এসইও আর্টিকেলঃ ইমেজ অপমাইজেশনের জন্য কিছু অসাধারন টুলস


একটি ওয়েবসাইটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্টেন্ট হল ইমেজ বা ছবি। এটি ওয়েবসাইটকে আকর্ষণীয় করে তোলার পাশাপাশি করে তোলে প্রাণবন্ত। তবে ইমেজ ব্যবহারে অন্যতম যে সমস্যাটি হতে পারে তা হল, পেজ লোডিং টাইম বেড়ে যেতে পারে। আর একটি ওয়েবসাইট লোড হতে যত বেশী সময় নেয়, সাইট ইউজারদের এক্সপেরীয়েন্স তত খারাপ হয়। এই সমস্যাটি কাটিয়ে উঠতেই ইমেজের সাইজ কমিয়ে ব্যবহার করতে হয়। নিচে এমন কিছু সাইটের লিস্ট দিলাম যেগুলোর সাহায্যে ছবির কোয়ালিটি ঠিক রেখেই খুব সহজে সাইজ কমিয়ে আনতে পারবেন অনেকখানি। চলুন এক নজরে দেখে নিই ওয়েবসাইটগুলো...

১.স্মাস: http://www.smushit.com/ysmush.it/

২. রায়ট: http://luci.criosweb.ro/riot/

৩. পিএনজি আউট: http://www.advsys.net/ken/util/pngout.htm

৪. অনলাইন ইমেজ অপটিমাইজার: http://tools.dynamicdrive.com/imageoptimizer/

৫. সুপারজিফ: http://www.boxtopsoft.com/supergif.html

৬. পিএনজি গাউন্টলেট: http://pnggauntlet.com/

৭. সুপার পিএনজি: http://www.fnordware.com/superpng/

তবে ছবির সাইজ কমানোর সময় খেয়াল রাখবেন যেন সেটি যেন ছবির কোয়ালিটিকে কমিয়ে না দেয়। আশা করি টুলগুলো আপনাদের উপকারে আসবে। এর পাশা আরও কিছু সাইট খোঁজ করতে দেখতে পারবেন গুগলে। তবে, আমার মতে ইমেজ অপটিমাইজেশনের জন্য এগুলোই বেস্ট সাইট।


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন