ছোট করুণ অডিও-ভিডিও ফাইলের মেমোরির আকার


ছোট করুণ অডিও-ভিডিও ফাইলের মেমোরির আকার । খুব সহজে আপনি আপনার অডিও-ভিডিও ফাইলের মেমোরিরআকারকরতে পারেন। এ জন্য প্রথমে আপনার কম্পিউটার এর ডেস্কটপ এর মাইকম্পিউটার এ ক্লিক করুন
এরপর টুলস অপশন এ গিয়ে ফোল্ডার অপশন এ যান
এবং ভিউ তে ক্লিক করুন
এরপর আপনি এই লেখা টি "Hide Extensions for Known File types" যে ঘরে দেখতে পাবেন সে ঘর থেকে টিক চিন্হ টি উঠিয়ে দেন এবং ওকে তে ক্লিক করুন নিচের ছবির মতো

এখন যে ফাইলটির আকার কমাবেন, ভিডিও ফাইলের ক্ষেত্রে সেটির ফাইল সিস্টেম যদি .dat হয় তবে রিনেম করে .dat এর পরিবর্তে .mpg লিখে সেভ করুন।
এখন কম্পিউটার এর স্টার্ট থেকে অল প্রোগ্রাম এ গিয়ে উইন্ডোজ মুবি মেকার ক্লিক করুন নিচের ছবির মতো
Import Video/Import Audio তে ক্লিক করুন
এখন "Create Clips For Video Files" ঘরের বক্স থেকে টিক চিহ্ন তুলে দিন।

যে ফাইলটির মেমোরি কমাতে চান সে ফাইলটি নির্বাচন করে ইম্পোর্ট করুন
এখন ফাইলটিতে মাউস রেখে ডান ক্লিক করে "Add To Story Board" এ ক্লিক করুন
এরপর ফাইল থেকে সেভ মুভি ফাইল এ ক্লিক করুন।

এরপর ১টি নতুন উইন্ডো আসবে আপনি নেক্সট এ ক্লিক করুন আবার একটি নতুন উইন্ডো আসবে আপনি আবার নেক্সট এ ক্লিক করুন
এরপর "Show More Choice" এ ক্লিক করে Other setting থেকে Video for Broadband (150kbps) অডিও ফাইল এর ক্ষেত্রে 32kbps নির্বাচন করুন
এরপর নেক্সট এ ক্লিক করুন
My Document থেকে My Videos তে গিয়ে দেখুন অডিও/ভিডিও ফাইল এর মেমোরি সাইজ প্রায় দশগুণ কমে গেছে।


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন