পিসির পারফারমেন্স ঠিক রাখতে এই গুলো জানা আবশ্যক।
১। পিসি বাসার একটু খোলা মেলা স্থানে স্থাপন করুন এবং খেয়াল রাখুন যেন ধুলাবালি বা সূর্যের তাপ আপনার পিসির সিস্টেমে বিঘ্ন না ঘটাতে পারে।
২। কম্পিউটারের উপর কোন ভারী কিছু রাখবেন না।
৩। পিসির পারফারমেন্স এর উপরে নির্ভর করে অপারেটিং সিস্টেম ব্যবহার করুন। যদি মনে করেন আপনার পিসি উইন্ডোজ ৭ ব্যবহার উপযোগী করে তৈরি তাহলে উইন্ডোজ ৭ অপারেটিং ব্যবহার করতে পারেন।
৪। অযথায় অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করা থেকে বিরত থাকুন।
৫। যে সফটওয়্যার গুলোতে আপাতত কাজ করছেন না এমন সফটওয়্যার গুলো আনইনস্টল করে রাখুন।
৬। লাইসেন্স আপডেটেড অ্যান্টিভাইরাস ইউজ করুন এবং একাধিক অ্যান্টভাইরাস ইনস্টল করবেন না এতে পিসি স্লো করবে।
৭। মাসে অন্তত একবার ডিস্ক ডিফ্রাগমেন্ট করে নিন।
৮। নিয়মিত কুকি, টেম্পোরারি ফাইল ডিলিট করার জন্য রান থেকে %Temp%, Prefetch, Recent লিখে ফাইল গুলো ডিলিট করে নিন এতে পিসির পারফারমেন্স বাড়বে।
৯। মাঝে মাঝে স্ক্যান ডিস্ক চালান এ জন্য windows menu+R প্রেস করুন রান এ যান এখন লিখুন chkdsk এরপর Ok করুন। হার্ড ডিস্ক স্ক্যান করবে এবং কোন সমস্যা থাকলে তা অটোমেটিক ঠিক করে নিবে।
১০। প্রত্যেক ড্রাইভে মিনিমাম ১৫% জায়গা খালি রাখুন, এতে পিসির স্পিড বাড়বে।
১১। নিয়মিত ‘কুলিং ফ্যান’ মুছে পরিষ্কার করে রাখুন।
১২। বিদ্যুৎ চলে গেলে কম্পিউটার যেন হঠাৎ বন্ধ না হয়ে যায় সে জন্য ভাল মানের একটি ইউপিএস ব্যবহার করুন।
১৩। প্রতি ১ বা ২ মাস পর পর কম্পিউটার ব্লুয়ার মেশিন দিয়ে পরিষ্কার করে নিন।
১৪। পেনড্রাইভ ব্যবহার করলে ভাল একটি অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করুন এবং পেনড্রাইভ এ প্রবেশ করার সময় এক্সপ্লোর করে ঢুকুন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন