বাংলালিংক সিম দিয়ে পিসিতে পাংখা স্পিডে আনলিমিটেড ফ্রি নেট ব্যাবহার করুন।


আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম বাংলালিংক ফ্রী নেট। তো শুরু করা যাক।

ডাউনলোডঃ

১) Proxyfire

২) Inject Header Query

প্রথমে উপরের দুইটা ফাইল ডাউনলোড করুন এবং ইন্সটল করুন। আপনার মডেম blwap দিয়ে পিসিতে কানেক্ট করুন। Inject header Query ওপেন করে নিচের মত সেটিংস করুন।


use query & use proxy ঘর মার্ক করুন। পোর্ট এর ঘরে ৮০৮০ বসান।


তারপর server এর যান এবং এখানে method = Get, single line করুন। তারপর proxy-10.10.55.34 & port-8799 দিন। এবার netdata- front করে দিন।



এবার Query ঘরে যান এবং X-online-H এর ঘরে 0.facebook.com:80 বসান। তারপর সেভ করে স্টার্ট করে মিনিমাইস করে রাখুন।

এবার Proxyfire open করুন। profile এ ক্লিক করে proxy server এ ক্লিক করুন। ADD এ ক্লিক করুন। এবার নিচের ছবির মত সেটিং করুন।


Address-127.0.0.1 & port-8080 দিন। Protocol- HTTPS দিয়ে ওকে ক্লিক করুন।

এবার আবার profile এ ক্লিক করে proxyfication rules এ ক্লিক করুন, add এ ক্লিক করুন। এবার নিচের ছবির মত ক্লিক করুন।



নেম দিন IHQ, enable এর ঘরে টিক দিন। এবার ihq.exe ফাইলটা ব্রাউস করে দেখিয়ে দিন। Action দিন Direct. এবার সব ওকে করে বের হয়ে মিনিমাইস করে রাখুন। আর আনলিমিটেড ফ্রি নেট চালান।

ব্রাউসার এবং ডাউনলোড ম্যানেজারে কোন proxy,port বসান লাগবে না।

আপনার সিমে টাকা বা এম্বি না থাকলেও চলবে । ৩জি থাকলে ৩জি স্পিড পাবেন।

সবাই ভালো থাকবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন