কিভাবে বাংলালাওন কে বাশ দিবেন।
যাই হোক আসল কথায় আসি, আমি গত মাসে প্রতি (২ মাস পর) বারের ন্যায় Customer Care এ গেলাম। আমার বন্ধ মডেম টা চালু করতে চাইলাম। কিছুক্ষন আলোচনার পর 512kbps 16GB Package টা নিলাম, বিল আসল ১০৯২টাকা, ২৫% ছাড়ের পর আমার বিল হল ৮২০ টাকা যাই হোক দিলাম, গতি পেলাম 512kbps এর যায়গায় 1 mbps, ডাটা পেলাম 16GB এর যায়গায় 20GB। এবার আসেন এই মাসের কথা কই। বিল আসল ১০৯২ টাকা, ২৫% ছাড়ের পর আমার বিল হল ৮২০ টাকা, দিলাম না, দিলাম ৬৫০ টাকা, কারণ বাংলালাওনকে (Postpaid মডেম এ) ২০০ টাকা কম দিলেও কিছু মনে করে না। এ মাসেও গতি পেলাম 512kbps এর যায়গায় 1 mbps, ডাটা পেলাম 16GB এর যায়গায় 20GB।
৩য় মাসে যা করব, টাকা না দিয়েও ৭ দিন বাশ দিতে পারব। নাও আবার মডেম বন্ধ, ২য় মডেম দিয়ে আবার বাশ দিয়া শুরু।
আসুন বাংলালাওনকে বাশ দি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন