ওয়ার্ডপ্রেস ব্লগ থেকে পোষ্টের তারিখ রিমোভ করুন
বর্তমানে ওয়ার্ডপ্রেস তুমুল জনপ্রিয়। অনেক ব্লগার Blogger দিয়ে ব্লগিং শুরু করলেও পরবর্তীতে ওয়ার্ডপ্রেসে ব্লগিং করেন।
তারিখ ব্যাতিত ওয়ার্ডপ্রেসে পোষ্ট দিতে চাইলে ওয়ার্ডপ্রেসের
এডমিনে লগ
ইন হয়ে Appearance থেকে Editor এ যান।
এবার function.php তে যান।
এবার এখানে নিচের কোডটি বসিয়ে দিন।
function jl_remove_post_dates() { add_filter('the_date', '__return_false'); add_filter('the_time', '__return_false'); add_filter('the_modified_date', '__return_false'); add_filter('get_the_date', '__return_false'); add_filter('get_the_time', '__return_false'); add_filter('get_the_modified_date', '__return_false'); } add_action('loop_start', 'jl_remove_post_dates');
এবার আপডেট করে আপনার ব্লগটি রিলোড করে দেখুন পোষ্ট থেকে তারিখ রিমোভ হয়ে গেছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন