সেরা দশটি পিং সার্ভিস সাইট দেখেনিন নতুন ব্লগার এবং ওয়েবমাস্টারদের জন্য
আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সেরা দশটি পিং সার্ভিস সাইট এর লিংক যা আপনারা যারা নতুন ওয়েব মাস্টার আছেন তাদের কাজে লাগবে। পিংক কী? পিং হল একটা সিস্টেম যার মাধ্যমে আমরা আমাদের সাইটের নতুন এবং পুরাতন পোষ্ট অথবা কনটেন্ট বিভিন্ন সার্চ ইন্জিনে এবং সাইট ডিরেক্টরিতে সাবমিট করার উদ্দেশ্যে ঐসকল সার্চ ইন্জিন এবং সাইট ডিরেক্টরির রোবট বা স্পাইডারদের আগমন বার্তা বা দাওয়াত
বলা যায় , যার মাধ্যমে উক্ত সার্চ ইন্জিন এবং সাইট ডিরেক্টরির রোবট বা স্পাইডার আমাদের সাইটকে ক্রোয়োল (craw) এর মাধ্যমে ইনডেক্স করবে। মনে রাখবেন যখন আপনার সাইটে নতুন কোন পোষ্ট করবেন তখনই আপনি পিং করবেন ।
1.GooglePing
2.Totalping
3.Auto-Ping
4. Ping-fast
5.Pingomatic
6. Ping.In
7. Pingsitemap
8. Blogpingtool
9.Pingates
10.Pingler
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন