পাঁচ বিষয়ে অকৃতকার্যরাও দ্বিতীয় বর্ষে উন্নীত !!



জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান প্রথম বর্ষের পরীক্ষায় যেসব শিক্ষার্থী ছয়টির মধ্যে সর্বোচ্চ পাঁচটি বিষয়ে ৪০ নম্বরের কম পেয়ে ‘এফ’ (ফেল) গ্রেড পেয়েছেন, তাঁদের দ্বিতীয় বর্ষে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ প্রথম আলো
ডটকমকে এ তথ্য জানান।
উপাচার্য বলেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাদের পরবর্তী সময়ে এফ গ্রেড পাওয়া এসব বিষয়ে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। আশা করব এর ফলে শিক্ষার্থীরা এখন পড়ালেখায় মনোনিবেশ করবে।’
হারুন-অর-রশিদ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেড পদ্ধতিতে বিদ্যমান বিধি-বিধান আরও কীভাবে সহজ করা যায়, তা নিয়ে আগামীকাল মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে।’
এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমে বর্ষের পরীক্ষায় ৪৬ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ নিয়ে কয়েক দিন ধরে তাঁরা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, অবরোধসহ নানামুখী আন্দোলন করছিলেন। এর পরিপ্রেক্ষিতে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 সূত্র: প্রথম আলো

1 comments: