কোনো ধরনের চার্জার বা তারের সংযোগ ছাড়াই চার্জ হবে স্মার্টফোন


কোনো ধরনের চার্জার বা তারের সংযোগ ছাড়াই চার্জ হবে স্মার্টফোন। দক্ষিণ কোরিয়ার ‘দ্য কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি [কেএআইএসটি]‘ নামের শিক্ষা প্রতিষ্ঠানের একদল গবেষক কোনো প্রকার তারের সংযোগ ছাড়াই বৈদ্যুতিক যন্ত্র চালানোর মতো ডিভাইস আবিষ্কারের দাবি করেছেন।


গবেষকদের উদ্ভাবিত প্রযুক্তিতে কুণ্ডলী আকৃতির দুই বিপরীতমুখী চৌম্বকীয় মেরুবিশিষ্ট ডিভাইসের সাহায্যে প্রাথমিকভাবে একটি চৌম্বকীয় বলয়ে গুচ্ছাকারে অনেকটা ওয়াইফাইর মতো পাঠানো হবে বিদ্যুৎ। বিদ্যুৎ গ্রহণে সক্ষম রিসিভারের মাধ্যমে এ চার্জ সেলফোনে ব্যবহৃত হবে। গবেষক দলের প্রধান অধ্যাপক চুন টি রিম জানান, ডাইপোল কোয়েল রেজোন্যান্ট সিস্টেম [ডিসিআরএস] প্রযুক্তিতে নির্মিত এই ডিভাইসটি অনেকটা এসির মতো প্রযুক্তিতে কাজ করবে। প্রায় পাঁচ মিটার দূর থেকে তারবিহীন চালানো যাবে একটি এলইডি টিভি কিংবা ৪০ ওয়াটের একটি ফ্যান। প্রতিষ্ঠানটির এ গবেষণালব্ধ ফলাফল থেকে জানা যায়, ২০ কিলোহার্টজে প্রেরিত বিদ্যুতের মধ্যে তিন মিটার দূরত্ব থেকে সর্বোচ্চ ১,৪০৩ ওয়াট, চার মিটার দূর থেকে ৪৭১ ওয়াট এবং পাঁচ মিটার দূর থেকে ২০৯ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করা যাবে। উদ্ভাবকরা বলছেন, ডিভাইসটির সাহায্যে সাধারণত ১০০ ওয়াটের বিদ্যুতের মধ্যে তিন থেকে পাঁচ মিটার দূরত্বে বিদ্যুতের প্রবাহ বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ও হবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন