কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে অ্যাডমিন URL পরিবর্তন করবেন


আজ নিয়ে আসলাম একটি ওয়ার্ডপ্রেস টিপস অ্যাডমিন প্যানেল সম্পর্কে । ওয়ার্ডপ্রেস সাইটে সাধারণত অ্যাডমিন url থাকে http://www.yourdomain.com/wp-admin , অনেক সময় নানা ভুলের কারনে , কেও পাসওয়ার্ড পেয়ে গেলে সহজে আপনার সাইটে অ্যাডমিন হিসেবে লগ ইন করে ফেলতে পারবে । এবং সাইট এর
প্রভূত ক্ষতিসাধন করে ফেলতে পারে । বিশেষ করে বাণিজ্যিক সাইট হলে তো বড় ক্ষতির কারন হয়ে দাড়াতে পারে ।

সেজন্য আমার যদি অ্যাডমিন url টা Change করে রাখতে পারি , তাহলে সর্বশেষেও সাইট হ্যাক হওয়া থামান যেতে পারে ।

যেভাবে করবেঃ

১. Add constant to wp-confing.php

define('WP_ADMIN_DIR', 'secret-folder');
define( 'ADMIN_COOKIE_PATH', SITECOOKIEPATH . WP_ADMIN_DIR);

২. Add below filter to functions.php
add_filter('site_url', 'wpadmin_filter', 10, 3); 
function wpadmin_filter( $url, $path, $orig_scheme ) { 
$old = array( "/(wp-admin)/"); 
$admin_dir = WP_ADMIN_DIR;
$new = array($admin_dir); 
return preg_replace( $old, $new, $url, 1); 
 }


৩. Add below line to .htaccess file

RewriteRule ^secret-folder/(.*) wp-admin/$1?%{QUERY_STRING} [L]

কাজ শেষ , এখন আপনার অ্যাডমিন url হবে

http://www.yourdomain.com/secret-folder/

সবাইকে ধন্যবাদ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন