ব্ল্যাকবেরি’র নতুন দুই স্মার্টফোন


নতুন দুই স্মার্টফোন অবমুক্ত করেছে ব্ল্যাকবেরি। ‘জেড ১০’ ও ‘কিউ ১০’ মডেলের ডিভাইস দুটিতে নিজস্ব অপারেটিং সিস্টেম (ব্ল্যাকবেরি ১০) ব্যবহার করা হয়েছে। এদিকে ‘কিউ ১০’ মডেলের ৩.১ ইঞ্চি পর্দার এ স্মার্টফোনে আছে ১.৫ গিগাহার্জের প্রসেসর। এছাড়াও গতি বাড়াতে আছে ২ গিগাবাইট র‌্যাম।
এর স্টোরেজও ১৬ গিগাবাইট।

অ্যাপল ৪র্থ প্রজন্মের আইপ্যাড আনার ঘোষণা দেওয়ার দিন কয়েক পরই এই দুটি স্মার্টফোন অবমু্ক্ত করলো ব্ল্যাকবেরি।

৪.২ ইঞ্চি পর্দার টাচস্ক্রিন সুবিধার ‘জেড ১০’ স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে ১.৫ গিগাহার্জের ডুয়েল কোর প্রসেসর। ডিভাইসটিতে ২ গিগাবাইট র‌্যামের ১৬ গিগাবাইট স্টোরেজের পাশাপাশি আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

এদিকে ‘কিউ ১০’ মডেলের ৩.১ ইঞ্চি পর্দার এ স্মার্টফোনে আছে ১.৫ গিগাহার্জের প্রসেসর। এছাড়াও গতি বাড়াতে আছে ২ গিগাবাইট র‌্যাম। এর স্টোরেজও ১৬ গিগাবাইট।

অ্যাপল ৪র্থ প্রজন্মের আইপ্যাড আনার ঘোষণা দেওয়ার দিন কয়েক পরই এই দুটি স্মার্টফোন অবমু্ক্ত করলো ব্ল্যাকবেরি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন