১০ মিনিটে উইন্ডোজ এক্সপি সেটআপ কোন ঝামেলা ছাড়াই



অনেক দিন পর আবারো আপনাদের সামনে হাজির হলাম অসাধারন একটি টিপস নিয়ে। আমরা আমাদের কম্পিউটারে সাধারন নিয়মে উইন্ডোজ দিয়ে থাকি প্রায় সময় কিন্তু তাতে অনেক সময় লাগে এবং বিরক্তি বোধ করি। তাই আজ আপনাদের বলব কিভাবে ১০ মিনিটে উইন্ডোজ এক্সপি
সেটআপ দেয়া যায়। নিচের ধাপগুলো অনুসরন করুন:

১ম ধাপ: উইন্ডোজ সিডি থেকে ফাইল কপির শেষে যখন কম্পিউটার রিস্টার্ট নেয় তার পর নিচের ছবির মত দেখা যায়

২য় ধাপ: উপরের ছবির মত দেখা গেলে shift+F10 টিপুন এবং স্কিনে command promt চালু হবে এখন taskmgr লিখে এন্টার দিন তাহলে task manager চালু হবে
৩য় ধাপ: task manager চালু হলে processes এ গিয়ে Setup.exe ফাইলটি খুজে বের করুন এবং এর ওপর রাইট ক্লিক করে priority highest করে দিন


৪র্থ ধাপ: সবশেষে শুধু ৯ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন আশা করি এ সময়ের মদ্ধে উইন্ডোজ এক্সপি সেটআপ হয়ে যাবে কোন ঝামেলা ছাড়াই।

সবাইকে অনেক ধন্যবাদ ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন