You Tube থেকে যেকোন ভিডিও -কে ডাউনলোড করুন Mp3 আকারে সবচেয়ে সহজ তরিকায় মাত্র কয়েক সেকেন্ডে!
অনলাইনে সার্চ করে যেকোন Mp3 গান ডাউনলোড করতে বেশ ঝামেলা পোহাতে হয়। কারণ নির্ভরযোগ্য ডাউনলোড লিংক খুঁজে পেতে অনেক সাইট ঘাটতে হয়। আর সেই ঝামেলা দূর করতেই আজকের টিউন।
ইউটিউব হল বিশ্বের এক নম্বর ভিডিও পোর্টাল। কি ভিডিও নেই এতে! সব রকম ভিডিওই পাওয়া যায় ইউটিউবে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ভিডিও গান ডাউনলোড করতে পারব। গুগলে কোন এমপিথ্রি গান সার্চ করে যত তাড়াতাড়ি সেই গানের ডাউনলোড লিংক খুঁজে পাবেন তাঁর চেয়ে কম সময়ে আপনি ইউটিইউবে সেটার ভিডিও পেয়ে যাবেন। এখন সেটিকে শুধু এমপিথ্রি করে বানিয়ে নিলেই হয়।
আজ ইউটিউব থেকে video to mp3 ডাউনলোড করার এমন ছোট একটি টুলস শেয়ার করছি। যেখানে শুধু ইউটিউব থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিও লিংক কপি এবং পেস্ট করে Convert বাটন চেপেই mp3 আকারে ডাউনলোড করতে পারবেন।
- প্রথমে এই লিংক -এ ক্লিক করুন।
- একটি ইউটিউব থেকে ভিডিও টু এমপিথ্রি কনভার্ট বক্স পাবেন।
- সেখানে আপনি যে ইউটিউব ভিডিওটি Mp3 আকারে ডাউনলোড করতে চান সেই ভিডিওর লিংক পেস্ট করুন এবং Convert Video ক্লিক করুন।
- এক কিংবা দুই সেকেন্ড প্রসেসিং হবে।
- সবশেষে ডাউনলোড লিংক পেয়ে যাবেন। সেখানে Download ক্লিক করলেই শুরু হয়ে যাবে ডাউনলোড।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন