এক নজরে দেখে নিন গ্রামীনফোনের সকল থ্রিজি ইন্টারনেট প্যাকেজ সমূহের মূল্য তালিকা । সাথে আরো থাকছে অ্যাক্টিভ করার পদ্ধতি।
গ্রামীনফোন কোম্পানির ৩জি ইন্টারনেট প্যাকেজ গুলোর মূল্য তালিকা এবং কিভাবে প্যাকেজগুলো অ্যাক্টিভ করবেন তা নিয়ে টিউন করলাম আজকের সাদা মাটা টিউন। আশা করি জিপি ব্যবহারকারীদের কাজে লাগবে।
Grameenphone 3G Heavy Usage Internet Package
- গ্রামীনফোন থ্রিজি (৩জি) ইন্টারনেটের Heavy Usage নামের প্যাকেজে আপনি পুরো ১ মাস আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে এই প্যাকেজে FUP পলিসি প্রযোজ্য। ৮ জিবি ইন্টারনেট ব্যবহার করা পর্যন্ত আপনি জিপির থ্রিজি স্পিড পাবেন। আর ৮ জিবির পর থেকে কম গতির ইন্টারনেট স্পিড পাবেন।
- ৫১২ কেবি স্পিডের হেভি ইউসেজ আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ৯৫০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*52# ।
- ১ এমবি স্পিডের হেভি ইউসেজ আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ১২৫০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*102# ।
Grameenphone 3G Smart Pack Internet Package
- গ্রামীনফোন থ্রিজি (৩জি) ইন্টারনেটের Smart Pack নামের প্যাকেজে আপনি পুরো ১ মাস আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে এই প্যাকেজে FUP পলিসি প্রযোজ্য। ১.৫ জিবি ইন্টারনেট ব্যবহার করা পর্যন্ত আপনি জিপির থ্রিজি স্পিড পাবেন।
- আর ১.৫ জিবির পর থেকে কম গতির ইন্টারনেট স্পিড পাবেন। সাথে আরো পাবেন ৬০০ মিনিট টক টাইম (যেকোন লোকাল নম্বরে), ৬০০ এসএমএস (জিপি-জিপি), ৬০০ এমএমএস।
- ৫১২ কেবি স্পিডের হেভি ইউসেজ আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ৮০০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*54# ।
- ১ এমবি স্পিডের হেভি ইউসেজ আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ১১০০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*104# ।
Grameenphone 3G Standard Pack Internet Package
- গ্রামীনফোন থ্রিজি (৩জি) ইন্টারনেটের Standard Pack নামের প্যাকেজে ১ মাস মেয়াদের ২ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
- ৫১২ কেবি স্পিডের স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ৪০০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*56# ।
- ১ এমবি স্পিডের স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ৭০০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*106# ।
- গ্রামীনফোন থ্রিজি (৩জি) ইন্টারনেটের Starter Pack নামের প্যাকেজে ৫ দিন মেয়াদের ৭৫ এমবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
- ৫১২ কেবি স্পিডের স্টারটার ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ৫০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*59# ।
- গ্রামীনফোন থ্রিজি (৩জি) ইন্টারনেটের নতুন প্যাকেজে ১ মাস মেয়াদের ১ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
- ৫১২ কেবি স্পিডের স্টারটার ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ৩০০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*57# ।
- গ্রামীনফোন থ্রিজি (৩জি) ইন্টারনেটের মিনি প্যাক ইন্টারনেট প্যাকেজে ১ মাস মেয়াদের ২৫০ এমবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
- ৫১২ কেবি স্পিডের স্টারটার ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ৯৯ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*9*1# ।
- গ্রামীনফোন থ্রিজি (৩জি) ক্লিক ইন্টারনেট প্যাকেজে ২ দিন মেয়াদের ৪ এমবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সাথে আরো পাবেন ২টি এমএমএস।
- ৫১২ কেবি স্পিডের স্টারটার ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ২ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*80# ।
Bonus Tips for Grameenphone 3G Internet Users
To check remaining 3G data volume, dial *500*60# and to know the amount of used up volume dial *500*61#
Extra usage fee of BDT 0.01/10KB applicable for volume based packs
To stop auto renewal feature, write “off” & send to 5000 number.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন