উইন্ডোস এর স্টার্টআপ এ বিরক্তিকর CheckDisk বন্ধ করুন
উইন্ডোস চালু হওয়ার সময় অনেক সময় /c:, /d:, /e:... ইত্যাদি partition গুলো Auto checking হয় windows এর default Check disk Utility এর মাধ্যমে । এতে windows স্টার্ট হতে অনেক সময় নেয়। যা অনেক সময় বিরক্তির কারন হয়ে দাড়ায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে
start থেকে run এ গিয়ে টাইপ করুন regedit ।
Registry Editor ওপেন হলে HKEY_LOCAL_MACHINE>SYSTEM>CurrentControlSet>Control>Session Manager এ যান।
BootExecute< এ ডাবল ক্লিক করুন।
Value তে "autocheck autochk *" এর জায়গায় "autocheck autochk /k:C *" < লিখুন ( এটা C drive এর জন্য)।
(এভাবে অন্য drive গুলোর জন্য type করুন "autocheck autochk /k:C /k:D /k:E /k:F /k:G /k:H*" ) লিখে ok করুন।
start থেকে run এ গিয়ে টাইপ করুন regedit ।
Registry Editor ওপেন হলে HKEY_LOCAL_MACHINE>SYSTEM>CurrentControlSet>Control>Session Manager এ যান।
BootExecute< এ ডাবল ক্লিক করুন।
Value তে "autocheck autochk *" এর জায়গায় "autocheck autochk /k:C *" < লিখুন ( এটা C drive এর জন্য)।
(এভাবে অন্য drive গুলোর জন্য type করুন "autocheck autochk /k:C /k:D /k:E /k:F /k:G /k:H*" ) লিখে ok করুন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন