জিপিতে ননস্টপ আনলিমিটেড ফেসবুক মাত্র ৯টাকায়!

গ্রামীণফোন নিয়ে এখন একটু হট্টগোল চলছে, যা বলা বাহুল্য! একদিকে তারা ৫ কোটির সেলিব্রেশন করছে অন্য দিকে তারা ফেসবুক বন্ধ করে দিয়েছে। যাই হোক সেটা ১ সপ্তাহ আগের নিউজ। আমরা সবার আগে আপনার কাছে তুলে ধরেছিলাম। সেই নিউজ জিপিতে সারাদিন ২৪ঘণ্টা নন-স্টপ ফ্রী ফেসবুক! আগেরটা বন্ধ! নতুন নিয়ম! এখানে দেখতে পারেন।
.



কিন্তু ১ সপ্তাহ আগের সময়ে গ্রামীণফোন কোন অফিশিয়াল কন্ডিশন ঘোষণা করে নি! ফলে অনেক বিষয় প্রশ্নবিদ্ধ ছিল। এমনকি প্যাকেজের মূল্য পর্যন্ত বলে নাই। আমরাও নির্দিষ্ট কোন কন্ডিশন বলতে পারি নাই। কিন্তু এখন তারা অফিশিয়ালি নন-স্টপ ফেসবুকের ট্রামস কন্ডিশন রিলিস করেছে। আজকে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি একটু হলেও শান্তনা ও উপকার হবে।

গ্রামীণফোন ননস্টপ ফেসবুকের বিস্তারিতঃ

নন-স্টপ ফেসবুক ব্যবহারের সুবিধাসহ ৩দিন মেয়াদের 9MB 2G প্যাকটি পাওয়া যাবে মাত্র ৯টাকায়।
আর মাত্র ১৫ টাকায় ৩ দিন মেয়াদের 15MB 3G ইন্টারনেট স্ক্র্যাচ কার্ডেও উপভোগ করা যাবে নন-স্টপ ফেসবুক।
(Bondhu) বন্ধু গ্রাহকরা 9MB প্যাকটি কিনতে পারবে মাত্র ৫টাকায়!
ইন্টারনেট স্ক্র্যাচ কার্ডের ক্ষেত্রে অটো-রিনিউয়্যাল প্রযোজ্য নয়
9MB 2G প্যাক অ্যাক্টিভেশন কোড হল *500*10#
15MB ইন্টারনেট স্ক্র্যাচ কার্ডটি পাওয়া যাবে যেকোন গ্রামীণফোন রিটেইল পয়েন্টে।
অটো-রিনিউয়্যাল ফিচারটি বন্ধ করতে মেসেজ অপশনে Off লিখে পাঠিয়ে দিন 5000 নম্বরে (SMS চার্জ প্রযোজ্য নয়)
ডাটা ভলিউম ব্যালেন্স জানতে ডায়াল করুন *567#

উল্লিখিত ট্যারিফ সীমিত সময়ের জন্য প্রমোশনাল অফার যা পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।
ভ্যালিডিটি মেয়াদের মধ্যে বাড়তি ইন্টারনেট ইউসেজের জন্য ০.০১টাকা/১০কেবি হারে চার্জ প্রযোজ্য।
9MB ও 15MB প্যাক-এর ক্ষেত্রে নির্ধারিত ভলিউম শেষ হওয়ার পর বাড়তি ইউসেজ চার্জ/ফি প্রযোজ্য
নন-স্টপ ফেসবুক ইউসেজ-এ 9MB প্যাকে 41MB এবং 15MB প্যাকে 85MB ব্যবহারের পর ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য
সকল চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্য হবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন