আসছে মাইক্রোসফটের উইন্ডোজ ৮.১ এর পরের ভার্সন উইন্ডোজ ৯
ফেসবুকে ‘কনজ্যুমার রিপোর্টস’ তাদের ফলোয়ারদের কাছে জানতে চেয়েছিল, উইন্ডোজ ৯ তারা কীভাবে আশা করছেন। নগণ্য সংখ্যক মানুষ এখনো উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ এক্সপি ব্যবহার করেন। বাকিদের চাওয়া, মাইক্রোসফট তাদের এই উইন্ডোজকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাবে, যাতে থাকবে আরো শক্ত নিরাপত্তাব্যবস্থা, তথ্যের ক্রুটিহীন উৎস এবং সহজতর ব্যবহার।
ফেসবুকে বিশাল সংখ্যক কম্পিউটার ব্যবহারকারীদের কাছ থেকে মতামত নিয়ে ‘কনজ্যুমার রিপোর্টস’ জানাচ্ছে, উইন্ডোজের পরের ভার্সনটি সবাই কেমন দেখতে চান।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন