স্যামসাং গ্যালাক্সি এস৫ প্লাস হতে যাচ্ছে দ্রুততম অ্যান্ড্রয়েড ফোন


স্যামসাং এর ওয়েবসাইটে এখন দেথা যাচ্ছে তাদের আসন্ন ডিভাইস গ্যালাক্সি এস৫ প্লাসের ছবি ও তথ্য। এ বছরের শুরুতে কোম্পানীটি গ্যালাক্সি এস৫ ফোর-জি প্লাস সিংগাপুরে অবমুক্ত করেছে যা ছিল মূল গ্যালাক্সি এস৫ এর মতো। শুধুমাত্র তাতে অতিরিক্ত ছিল দ্রুতগতির স্ন্যাপড্রাগন ৮০৫ প্রসেসর। স্যামসাং এর ওয়েবসাইট দেখে ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠানটি নেদারল্যান্ডসহ আরো বেশ কিছু দেশে নতুন সংস্করণ গ্যালাক্সি এস৫ প্লাস অবমুক্ত করতে যাচ্ছে।



গ্যালাক্সি এস৫ -এ ছিল ৫.১ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ২ গিগাবাইট র‌্যাম, ১৬ মেগাপিক্সেল ক্যামেরা, ফিংগারপ্রিন্ট ও হৃদস্পন্দন গতিসূচক, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, ২৮০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী এবং ধুলা ও পানি-প্রতিরোধী আবরণ। আর এসব কিছুর সাথে গ্যালাক্সি এস৫ প্লাসে বাড়তি যা থাকছে তা হলো স্ন্যাপড্রাগন ৮০৫ প্রসেসর।

স্ন্যাপড্রাগন ৮০৫ সিপিইউ থাকায় গ্যালাক্সি এস৫ প্লাস ২২৫ এমবিপিএস পর্যন্ত এলটিই গতিকে সমর্থন করবে এমনটি আশা করা হচ্ছে। এস৫ প্লাস আসছে নীল, সাদা, কালো ও সোনালী রং এ। তবে এর মূল্য ও অবমুক্তির বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন