সফ্টয়ার নয় ওয়েবেই ব্যবহার করা যাবে স্কাইপে


স্কাইপ এবার নিয়ে আসছে এক নতুন ও সুবিধাজনক পদ্ধতি। আর তা হলো ডাউনলোড নয়, সরাসরি মেইলের মাধ্যমে ব্যবহার করা যাবে ফোন কল করার সফটওয়্যার স্কাইপে। অ্যাপ্লিকেশন ইন্সটলের ঝামেলা কমিয়ে এর নতুন একটি গ্লাগইন চালু করেছে শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। তাদের মেইল আউটলুকের মাধ্যমে এখন
সরাসরি স্কাইপে কল করা যাবে। এজন্য আউটলুকের সঙ্গে স্কাইপে অ্যাকাউন্ট সংযুক্ত করতে হবে ব্যবহারকারীদের। এরপর শুধু একটি প্লাগইন ইন্সটল করলেই হবে। আউটলুক ডটকমের সঙ্গে স্কাইপ কানেক্ট করে ই-মেইল ইনবক্সের মধ্য দিয়ে অন্যান্য স্কাইপ ব্যবহারকারীদের সঙ্গে ভয়েস এবং ভিডিও কল করা যাবে, কল করা যাবে।

1 comments: