ভাল ব্লগার হওয়ার উপায় সমূহ
বর্তমান সময়ে অনলাইন এ ইনকাম করার একটি বড় সোর্স হচ্ছে ব্লগিং । ফ্রিল্যান্স এ অনেক ব্লগার আছেন যারা ঘণ্টায় ২০-৩০ ডলার ইনকাম করেন । এছাড়া, ব্লগিং একটি সম্মানজনক পেশা । ব্লগার কে সাংবাদিক এর সাথে তুলনা করা হয় । একজন ভালো ব্লগার হতে হলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়; আপনার
যে বিষয়ে বেশী জ্ঞান আছে সেই বিষয় নিয়ে লিখুন । যে বিষয় তেমন জানেন না সে বিষয় নিয়ে লিখতে যাবেন না । কোন বিষয়ে দক্ষতা অর্জন করার জন্য সে বিষয়সম্পর্কে আরও জানুন ।
এমন কিছু লিখুন যার মাধ্যমে আপনার লেখা থেকে কেউ কিছু শিখতে পাড়েন । কারণ, মানুষ আপনার লেখাটি পড়বে কোনকিছু শেখার জন্য ।
প্রত্যেকটি আর্টিকেল লিখুন ছোট কিন্তু তথ্যবহুল । যেন পাঠকগণ অল্প পড়ে-ই অনেক জ্ঞান অর্জন করতে পারে ।
একটি বিষয় নিয়ে যত বেশী রিসার্চ করবেন আপনার ততবেশি সেই বিষয়ের উপর দক্ষতা বাড়বে । এজন্য, নিয়মিত কমিউনিটি ব্লগের সাথে যুক্ত থাকুন ।
আর্টিকেল লেখার সময় অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করবেন না । সঠিক বানান এ লিখবেন এবং আঞ্চলিক ভাষা ব্যবহার করতে যাবেন না ।
আপনার প্রতিটি বাক্য যেন যুক্তিযুক্ত হয় সেদিকে খেয়াল রাখুন ।
আর্টিকেল লেখার পর সেটি বার বার মনোযোগ দিয়ে পড়ুন । এতে, কোন ভুলত্রুটি হলে ধরা পড়বে ।
আজ আর নয় । ধন্যবাদ সবাইকে আমার লেখাটি পড়ার জন্য ।
উপকৃত হলে মন্তব্য করতে ভুলবেন না ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন