ওয়ার্ডপ্রেস ব্লগে আপনার ইচ্ছেমত নির্দিষ্ট পেজে নির্দিষ্ট গেজেট প্রদর্শন করুন সহজেই
আজ আপনাদের সাথে শেয়ার করছি ওয়ার্ডপ্রেসের একটি দারুণ উপকারি প্লাগিন নিয়ে। আমি ব্লগস্পট পারদর্শী। ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা থাকলেও আমি খুব পারদর্শী নই। তাই আপনাদের জন্য ওয়ার্ডপ্রেস সম্পর্কিত পোস্ট লিখিনা। তবে যেটুকু জানি সেটুকু লেখার অবশ্যই চেষ্টা করে থাকি।আজ ওয়ার্ডপ্রেসের একটি দারুণ প্লাগিনের খোঁজ পেয়ে গেলাম। তাই সেটি ওয়ার্ডপ্রেস ব্যবহারকারিদের জন্য শেয়ার করছি।
আজকের এই প্লাগিনটির নাম "Display Widgets"। প্লাগিনের নাম দেখেই কিছুটা ধারণা পেয়েছেন কি? এই প্লাগিন ব্যবহার করে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটের নির্দিষ্ট পেজে নির্দিষ্ট,কাঙ্ক্ষিত কোন গেজেট/উইডগেটস প্রদর্শন করাতে পারবেন। উদাহরণস্বরূপ, ধরুন আপনি আপনার ব্লগের Contact পেজের সাইডবারে কোন বিজ্ঞাপন প্রদর্শন করতে চান না। তাহলে চিন্তার কোন কারণ নেই। Display Widgets প্লাগিনের মাধ্যমে আপনি আপনার বিজ্ঞাপন গেজেটকে Contact পেজ থেকে হাইড (লুকায়িত) করে রাখতে পারবেন। এরকম যেকোন চাহিদার প্রেক্ষিতে আপনি আপনার গেজেট বা উইডগেটসগুলোকে কাঙ্ক্ষিত পেজে প্রদর্শন কিংবা লুকিয়ে রাখতে পারেন। তাই প্লাগিনটি আপনার পছন্দ হয়ে থাকলে আর দেড়ি না করে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন Display Widgets নামের দারুণ কাজের প্লাগিনটি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন