টেলিটকের আজব কাণ্ড! ৯০জিবি ৩জি ইন্টারনেট মাত্র ৪,০০০টাকায়!
আমাদের প্রিয় সরকারী মোবাইল অপারেটর টেলিটকের নানা কার্যক্রম-উদ্যোগের প্রশংসা না করে উপায় নেই! বাংলাদেশে তারাই একমাত্র সকল শ্রেণির মানুষের ইন্টারনেট চাহিদা পূরণ করতে সক্ষম। এর আগে যেমন নিউজ দিয়েছিলাম, টেলিটকের ১জিবির ১০টি প্যাকেজ নিয়ে! এছাড়া এত সল্প মূল্যে কোন অপারেটরই ইন্টারনেট প্যাক দেয় না শুধু টেলিটক ছাড়া। যাই হোক! আজকে আপনাদের অদ্ভুত নিউজ দিবো। হয়তো কেউ খুশি হবে, হয়তো কেউ অজ্ঞান হবে।
টেলিটক যে কখনো এরকম প্যাকেজের ঘোষণা দেবে, তা সবার কল্পনার বাইরে! কারণ এধরনের Heavy Internet প্যাকেজগুলা সাধারনত ব্রডব্যান্ড ও ওয়াইমাক্সরা দিয়ে থাকে। কিন্তু কোন মোবাইল অপারেটর হিসেবে এই ধরনের প্যাকেজ অফার নিয়ে আসা দুর্লভ ইতিহাসের সমান। এখন আজকের নিউজ দেখে হয়তো অনেক নেটখোর, মুভিলাভার, গেমার এধরনের লোক খুব খুশি হবে, আর অন্যদিকে অনেকে বলবে ৪ হাজার টাকা গাছে ধরে নাকি! যাই হোক ওসব আপনাদের একান্ত ব্যাপার! চলুন, প্যাকেজটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
টেলিটক ৯০জিবি ৩জি ইন্টারনেটের বিস্তারিতঃ
টেলিটক তাদের একটি নতুন Heavy Internet প্যাকেজ ঘোষণা করেছে।
এই প্যাকে পাবেন ৯০জিবি ৩জি ইন্টারনেট মাত্র ৪ হাজার টাকায়!
প্যাকেজ অ্যাক্টিভ করতে, D61 লিখে 111 তে সেন্ড করুন।
এই প্যাকেজটি সকল টেলিটক প্রিপেইড গ্রাহক এটি নিতে পারবে।
৯০জিবি ৩জি ডাটা ৩জি ও ২জি উভয়ে ব্যবহার যোগ্য হবে।
৪ হাজার টাকার ৩জি প্যাকেজের মেয়াদ মোট ৩০ দিন।
৩জি ইন্টারনেটের স্পীড আপটু ১ এমবিপিএস!
মেয়াদ ও ডাটা ব্যাল্যান্স চেক করতে, u লিখে 111 তে সেন্ড করুন।
এই প্যাকেজে ১৫% ভ্যাট প্রযোজ্য হবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন