SWF Text সফটওয়্যার দিয়ে সহজেই GIF এনিমেশন তৈরি করুন !!
আমরা জানি যে, ফটোশপ এবং ইলাস্ট্যাকটর এই দুটোর সাহয্যে GIF এ্যনিমেশন তৈরি করা যায় কিন্তু সেটা ব্যাপক কষ্টকর এবং সময় এর ব্যাপার। আজ যে সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করবো তার সাহয্যে খুব সহজেই GIF এ্যনিমেশন তৈরি করতে পারবেন। সফটওয়্যারটির নাম SWF Text.
এটি দিয়ে খুবই সহজে জি.আই.এফ. এ্যনিমেশন তৈরি করতে পারবেন।
তো আসুন শুরু করি:
পোষ্টের শেষের দিকে লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে সিরিয়াল দিয়ে ফুল ভার্সন একটিভ করুন। এরপর সফটওয়্যারটি ওপেন করুন।
ধাপসমূহঃ
1. সফটওয়্যারটি চালু করার পর দুটি ডায়ালগ বক্স আসবে। একটি হল এ্যানিমেশন মেনু আর আরেকটি হল প্রিভিউ বক্স।
২। এখানে দেখতে পাচ্ছেন যে এ্যানিমেশন ডায়ালগ বক্সে কতগুলো মেনু আছে যা দিয়ে আপনি আপনার GIF এ্যনিমেশন টি কনফিগার করে নিতে পারবেন। এ্যানিমেশন তৈরি করার পূর্বে প্রিভিউ ডায়ালগ বক্সে উপরের দুটি বাটনে ক্লিক করে রাখুন।
এরপর হচ্ছে স্পিড। স্পিড আপনার পছন্দ মত নির্বাচন করুন। জি.আই.এফ. এ্যানিমেশন টি যদি মোবাইলের জন্য তৈরি করেন তবে ১০ এর নিচে স্পিড থাকা ভাল।
আর Misc অপশনগুলো না ধরাই ভাল।
৪। এরপরের মেনু হচ্ছে Background.
এ্যানিমেশনটির পিছনের অংশটি কি রং এর হবে তা আপনি ব্যাকগ্রাউন্ড মেনু থেকে সেট করে নিতে পারেন।
এখানে আপনি ৪টি অপশন পাবেন।
a) Solid Color
b) Gradient Color
c) Image
d) Transparent
প্রথমটি হল সলিড রং। যেকোন একটি রং ব্যাকগ্রাউন্ড হিসেবে নির্বাচন করতে পারবেন। যেমন, লাল,নীল,হলুদ ইত্যাদি।
২য় টির সাহায্যে দুটি রং এর কম্বিনেশন করে নির্বাচন করতে পারবেন।
৩য় টির সাহায্যে আপনার পিসিতে সংরক্ষিত যেকোন ছবি নির্বাচন করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যে যেই ছবিটি এ্যানিমেশন এর ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবেন তার সাইজ যাতে বেশি না হয় । তাহলে এ্যানিমেশন এর আকার বা সাইজ বেড়ে যাবে।
৪র্থটির সাহায্যে আপনি ঝাপসা ইফেক্ট নির্বাচন করতে পারবেন।
আমি ৩য় অপশন মানে কাষ্টম ইমেজ সিলেক্ট করেছি।
৫। এরপরের মেনু হচ্ছে Background Effect.
ডিফল্ট ভাবে সেট করা ব্যাকগ্রাউন্ডের এ্যানিমেশনটি হচ্ছে কতগুলো তীর চিহ্ন বাম থেকে ডান দিকে যাচ্ছে। এখন ডিফল্টটা বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ড ইফেক্ট লাইব্রেরীর ৪০টি ইফেক্ট থেকে আপনার পছন্দটি নির্বাচন করুন। নির্বাচন করতে ইফেক্ট এর উপর বাম মাউস বাটন এর ডাবল ক্লিক করতে হবে।
প্রথমটি নির্বাচন করুন যদি এ্যানিমেশনটি কোনো ওয়েবসাইট এ রাখতে চান।
দ্বিতীয়টি নির্বাচন করুন যদি এ্যানিমেশনটি GIF ফরমেটে সেভ করতে চান।
৩য় অপশন নির্বাচন করুন যদি এ্যানিমেশনটি AVI ফরমেটে সেভ করতে চান। তবে এই ফরমেটে সেভ করলে এ্যানিমেশনটি মুভিতে পরিণত হবে।
আমি ২য় অপশনে সেভ করলাম।
এরপর আপনার পিসিতে ফাইলটির নাম দিয়ে সেভ করুন। ব্যাস হয়ে গেল একটি GIF এ্যানিমেশন।
ডাউনলোড লিংকঃ (2.20 মেগাবাইট)
(.) এর জায়গায় শুধু . দিবেন
http://www.ziddu(.)com/download/19309823/SWFText1.4TunerFaHaD.zip.html
সফটওয়্যারটি চালাতে হলে আপনার পিসিতে Adobe Flash Player 6 এর উপরের ভার্সন (7,8,9,10,11,12) থাকতে হবে।
আশা করি পোষ্টটি আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন