না জানলে জেনে নিন Windows 8 এর Built-in Emotion Keyboard
Facebook এ এবং অনলাইনে বিভিন্ন স্থানে লেখালেখির সময় বিভিন্ন ধরনের ইমোশন বা (সংক্ষেপে) ইমু ব্যবহার করা হয়। এই ইমু গুলোর জন্য রয়েছে এক একটির জন্য এক এক কোড। আবার কোড গুলো একটু এদিক সেদিক হলেই এটি আর ইমু থাকে না, কোড আকারেই প্রদর্শিত হয়।
এতগুলো কোড মনে রাখা/সংগ্রহে রাখা এবং টাইপ/কপি করার সমস্যা থেকে মুক্ত থাকতে পারেনWindows 8 ব্যবহারকারী গন। Windows 8 এ একটি বিল্ট ইন on-screen keyboard এর মত কিবোর্ড আছে যাতে মাউসের ক্লিকের সাহায্যে আপনি কিবোর্ড এর কাজ করতে পারছেন আর এই কিবোর্ডে লেখার অক্ষর এবং যতি চিহ্নের পাশাপাশি রয়েছে অনেকগুলো ইমু যা আপনি টাইপ করার সময় ক্লিকের মাধ্যমেই দিয়ে দিতে পারেন অনায়াসে।
এই কিবোর্ড টি ব্যবহারের জন্য নিচের পদ্ধতিটি ব্যবহার করুন।
ডেস্কটপের টাস্কবারে রাইট ক্লিক করুন।
“Toolbar” এ ক্লিক করে এর ড্রপডাউন মেনু থেকে “Touch keyboard” এ ক্লিক করুন
এতে নটিফিকেশন এরিয়ার পাশে একটি টুল দেখতে পাবেন।
এখানে ক্লিক করলেই কাঙ্ক্ষিত কিবোর্ড টি পেয়ে যাবেন। কিবোর্ড এর Left Ctrl এর পাশেই দেখুন একটি ইমোর বাটন। এই বাটন চাপলেই কিবোর্ড এর Letter এর key গুলোতে দেখা যাবে অনেকগুলো ইমো যাতে ক্লিক করে সরাসরি অনলাইনে এই ইমো গুলো ব্যবহার করা যাবে।
সম্পূর্ন পদ্ধতি টি একটি GIF animation আকারে দেখান হল।
সবাইকে ধন্যবাদ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন