মোজিলা ফায়ারফক্সে ইচ্ছেমতো ছবি যুক্ত করে নিন


ইন্টারনেট ব্রাউজিং মজিলা ফায়ারফক্স দারুণ জনপ্রিয়। চমৎকার এ ব্রাউজারটিকে সাজানো যায় নিজের ছবিতে। এজন্য প্রথমেই এই ঠিকানা থেকে ‘ব্রাউজার ব্যাকগ্রাউন্ড’ নামের অ্যাডনসটি +Add to Firefox বাটনে ক্লিক করে ব্রাউজারে ইনস্টল করতে হবে।এখন ব্রাউজারটিকে বন্ধ করে পুনরায় চালু করলে টপবারের ডান অংশে সবুজ রংয়ের বক্স আকৃতির বিশেষ চিহ্ন দেখা যাবে। সেখানে ক্লিক করতেই নতুন
একটি উইন্ডো ওপেন হবে। এবার ট্যাবটির বাম পাশে Firefox, Movie এবং General নামে ফোল্ডার তিনটি ডিলিট করতে হবে।
এরপর New Collection অপশনে ক্লিক করে নতুন করে ফোল্ডার তৈরি করতে হবে। এ পর্যায়ে ফোল্ডার তৈরি হয়ে গেলে ADD অপশনে ক্লিক করে পছন্দ অনুযায়ী ছবি আপলোড করতে হবে। সফলভাবে ছবি আপলোড সম্পন্ন হলে সেখান থেকে ছবি সিলেক্ট করতে হবে।

সিলেক্ট করা ছবিটি লাল বর্ণ ধারণ করলে ট্যাবটি ক্লোজ করে বেরিয়ে আসতে হবে। এবার ফায়ারফক্স ব্রাউজারটি বন্ধ করে ওপেন করতে হবে

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন