প্রফেশনাল ওয়েব ডিজাইন শেখার জন্য কয়েকটি গুরুত্বপূর্ন ওয়েবসাইট


আজকে আমি আপনাদের সাথে ওয়েব ডিজাইন নিয়ে কথা বলবো। অনলাইনে ক্যারিয়ার গড়ার জন্য এবং একটি স্মার্ট আয় করার জন্য ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট বর্তমানে খুবই ভাল বিষয়। ডিজাইন এবং ডেভেলপকে অনেকে একই মনে করে। এবং কেউ কেউ দুইটি আলাদা বিষয় জানলেও একসাথে শেখার চেষ্টা করে। ফলাফলসরূপ কোনটিই ভাল ভাবে শেখা হয়ে ওঠেনা। তাই, আমি আপনাদের বলবো, প্রথমে
ওয়েব ডিজাইন ভালভাবে শিখুন, তারপর ডেভেলপমেন্ট এ হাত দিন। একজন ভাল মানের ডেভেলপার হতে হলে আপনাকে আগে ভাল মানের ডিজাইনার হতে হবে।
ওয়েব ডিজাইন করার জন্য প্রথম আপনাকে যে ভাষাটি আয়ত্ত করতে হবে, সেটি হোল HTML (Hypertext Markup Language) । এটি কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়। এটি স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ। অনেকেই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ও স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ এর পার্থক্য জানেন না। প্রধান পার্থক্য হোল, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এ তৈরিকৃত আউটপুট নিজ থেকেই সক্রিয় (Execute) হতে পারে। কিন্তু, স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ এ তৈরিকৃত আউটপুট নিজ থেকে সক্রিয় (Execute) হতে পারেনা। আলাদা কম্পাইলার সফটওয়্যার (যেমনঃ ব্রাউজার) এর সাহায্য প্রয়োজন হয়।
নিচের ওয়েবসাইট থেকে আপনি নিজেকে প্রফেশনাল ওয়েব ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারেন

www.w3schools.com

www.tutorialbd.com

www.techtunes.com.bd

www.tunerpage.com

www.rrfoundation.net

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন