপনার পিসি উইন্ডোজ ৭ ব্যবহার উপযোগী করে তৈরি তাহলে উইন্ডোজ ৭ অপারেটিং ব্যবহার করতে পারেন।
৪। অযথায় অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করা থেকে বিরত থাকুন।
৫। যে সফটওয়্যার গুলোতে আপাতত কাজ করছেন না এমন সফটওয়্যার গুলো আনইনস্টল করে রাখুন।
৬। লাইসেন্স আপডেটেড অ্যান্টিভাইরাস ইউজ করুন এবং একাধিক অ্যান্টভাইরাস ইনস্টল করবেন না এতে পিসি স্লো করবে।
৭। মাসে অন্তত একবার ডিস্ক ডিফ্রাগমেন্ট করে নিন।
৮। নিয়মিত কুকি, টেম্পোরারি ফাইল ডিলিট করার জন্য রান থেকে %Temp%, Prefetch, Recent লিখে ফাইল গুলো ডিলিট করে নিন এতে পিসির পারফারমেন্স বাড়বে।
৯। মাঝে মাঝে স্ক্যান ডিস্ক চালান এ জন্য windows menu+R প্রেস করুন রান এ যান এখন লিখুন chkdsk এরপর Ok করুন। হার্ড ডিস্ক স্ক্যান করবে এবং কোন সমস্যা থাকলে তা অটোমেটিক ঠিক করে নিবে।
১০। প্রত্যেক ড্রাইভে মিনিমাম ১৫% জায়গা খালি রাখুন, এতে পিসির স্পিড বাড়বে।
১১। নিয়মিত ‘কুলিং ফ্যান’ মুছে পরিষ্কার করে রাখুন।
১২। বিদ্যুৎ চলে গেলে কম্পিউটার যেন হঠাৎ বন্ধ না হয়ে যায় সে জন্য ভাল মানের একটি ইউপিএস ব্যবহার করুন।
১৩। প্রতি ১ বা ২ মাস পর পর কম্পিউটার ব্লুয়ার মেশিন দিয়ে পরিষ্কার করে নিন।
১৪। পেনড্রাইভ ব্যবহার করলে ভাল একটি অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করুন এবং পেনড্রাইভ এ প্রবেশ করার সময় এক্সপ্লোর করে ঢুকুন।

আপনার ওয়েবসাইট এর জন্য দারুন বাংলাদেশী আড কম্পানী


অনেক দিন পর লিখতে বসলাম।আজ আমি একটি নতুন বাংলাদেশি আড কম্পানির সাথে পরিচয় করিয়ে দেব ।এরা নতুন হলেও এদের হাতে প্রচুর আড আছে।
আসুন এদের বৈশিস্ট গুলো যেনে নেইঃ

১। এরা ওয়াল্ড ওয়াইড আড প্রদর্শন করে।
২। অটো অপ্রুপ। সব সাইটেই আড প্রদর্শন করাতে পারবেন।
৩।পার ১০০০ ভিঊ তে ১৮-৮ ৳ বা ১.৮০-0.৫০ টাকা/পার ক্লিক।
৪।কন্টেন্ট অনুযায়ী আড প্রদর্শন করতে পারবেন।
৫।লাইভ ডেস বোর্ড।
৬। সাইজ অনুযায়ী ক্লিক রেট
৭।চেক ,ব্যাঙ্ক,বিকাশে পেমেন্ট নেওয়ার সুবিধা।
৮।৫০০ টাকা মিনিমাম পে আউট
কিভাবে রেজিস্টার করবেন?
প্রথমে এই লিঙ্ক এ যান।
তারপর রেজিস্টার করুন।মেইল কনফার্ম করুন। place এ ক্লিক করে আপনার পছন্দের আড জোন দেখে নিন।
new place ক্লিক করুন। আড প্লেসের যেকোন টাইটেল দিন। আড সাইজ নির্বাচন করুন । submit এ ক্লিক করুন।next page এ zone e আপনার পছন্দ মত অপ্সন সিলেক্ট করুন। এ ক্ষেত্রে অই অড সাইজ নিবাচন করাই ভাল। ডোমেইন নেইম দিয়ে সাবমিট করুন । আড কোড সাইটে সাবমিট করুন।আর আয় করুন।

আমি Banner - 320 x 100 (Mobile Banner),Banner - 970 x 90 (Large Leader board, Banner 728 x 100 আড সাইজ ব্যবহার করতে বলব।কারন এতে সবসময় আড থাকে।

আজকের মত বিদায় নিচ্ছি।দেখা হবে পরের টিঊনে।

জিপিতে ১৮ টাকায় ১৯ এমবি ৩জি ডাটা +১ মাস ফ্রি ফেসবুক+৩জি ফ্রি নেট(১০০MB লিমিট)ও ২জি আনলিমিটেড ফ্রি নেট



আশা করি সবাই ভালো আছেন।জীবনে কোন দিন কোন সাইডে টিউন করি নি এটি আমার জীবনে প্রথম টিউন তাও আবার টিটিতে তাই ভুল হলে ছোট ভাইকে নতুন হিসেবে ক্ষমা করবেন এই আশা রেখে আজকের টিউন শুরু করছি....।
যখন প্রিয় টিটি নিয়ে এত কথা হচ্ছে ও জিপির বা ফেসবুকে হারামি ফোন নামে পরিচিত সিমের জটিল প্যাচ লাগানো নেট আপারেটরিং সিস্টেম তখন হাজার হাজার নেট পাগলদের জন্য কিছু না লিখে পারলাম না। আনেক দিন আপেক্ষা করেছিলাম টিউনা হতে তাই নতুন কিছু দিতে চেয়েছিলাম তাই হয়তো টিউনার হবার আনেক পরে টিউন করছি।

কাজে আসা যাক, প্রথমে *500*0# ডায়েল করুন ৩ টি SMS আসবে।তারপর *111*6*1*1*1*1# ডায়েল করুন ৩ জি 4 MB এর click প্যকেজটি এক্টিভ হবে(৩টাকা)।তারপর ১৫MB এর ক্রাস কার্ড কিনুন ১৫টাকা এবার ক্রাস কার্ডটি রিচার্জ করুন কিভাবে করবেন ক্রাস কার্ডের গায়ে লেখা আছে।এখন SMS আসবে ১৫ এমবি পেয়ে যাবেন। তবে মাজার ব্যাপার ১ মাস মেয়াদ হয়েগেছে যদিও বা ৩ দিন মূল মেয়াদ ছিল। *500*10# ডায়েল করে দেখে দিন।

এখন আপনি FUP প্যকেজ এ আছেন।এবং যার মেয়াদ ১ মাস।অতএব,আপনি ১ মাস ফ্রি ফেসবুক ব্যাবহার করতে পাবেন।
আর আপনি ৩+১৫=১৮ টাকায় ১৯ এমবি পাচ্ছে নি।

Banglalink PC ফ্রী ইন্টারনেট ফুল স্পীডে নতুন সারভার ১২.০৮.১৪



এবার আপনাদের সামনে হাজির হলাম Banglalink PC ফ্রী ইন্টারনেট নিয়ে। চলুন কাজ শুরু করা যাক,প্রথমে 3G Pakege Active করুন 90-135kb/s ,,,,,,,,,,1MBPS Speed পাবেন।

প্রথমে আপনার পছন্দমত একটা বাংলালিঙ্ক এর প্যাঁক নিন । (P1হলেও চলবে। 3G প্যাক কিনলে 3G স্পীড পাবেন)

এখান থেকে Inject Header Query soft টা ডাউনলোড করেন। আবার এখান থেকে Proxifire soft টা ডাউনলোড করেন  এটা ওপেন করলে সিরিয়াল কী চাইবে । 

সিরিয়াল কী দেন=ZNZWL-6YEQB-3WC3X-99ZU6-RNDVB


এবার SIM কে PC suite অথবা Modemদিয়া [apn=blwap] দিয়ে Connect করেন।

এখন Inject Header Query টা ওপেন করেন

1)'Main' ট্যাব এ click করে 'Use Query' আর 'Use Proxy' টা Mark করেন 'Start' এর আগের ফাঁকা ঘর এ লিখুন 8080


2)এবার দ্বিতীয় ট্যাব 'Server' এ ক্লিক করেন, দিয়ে Proxy-10.10.55.34

আর তার পার্শের ঘর এ Port-8799 দিন।

সবশেষে 'Net Data' তে 'Front' Option টা মার্ক করে দিন।


3)এবার ৪ নম্বর ট্যাব এ ক্লিক করেন, X-Online-H অপশন টা মার্ক করেন এবং সেখানে 0.facebook.com:80 দিন ।

X-Online-H =m.wikipedia.org.server4-2.operamini.com

4)এবার 'File' এ click দিয়ে 'save' করে দিন। Main ট্যাব থেকে 'Start' এ click দিয়ে ওটা Minimize করে দিন।

এখন Proxifire টা ওপেন করেন

1)Proxifire টা ওপেন করার পর, 'profile' এ click দেন এবং 'proxy servers' এ click করেন।


2)proxy servers এ click দেওয়ার পর একটা ছোট্ট BOX আসবে সেটার 'add' এ click করেন।


3)'add' এ click দেওয়ার পর একটা BOX আসবে সেখানে 'address' দেন 127.0.0.01

আর 'port' দেন 8080

। Protocol সিলেক্ট করেন 'HTTPS' দিয়ে 'ok' করে দিন।

4)আবার Proxifire এর profile এ click দেন এবং 'proxification Rules' এ click করেন।

5 )proxification Rules' এ click দেওয়ার পর একটা BOX আসবে সেখানে 'add' এ click করেন।

6)Add এ click দেওয়ার পর একটা BOX আসবে সেখানে Name দিন 'IHQ' এবার Browse এ click করেন আর 'Inject Header Query' soft টা যেখানে রেখেছেন
সেটা Select করে দিন। এখন Action টা 'Direct' সিলেক্ট করেন এবং সব BOXগুলা OK করে দিন।Proxifire টা মিনিমাইজ করে দিন।:D ব্যাস এবার ফুল PC সকল সফটওয়্যার এফ্রী নেট চালাইতে থাকেন।

গ্রামিনফোনে আনলিমিটেড ফ্রি নেট চালান এন্ড্রয়েড মোবাইলে নতুন টিপস ১২.০৮.১৪


3G Pakege active থাক্লে ভালে speed পাবেন। প্রথমে নিচের এই কনফিগ সেটিং টা তৈরীই করেন
Name:Tunesbd44.blogspot.com
Apn. : gpwap
Proxy : 10.128.1.2
Port. : 8080

তার পর ডিফল্ট হিসাবে সেভ করুন!

Opera mini handler download  করুন যেকোন তার পর অপেরা অপেন করে SATTING টা করুন

Front Query: meta.m.wikimedia.org @ NOTE: [@ এর আগে স্পেস দিতে হবে]

Proxy Type: Host
Proxy Server: meta.m.wikimedia.org@mini5-1.operamini.net

সেভ করেন তার পর ফ্রী চলাতে থাকুন।

বাংলালিংক দিয়ে এনড্রেয়েডে ফ্রি ইন্টারনেট চালান আনলিমিটেড


আশা করি ভালো আছেন।অবসেষে বাংলালিংক ৬৪ জেলায়। ইদের ছুটিতে অনেকে বাড়িতে যাওয়ায় টেকটিউনস এ টিউন কমে যাচ্ছে সেটা বোঝায় যাচ্ছে। যাই হোক কাজের কথায় আসি। এখন আপনাকে প্রথমে ইউসি হ্যান্ডেলার ডাউনলোড করতে হবে। এখানথেকে ডাউনলোড করুন: http://goo.gl/hs5Cz6

এবার আপনার ফোনের সেটিংস এগিয়ে মোবাইল নেটওযার্ক এ যান এরপরে একসেস পয়েন্ট এ যান খোনে চিত্রের মতো সেট করুন:

এরপরে ইউসি হ্যান্ডেলারটা ইনষ্টল করুন তারপরে proxy type: host
proxy server: 0.facebook.com:80 দিন


এখানে HTTP টা Host করে দিন। এবার সেভ করে আরামে চালান ফ্রি ইন্টারনেট। ডাউনলোড স্পিড ৭০ কেবিপিএস।

২০১৪ সালের এইচ এস সি ও সমমানের পরীক্ষার ফল আগামী ০৭ আগষ্ট,২০১৪ প্রকাশিত হবে


২০১৪ সালের এইচ এস সি ও সমমানের পরীক্ষার ফল আগামী ০৭ আগষ্ট,২০১৪ প্রকাশিত হবে। আমরা সবাই চাই আগে আগে ফল পেতে। কিন্তু আমাদের দেশের ইন্টারনেটের যে গতি প্রায়শ দেখা যায় রেজাল্টের দিন শিক্ষা বোডের ওয়েব সাইটে প্রবেশ করা যাচ্ছে না। তাই আমরা ভিন্ন পদ্ধতিতে পরীক্ষার ফল পেতে পারি। আসুন আমরা এবার দেখি কিভাবে আগে আগে পরীক্ষার ফল পেতে পারি।

গতবারের ন্যায় এবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ই-মেইল এর মাধ্যমে ফল পাঠানো হবে। শিক্ষাবোর্ড সমূহের প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্ন ই-মেইল আইডি তৈরী করা হয়েছে।

কোন প্রতিষ্ঠানের ই-মেইল আইডির ধরন হবেঃ

[সংশ্লিষ্ট বোর্ডের নামের ১ম তিন অক্ষর][প্রতিষ্ঠানের EIIN নাম্বার]@educationboard.gov.bd

উদাহরণসরূপঃ যশোর বোর্ডের কোন প্রতিষ্ঠানের EIIN নাম্বার যদি 116828 হয় তবে ঐ প্রতিষ্ঠানের ই-মেইল আইডি হবেjes116828@educationboard.gov.bd এবং পাসওয়ার্ড হবে EIIN নাম্বার অর্থাৎ 116828

উল্লেখ্য, http://www.dshe.gov.bd/EIIN/EIIN.php এখানে ক্লিক করে সারা দেশের সব প্রতিষ্ঠানের EIIN নাম্বার বিভাগ ভিত্তিক ডাউনলোড করা যাবে।

ই-মেইলে পরীক্ষার ফলসহ যাবতীয় তথ্যাদি পাওয়ার জন্য নিন্মের ধাপগুলো অনুসরন করতে হবেঃ

প্রথমে http://mail.educationboard.gov.bd/web/ এই ঠিকানায় যান। তারপর Email Address এর ঘরে ই-মেইল আইডি এবং Password এর ঘরে EIIN নাম্বার লিখে Login বাটনে ক্লিক করুন। উক্ত প্রতিষ্ঠানের সম্পূর্ণ Result Sheet টা বের হবে। এরপর CTRL + S চেপে পাতাটি সেভ করুন অথবা Print রেজাল্ট এ ক্লিক করে প্রিন্ট করুন কিংবা Save as PDF করুন।

বিদ্রঃ কোন প্রতিষ্ঠান যদি তাদের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে তাহলে ওই প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে পারবেন না। এই ট্রিকসটি শুধু সেইসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাজ করবে যাদের প্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষক তাদের পাসওয়ার্ড পরিবর্তন করেন নাই। তাই কেউ কেউ রেজাল্ট এই পদ্ধতিতে নাও পেতে পারেন !

মোবাইলের মাধ্যমে ফল পেতে নিচের নির্দেশনা অনুসরন করুনঃ

HSC (স্পেস) first 3 latter of your board name(স্পেস)Roll No (স্পেস)Passing year

পাঠিয়ে দিন 16222 নাম্বারে

মাদ্রাসা বোর্ডের রেজাল্টঃ

ALIM (স্পেস) MAD (স্পেস) Roll No (স্পেস) Passing year

পাঠিয়ে দিন 16222 নাম্বারে

টেকনিক্যাল বোর্ডের রেজাল্টঃ

HSC (স্পেস) TECH (স্পেস) Roll No(স্পেস)Passing year

পাঠিয়ে দিন 16222 নাম্বারে

মোবাইল রেজিস্ট্রেশন করতেঃ

Reg (স্পেস) HSC(স্পেস) first 3 latter of your Board Name(স্পেস)your Roll Number 2013

পাঠিয়ে দিন 16222 নাম্বারে

আশা করি আমার এই পোষ্টটা ফলপ্রত্যাশীদের কাজে লাগবে।
সবার ভালো ফলের প্রত্যাশায় শেষ করছি।।


দেখুন, উইন্ডোজ ৮ এ কিভাবে পিকচার পাসওয়ার্ড দিবেন।


আশা করি সবাই আল্লাহ্‌র রহমতে ভাল আছেন।আমিও ভালো আছি।এবার আসি কাজের কথায়। আজ আমি লিখতে চাচ্ছি উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে কিভাবে পিকচার পাসওয়ার্ড দিবেন তা নিয়ে।তাহলে পড়ুন কিভাবে ফটো পাসওয়ার্ড দিতে হয়।

কাজের ধারাঃ

১। প্রথমে আপনার কম্পিউটারের ফ্রী ডেক্সটপে মাউসের কারসর উপরের ডান কোনায় নিয়ে যান। এবার এখান থেকে দেখতে পাবেন সার্চ,শেয়ার ইত্যাদি আসছে।এখানকার সবার নিচেরটা অর্থাৎ সেটিংসে যান।
২। তারপর Change PC Settings এ যান।
৩। এরপর এখান থেকে Users এ যান।
৪। এবার Create a Picture Password ক্লিক করুন।
৫। এখন যদি পাসওয়ার্ড দেওয়া থাকে সেটা চাবে। আপনি সেটা দিন।
৫। তারপর ব্রাউজ করে আপনার Choice করা একটা ফটো দিয়ে দিন।
৬। এরপর Use This Picture এখানে ক্লিক করুন।
৭। এবার আপনার পছন্দমত তিনটা জায়গা মাউস ক্লিক করতে বলা হবে।
৮। আপনি মনে রাখতে পারেন এমন তিনটা জায়গা সিলেক্ট করুন।এভাবে ২ বার সিলেক্ট করে কনফার্ম করুন।
৯। Finish করে বেরিয়ে আসুন।
ব্যাস।কাজ শেষ। এবার লগ অফ করে দেখুন। দেখবেন পিকচার আসছে। এখন আপনি যে তিনটা জায়গায় মাউস ক্লিক করেছিলেন সেই তিনটা জায়গায় মাউস ক্লিক করুন। দেখবেন পি সি খুলে গেছে।

যদি বুঝতে সমস্যা হয় তাহলে এখান থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন।

মেগা টিউনঃ বাংলালিঙ্ক ফ্রী নেট জাভা/সিম্বিয়ান/এন্ড্রয়েড এ নো লিমিট ।


বাংলালিঙ্ক এ আবারো ফ্রী নেট চালান জাভা/সিম্বিয়ান/এন্ড্রয়েড
জাভা ইউজার রা অফিসিয়াল blwap একটিভ করুন
/সিম্বিয়ান/এন্ড্রয়েড রা নিচের মত সেটিং করুন
name:as u wish
apn:blwap
proxy:10.10.55.34
port:8799

এবার হ্যান্ডেলার অপেরা ডাউনলোড করে নিন
জাভা সিম্বিয়ান = click here
এন্ড্রয়েড= click here
হ্যান্ডেলার অপেন করে সেটিং করুন
proxy type:host
proxy server:0.facebook.com:80/
বাকিগুলো আগের মত রাখবেন
এবার ফ্রী নেট এর দুনিয়ায় ঝাপিয়ে পড়ুন
নোট: ব্যালান্সে এ টাকা রাখবেন না


দুই বা ততোধিক কম্পিউটার এর মধ্যে ডাটা শেয়ার করুন wifi এর সাহায্যে কোনো তার ছাড়াই


পনাদের জন্য আবার নিয়ে আসলাম নতুন একটি ভিডিও টিউটোরিয়াল । আমাদেরকে মাঝে মাঝে বিপুল পরিমান ডাটা transfer বা share করতে হয় । কিন্তু এর জন্য প্রয়োজন হয় খুব বড় pendrive বা harddisk এর যা আমাদের কাছে সবসময় থাকে না । তাই আমি আপনাদেরকে আজকে দেখবো কিভাবে দুইটি কম্পিউটার এর মধ্যে খুব সহজ়ে ডাটা transfer বা শেয়ার করতে পারেন ।

এই জন্য আপনাদের যা প্রয়োজন হবে তা হল দুইটি কম্পিউটার এবং নেট কানেকশন সহ একটি ওয়াই-ফাই রাউটার ।

এর জন্য আপনাদের কম্পিউটার দুইটিকেই একই network এর মধ্যে থাকতে হবে ।

ভিডিও লিঙ্ক ঃ https://www.youtube.com/watch?v=ECqIMeIF6qs

ভিডিওটি বাংলায় এবং HD যা আপনাদের বুজতে অনেক সুবিধা হবে । আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং কোনো কিছু না বুঝলে টিউমেন্ট করবেন ।


কাস্পারাস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৫ All Products With Trial Resetter




কেমন আছেন সবাই , আশা করি সবাই ভাল আছ, ভাল থাক, সুন্দর থাক, স্বুস্থ থাক , নিরাপদে থাক এটাই আমি সব সময় প্রত্যাশা করি, আপনাদের সর্ব সাফল্য আমি একান্ত ভাবেই কামনা করি।
সোনার বাংলাদেশ যার এমন কোথাও সোনার খনি তো দুরের কথা রুপার খনিও নাই। তারপরও আমাদের যে স্বল্প সম্পদ আছে তার যদি সঠিক ব্যাবহার করতে পারি তাহলে সোনার খনি না হোক রুপার খনিতে এই দেশকে পরিনিত করতে পারব । হাই হোক কাজের কথায় আসি , বর্তমান বিশ্বে সফটওয়্যারের চাহিদা সব চেয়ে বেশি, কারন সফটওয়্যার একায় অনেক কাজ কিছু সময়ের ভিতরে করে পেলতে পারে । আজ আমি আপনাদের সাথে অসাধারন একটি ইউটিলিটি সফটওয়্যার শেয়ার করব জার নাম হচ্ছে কাস্পারাস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৫ All Products With Trial Resetter বর্তমানে বাংলাদেশে সর্বাধিক ব্যাবহৃত ইন্টারনেট সিকিউরিটি। এটি আপনাকে সুরক্ষিত রাখবে সকল প্রকার থ্রেট থেকে। অনলাইন ব্যাংকিং আর অনলাইন শপিং এ নিরাপত্তার জন্যও এটি খুব দরকারি একটি সফটওয়্যার ।
শুধু ইন্টারনেট সিকিউরিটি নাহ, আপনি এর সাথে সাথে আপনার পিসিকে নিরাপদ রাখতে পারবেনReset Trial Period Of Following Products:
Kaspersky Antivirus 2011 to 2015
Kaspersky Internet Security 2011 to 2015
Kaspersky CRYSTAL 2.0 and 3.0
Kaspersky Endpoint Security 8 and 10
Kaspersky Small Office Security 2 and 3

Note : This
is a Proper Crack For All Kaspersky 2015 Products Because Trial
Notfication Will Be Disabled And You Just Have To Run Trial Resetter
Once in 30 Days.
How to Reset Kaspersky 2015 Products Trial Period ?
Open installed Kaspersky Application.
Go to Settings > Additional > Self Defense and uncheck self defence option [View image]
Right click on Kaspersky System Tray icon and Exit [View image]
Open Kaspersky Trial Resetter 2015
Click Reset Trial Period
A message box will appear. Click ‘ Yes’ button
Done ! Kaspersky will be launched automatically
After that click Activate Trial License on first startup [View Image]
Follow the same steps Anytime you want.





চলুন এক নজরে দেখে নেই কি কি আছে এতে।

এন্টি-ভাইরাস
এন্টি স্পাইওয়্যার
এন্টি ফিশিং
এন্টি স্প্যাম
এন্টি রুটকিট
এন্টি ব্যানার
সেইফ মানি
Automatic exploit prevention
টু ওয়ে ফায়ারওয়াল
পেরেন্টাল কন্ট্রোল
System watcher & rollback
এ্যাপলিকেশন কন্ট্রোল
URL Advisor
Instant safety checks
Virtual keyboard
Secure keyboard

আরো বিস্তারিত জানতে যেতে পারেন কাস্পারাস্কির ওয়েবসাইটে

তাহলে আর দেরি না করে এখনি ডাউনলুড করে নিন


Download Kaspersky 2015 All Products With Trial Resetter
Download Kaspersky Crystal 3.0 Setup (185 MB)
Download Kaspersky Antivirus 2015 Setup (161 MB)
Download Kaspersky Small Office Security 3 (186 MB)
Download Kaspersky Endpoint Security 10 Setup (357 MB)
Download Kaspersky Internet Security 2015 Setup (162 MB)
(Crack)
Download Kaspersky 2015 All Products Trial Resetter.rar (400.xx KB)

ভাল লাগলে টিউমেন্ট করে জানাবেন

তাছাড়া আরও ফুল ভার্শন সফটওয়্যার জন্য দারুণ একটি সাইট ভিজিট করে দেখে আসুন BD Download Zoon


এক নজরে দেখে নিন গ্রামীনফোনের সকল থ্রিজি ইন্টারনেট প্যাকেজ সমূহের মূল্য তালিকা । সাথে আরো থাকছে অ্যাক্টিভ করার পদ্ধতি।


গ্রামীনফোন কোম্পানির ৩জি ইন্টারনেট প্যাকেজ গুলোর মূল্য তালিকা এবং কিভাবে প্যাকেজগুলো অ্যাক্টিভ করবেন তা নিয়ে টিউন করলাম আজকের সাদা মাটা টিউন। আশা করি জিপি ব্যবহারকারীদের কাজে লাগবে।

Grameenphone 3G Heavy Usage Internet Package
  • গ্রামীনফোন থ্রিজি (৩জি) ইন্টারনেটের Heavy Usage নামের প্যাকেজে আপনি পুরো ১ মাস আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে এই প্যাকেজে FUP পলিসি প্রযোজ্য। ৮ জিবি ইন্টারনেট ব্যবহার করা পর্যন্ত আপনি জিপির থ্রিজি স্পিড পাবেন। আর ৮ জিবির পর থেকে কম গতির ইন্টারনেট স্পিড পাবেন।
  • ৫১২ কেবি স্পিডের হেভি ইউসেজ আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ৯৫০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*52# ।
  • ১ এমবি স্পিডের হেভি ইউসেজ আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ১২৫০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*102# ।

Grameenphone 3G Smart Pack Internet Package

  • গ্রামীনফোন থ্রিজি (৩জি) ইন্টারনেটের Smart Pack নামের প্যাকেজে আপনি পুরো ১ মাস আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে এই প্যাকেজে FUP পলিসি প্রযোজ্য। ১.৫ জিবি ইন্টারনেট ব্যবহার করা পর্যন্ত আপনি জিপির থ্রিজি স্পিড পাবেন। 
  • আর ১.৫ জিবির পর থেকে কম গতির ইন্টারনেট স্পিড পাবেন। সাথে আরো পাবেন ৬০০ মিনিট টক টাইম (যেকোন লোকাল নম্বরে), ৬০০ এসএমএস (জিপি-জিপি), ৬০০ এমএমএস।
  • ৫১২ কেবি স্পিডের হেভি ইউসেজ আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ৮০০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*54# ।
  • ১ এমবি স্পিডের হেভি ইউসেজ আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ১১০০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*104# ।

Grameenphone 3G Standard Pack Internet Package

  • গ্রামীনফোন থ্রিজি (৩জি) ইন্টারনেটের Standard Pack নামের প্যাকেজে ১ মাস মেয়াদের ২ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
  • ৫১২ কেবি স্পিডের স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ৪০০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*56# ।
  • ১ এমবি স্পিডের স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ৭০০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*106# ।
Grameenphone 3G Starter Pack Internet Package

  • গ্রামীনফোন থ্রিজি (৩জি) ইন্টারনেটের Starter Pack নামের প্যাকেজে ৫ দিন মেয়াদের ৭৫ এমবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
  • ৫১২ কেবি স্পিডের স্টারটার ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ৫০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*59# ।
Grameenphone 3G New Pack Internet Package

  • গ্রামীনফোন থ্রিজি (৩জি) ইন্টারনেটের নতুন প্যাকেজে ১ মাস মেয়াদের ১ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
  • ৫১২ কেবি স্পিডের স্টারটার ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ৩০০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*57# ।
Grameenphone 3G Mini Pack Internet Package

  • গ্রামীনফোন থ্রিজি (৩জি) ইন্টারনেটের মিনি প্যাক ইন্টারনেট প্যাকেজে ১ মাস মেয়াদের ২৫০ এমবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
  • ৫১২ কেবি স্পিডের স্টারটার ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ৯৯ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*9*1# ।
Grameenphone 3G Click Internet Package

  • গ্রামীনফোন থ্রিজি (৩জি) ক্লিক ইন্টারনেট প্যাকেজে ২ দিন মেয়াদের ৪ এমবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সাথে আরো পাবেন ২টি এমএমএস।
  • ৫১২ কেবি স্পিডের স্টারটার ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ২ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*80# ।

Bonus Tips for Grameenphone 3G Internet Users
To check remaining 3G data volume, dial *500*60# and to know the amount of used up volume dial *500*61#
Extra usage fee of BDT 0.01/10KB applicable for volume based packs
To stop auto renewal feature, write “off” & send to 5000 number.

Gp সিম দিয়ে Android ফোন এ G Speed Free net Use করেন আবার!



প্রথমে থ্রিজি স্পীড
পেতে একটি থ্রিজি প্যাক
কিনে নিন

কিনতে
*500*11*1#

Dial করুন

new access point settings
Name: cadet_saimum
Apn: gpwap
Proxy: 10.128.1.2
Port: 80

এবার নিচ থেকে Yandex Opera টি নামান

Yandex753HandlerUI.apk 

এবার অপেরা হ্যান্ডেলার অপেন
করুন ।

And Font Query তে নিচের Server টি বসিয়ে আরামে ফ্রি চালান।
ekhanei.com @

[ @ Before Must Space]

Opera settings এ যান এরপর Advanced--
>>Protocol HTTP
করুন
সেভ করুন ব্যাস কাজ শেশ চালান ।।

এসইও আর্টিকেলঃ ইমেজ অপমাইজেশনের জন্য কিছু অসাধারন টুলস


একটি ওয়েবসাইটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্টেন্ট হল ইমেজ বা ছবি। এটি ওয়েবসাইটকে আকর্ষণীয় করে তোলার পাশাপাশি করে তোলে প্রাণবন্ত। তবে ইমেজ ব্যবহারে অন্যতম যে সমস্যাটি হতে পারে তা হল, পেজ লোডিং টাইম বেড়ে যেতে পারে। আর একটি ওয়েবসাইট লোড হতে যত বেশী সময় নেয়, সাইট ইউজারদের এক্সপেরীয়েন্স তত খারাপ হয়। এই সমস্যাটি কাটিয়ে উঠতেই ইমেজের সাইজ কমিয়ে ব্যবহার করতে হয়। নিচে এমন কিছু সাইটের লিস্ট দিলাম যেগুলোর সাহায্যে ছবির কোয়ালিটি ঠিক রেখেই খুব সহজে সাইজ কমিয়ে আনতে পারবেন অনেকখানি। চলুন এক নজরে দেখে নিই ওয়েবসাইটগুলো...

১.স্মাস: http://www.smushit.com/ysmush.it/

২. রায়ট: http://luci.criosweb.ro/riot/

৩. পিএনজি আউট: http://www.advsys.net/ken/util/pngout.htm

৪. অনলাইন ইমেজ অপটিমাইজার: http://tools.dynamicdrive.com/imageoptimizer/

৫. সুপারজিফ: http://www.boxtopsoft.com/supergif.html

৬. পিএনজি গাউন্টলেট: http://pnggauntlet.com/

৭. সুপার পিএনজি: http://www.fnordware.com/superpng/

তবে ছবির সাইজ কমানোর সময় খেয়াল রাখবেন যেন সেটি যেন ছবির কোয়ালিটিকে কমিয়ে না দেয়। আশা করি টুলগুলো আপনাদের উপকারে আসবে। এর পাশা আরও কিছু সাইট খোঁজ করতে দেখতে পারবেন গুগলে। তবে, আমার মতে ইমেজ অপটিমাইজেশনের জন্য এগুলোই বেস্ট সাইট।


আবারো বাংলালিংক দিলো মোট ১৯২ মেগাবাইট ইন্টারনেট,৬৪ এসএমএস,৬৪ এমএমএস একদম ফ্রী !!


এই ৬০ মেগাবাইটের মধ্যে ৬৪ মেগাবাইট ইন্টারনেট ডাটা, ৬৪ মেগাবাইট ফেসবুক ব্যাবহার এর জন্য আর ৬৪ মেগাবাইট পাবেন Whatsapp ব্যাবহার করার জন্য ।

বোনাস অফারটি উপভোগ করতে, reg লিখে ২৫০০ নাম্বারে এসএমএস করে অ্যাক্টিভেট করতে হবেযেকোনো বাংলালিংক প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকগণ এই অফারের জন্য প্রযোজ্য হবেন।
বোনাস ভলিউম চেক করতে *১২৪*২৬# নাম্বারে ডায়াল করুন ।

জানুন WordPress Visual Editor এর জন্য কিছু টিপস এন্ড ট্রিকস ।


আমারা সবাই WordPress Visual Editor এর সম্পরকে জানি। এটি WordPress এর একটি বড় ধরনের ফিচার। আজকে আমি এর সম্পরকে কিছু টিপস এন্ড ট্রিকস শেয়ার করবো। যা অনেকেরি কাজে লাগবে বিশেষ করে নতুন দের জন্য WordPress কে আরো সহজ করতে এই টিপস এন্ড ট্রিকস গুলা খুবি কাজে লাগবে।

১। Toolbar Toggle: WordPress Visual Editor এর একটি আল্ট্রা ফিচার TinyMCE বার। আমরা অনেক সময় দেখা যাই। এই TinyMCE বারের বাটোন গুলা একটি সারিতে সাজানো থাকে। ফলে অনেক বাটোনোই আমরা খুজে পাই না। এই সমস্যার সমাধানের জন্য TinyMCE বারের ডানদিকে Toolbar Toggle বাটোনটাতে ক্লিক করলে বাটোন গুলির দুইটি সারিই সো করবে।


২। কি- বোর্ড শটকাট: WordPress Visual Editor এর জন্য রয়েছে অনেকগুলি কি- বোর্ড শটকাট। যা ব্যবহার করে আমরা আমাদের কাজের সময় কমাতে পারি।

Clt + c = Copy

Clt + v = Past

Clt + a = Select All

Clt + x = Cut

Clt + z = Undo

Clt + y = Redo

Clt + i = Italic

Clt + u = Underline

Clt + k = Insert/edit link

Clt + 1 = Heading 1

Clt + 2 = Heading 2

Clt + 3 = Heading 3

Clt + 4 = Heading 4

Clt + 5 = Heading 5

Clt + 6 = Heading 6

Clt + 9 = Address



৩। Single and Double line Spacing: সাধারন ভাবে আমারা WordPress Visual Editor নতুন প্যারাগ্রাপ নেয়ার জন্য Enter বাটোন ব্যবহার করে থাকি তার ফলে একটি লাইন হতে আরেকটা লাইনের মাঝখানে এক লাইন গ্যাপ পরে জাই। আমাদের যদি এই একলাইন পরিমান গ্যপের প্রয়োজন না হয় তখন আমরা কি করতে পারি? এমনটি প্রয়োজন হলে তখন Shift + Enter চাপলে দুই লাইনের মাঝে আর গ্যাপের সৃষ্টি হবে না।

৪। Visual Editor এর লেখাকে কলামে বিভক্ত করাঃ সাধারন ভাবে আমরা যখন Visual Editor এ লিখি তখন তা এক কলামের হয়। কিন্তু অনেক সময় ইউজারের দুই বা তার অধিক কলামের প্রয়োজন হতে পারে। কিন্তু সাধারন ভাবে তা করতে গেলে HTML CSS জানার প্রয়োজন হয়। সেটা ইউজারের জন্য একটা বড় ধরনের সমস্যা। এটার একটা সহজ সমাধান আছে।


Advanced WP Columns এই প্লাগিনটি ব্যবহার করে কলাম তৈরী করা যাই।

প্লাগিনট ডাউনলোড লিঙ্ক : এখানে


You Tube থেকে যেকোন ভিডিও -কে ডাউনলোড করুন Mp3 আকারে সবচেয়ে সহজ তরিকায় মাত্র কয়েক সেকেন্ডে!


অনলাইনে সার্চ করে যেকোন Mp3 গান ডাউনলোড করতে বেশ ঝামেলা পোহাতে হয়। কারণ নির্ভরযোগ্য ডাউনলোড লিংক খুঁজে পেতে অনেক সাইট ঘাটতে হয়। আর সেই ঝামেলা দূর করতেই আজকের টিউন।
ইউটিউব হল বিশ্বের এক নম্বর ভিডিও পোর্টাল। কি ভিডিও নেই এতে! সব রকম ভিডিওই পাওয়া যায় ইউটিউবে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ভিডিও গান ডাউনলোড করতে পারব। গুগলে কোন এমপিথ্রি গান সার্চ করে যত তাড়াতাড়ি সেই গানের ডাউনলোড লিংক খুঁজে পাবেন তাঁর চেয়ে কম সময়ে আপনি ইউটিইউবে সেটার ভিডিও পেয়ে যাবেন। এখন সেটিকে শুধু এমপিথ্রি করে বানিয়ে নিলেই হয়।


আজ ইউটিউব থেকে video to mp3 ডাউনলোড করার এমন ছোট একটি টুলস শেয়ার করছি। যেখানে শুধু ইউটিউব থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিও লিংক কপি এবং পেস্ট করে Convert বাটন চেপেই mp3 আকারে ডাউনলোড করতে পারবেন।
  • প্রথমে এই লিংক -এ ক্লিক করুন।
  • একটি ইউটিউব থেকে ভিডিও টু এমপিথ্রি কনভার্ট বক্স পাবেন।
  • সেখানে আপনি যে ইউটিউব ভিডিওটি Mp3 আকারে ডাউনলোড করতে চান সেই ভিডিওর লিংক পেস্ট করুন এবং Convert Video ক্লিক করুন।

  • এক কিংবা দুই সেকেন্ড প্রসেসিং হবে।

  • সবশেষে ডাউনলোড লিংক পেয়ে যাবেন। সেখানে Download ক্লিক করলেই শুরু হয়ে যাবে ডাউনলোড।

টেলিটক নিয়ে এলো আকর্ষণীয় অফার (৫২ টাকা রিচার্জে পাবেন অনেক কিছু)


টেলিটক তার মূল্যবান গ্রাহকদের জন্য 52tk রিচার্জ নেভিগেশন 300% বোনাস অফার দেয়!



৫২ টাকা রিচার্জ গ্রাহকের জন্য ভোগ করবে:

১/ভয়েস কল: 52 কমপক্ষে (অননেট: 26 মিনিট, অফনেট: 26 মিনিট),
২/এসএমএস: 52 (অননেট: 26, অফনেট: 26)
৩/ইন্টারনেট: 52 মেগাবাইট.

বিবরণ / শর্ত অফার:

১/(পিসিও ছাড়া) সব 2G বা 3G প্রিপেইড ব্যবহারকারীদের এই প্রস্তাবটি জন্য যোগ্য
২/52tk আপনার প্রধান অ্যাকাউন্ট যোগ করা হবে
৩/রিচার্জ দিন সহ বোনাস মেয়াদ 3 দিন
৪/কোন গ্রাহকদের এই ক্যাম্পিং সময় এই প্রস্তাব অনেক বার ব্যবহার করতে পারেন
৫/4 ঠা আগস্ট, 2014 থেকে 21 জুলাই থেকে চলমান অফার.


ফ্রীতে নিজের ফেসবুক ছবিতে লাইক নিন অথবা অন্যের ছবিতে লাইক দিয়ে কিছু আয় করুন।


আপনি কি আপনার নিজের বা অন্যের ফেসবুক ছবিতে ফ্রী লাইক পেতে চান?
তাহলে এই টিউনটি আপনার জন্য।

Facebook Auto Like -এই অ্যাপসটির মাধ্যমে আপনি যা করতে পারবেন -
আপনার নিজের ছবিতে লাইক নিতে পারবেন।
  • অন্য যেকোনো ফেসবুক ইউজার এর ছবিতে লাইক নিতে পারবেন।
  • যেকোনো ফেসবুক পেইজের ছবিতে লাইক নিতে পারবেন।

তাহলে কি বুঝলেন? আপনি ফ্রীতে নিজের ফেসবুক ছবিতে লাইক নিতে পারবেন অথবা অন্যের ছবিতে লাইক দিয়ে মানে লাইক বিক্রি করে এর মাধ্যমে আয়-ও করতে পারবেন।

ডাউনলোড লিঙ্ক

অ্যাপসটি যেভাবে ব্যাবহার করবেন -
অ্যাপসটি চালু করার পর ফেসবুক ইন্টারফেস দেখতে পাবেন।


নরমালি আপনি যেভাবে ফেসবুকে ফটো দেখেন সেভাবেই যে ছবিতে লাইক চান সেই ছবিটি ভিউ করুন।
দেখবেন অ্যাপসের নিচের দিকের নটিফিকেসন বাটনটি সবুজ হয়ে গেছে।


বাটনটিতে ক্লিক করুন। সাকসেসফুল মেসেজ পাবেন।
ব্যাস! আপনার কাজ শেষ।




এই অ্যাপস ব্যাবহার করা কি নিরাপদ?

এই অ্যাপস ব্যাবহার করা নিরাপদ কি না সেই তর্কে না গিয়ে আপনি কিভাবে নিরাপদে এই অ্যাপস ব্যাবহার করবেন সেটা বলছি...
নতুন ১টা ফেসবুক অ্যাকাউন্ট খুলুন। নতুন অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাপসে লগিন করুন। এখন আপনি আপনার মেইন ফেসবুক অ্যাকাউন্টের যে ছবিতে লাইক চান সেই ছবিটি ভিউ করুন। দেখবেন অ্যাপসের নিচের দিকের নটিফিকেসন বাটনটি সবুজ হয়ে গেছে। বাটনটিতে ক্লিক করুন। সাকসেসফুল মেসেজ পাবেন। ব্যাস! আপনার কাজ শেষ।
মানে যেটা দাঁড়ালো, আপনি যেকোনো ফেসবুক অ্যাকাউন্ট ব্যাবহার করে যেকোনো ফেসবুক অ্যাকাউন্টে্র ছবিতে লাইক নিতে পারবেন। তাই আপনার মেইন ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে আপনাকে কোন টেনশন করতে হবে না।

এই অ্যাপস কিভাবে কাজ করে?

এই অ্যাপসটির মেইন নীতি হল লাইক শেয়ারিং - আপনি যেমন এই অ্যাপসের মাধ্যমে লাইক পাবেন, তেমনি আপনি যে ফেসবুক আইডি দিয়ে এই অ্যাপসে লগিন করবেন সেই আইডি, এই অ্যাপসের মাধ্যমে যারা লাইক নিতে চাচ্ছে তাদের ছবিতে অটোমেটিক লাইক দিয়ে দিবে। এজন্যই উপরের লেখাটুকু পড়ুন - কিভাবে নতুন (টেম্পোরারি) ফেসবুক অ্যাকাউন্ট এই অ্যাপসে ব্যাবহার করে আপনার মেইন ফেসবুক অ্যাকাউন্টে লাইক নিবেন। এর ফলে লাইক দেয়ার কাজটি করবে আপনার এই নতুন (টেম্পোরারি) ফেসবুক অ্যাকাউন্ট, আর লাইক পাবে আপনার মেইন ফেসবুক অ্যাকাউন্ট।

ডাউনলোড লিঙ্ক

আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন।

বাংলালিংক সিম দিয়ে পিসিতে পাংখা স্পিডে আনলিমিটেড ফ্রি নেট ব্যাবহার করুন।


আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম বাংলালিংক ফ্রী নেট। তো শুরু করা যাক।

ডাউনলোডঃ

১) Proxyfire

২) Inject Header Query

প্রথমে উপরের দুইটা ফাইল ডাউনলোড করুন এবং ইন্সটল করুন। আপনার মডেম blwap দিয়ে পিসিতে কানেক্ট করুন। Inject header Query ওপেন করে নিচের মত সেটিংস করুন।


use query & use proxy ঘর মার্ক করুন। পোর্ট এর ঘরে ৮০৮০ বসান।


তারপর server এর যান এবং এখানে method = Get, single line করুন। তারপর proxy-10.10.55.34 & port-8799 দিন। এবার netdata- front করে দিন।



এবার Query ঘরে যান এবং X-online-H এর ঘরে 0.facebook.com:80 বসান। তারপর সেভ করে স্টার্ট করে মিনিমাইস করে রাখুন।

এবার Proxyfire open করুন। profile এ ক্লিক করে proxy server এ ক্লিক করুন। ADD এ ক্লিক করুন। এবার নিচের ছবির মত সেটিং করুন।


Address-127.0.0.1 & port-8080 দিন। Protocol- HTTPS দিয়ে ওকে ক্লিক করুন।

এবার আবার profile এ ক্লিক করে proxyfication rules এ ক্লিক করুন, add এ ক্লিক করুন। এবার নিচের ছবির মত ক্লিক করুন।



নেম দিন IHQ, enable এর ঘরে টিক দিন। এবার ihq.exe ফাইলটা ব্রাউস করে দেখিয়ে দিন। Action দিন Direct. এবার সব ওকে করে বের হয়ে মিনিমাইস করে রাখুন। আর আনলিমিটেড ফ্রি নেট চালান।

ব্রাউসার এবং ডাউনলোড ম্যানেজারে কোন proxy,port বসান লাগবে না।

আপনার সিমে টাকা বা এম্বি না থাকলেও চলবে । ৩জি থাকলে ৩জি স্পিড পাবেন।

সবাই ভালো থাকবেন।