Pc জিপি ফ্রি নেট 4mbps speed সাথে সকল সফটওয়্যার চালান


সবাই কেমন আছেন আশাকরি ভালোই আছেন। এটা আমার প্রথম পোষ্ট তাই খুব নারভাস ভুল হলে মাফ করবেন। যাই হোক এবার আসল কথায় আসি


উপরের শিরোনাম দেখে এতখনে বুঝে গেছেন আমি কি নিয়ে পোষ্ট করছি। ভাবছেন জিপিতে 4mbps speed এটা আবার কি করে সম্ভাব ভাবতে পারেন আমার প্রচারের জন্য আমি ভূয়া পোষ্ট করছি। কিন্তু না নিচের স্কিসসট দেখলেই বুঝতে পারবেন।

আমি যেভাবে বলব আপনি যদি তা সঠিক ভাবে বাস্তবায়ন করতে পারেন তো আপনি উপভোগ করতে পারেন ফুল স্পীডে জিপি ফ্রি নেট ।

আর হে আপনাকে অবশ্যই যেকোন ৩জি পেকেজে একটিভ থাকতে হবে আর ৩জি এরিয়াতে তো অবশ্যই।

বি:দ্র: ৩জি click প্যকেজের লিমিট ১০০ এমবি করে দিয়েছে তাই ৭৫ এমবির প্যকেজ নেন।

বন্ধু প্যকেজ এ ৭৫ এমবির দাম ২৯ টাকা আর অন্য প্যকেজে ৭৫ এমবির দাম ৫০+ভ্রাট=৫৭ টাকা
Gp modem setting

প্রথমে Tools > setting > Profile Manager > Add এ ক্লিক করেন এর পর নিচের মতো করে setting করে নেন।

এবার ok click করেন পরে Default ক্লিক করে cancel করেন, এবার Modem Connect দিন।

APN- gpwap দ্বারা মডেম কানেক্ট করুন ।

১। এখানে আমি একটি Portable Proxy /XT181 কনফিগ দিলাম এটি এখান থেকে ডাউনলোড করেন ।
২। Browser+IDM এ proxy 127.0.0.1 এবং port 8080 সেট করুন ।

৪। ডাউনলোড করা রার ফাইলের ভেতরে দেখেন যে XT181.exe আছে ।সেটা ওপেন করেন আর Lister এ ক্লিক করে মিনিমাইজ করে রাখেন ।
Mozilla proxy setting
 proxy 127.0.0.1 এবং port 8080 সেট করুন।
৫্। আর হে যেই কথাটা সবচেয়ে গুরত্বর্পুন তা হলো Internet Download Manager a সব সময় ৫ থেকে ৬ টা Downloading রাখবেন।
৬। সকল সফটওয়্যার চালাতে গেলে অবশ্যই proxy 127.0.0.1 এবং port 8080 সেট করুন।

আবিষ্কৃত হল এবোলার রোগের ভ্যাকসিন!!!


এবোলার বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় সাফল্য চিকিৎসা বিজ্ঞানীদের। অবশেষে আবিষ্কৃত হল এই মারণ ভাইরাসের প্রতিষেধক। এবোলার ভ্যাকসিন তৈরি করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন কানাডার গবেষকরা। তবে আরও বেশ কয়েকটি কঠোর পরীক্ষা-নিরীক্ষার পরেই এটি বাজারে ছাড়া হবে।

জানা গিয়েছে, দীর্ঘ গবেষণার পরে এবোলার ভ্যাকসিন (ভিএসভি-ইবিওভি) তৈরি করেছেন কানাডার ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি’র গবেষকরা। পশু দেহে পরীক্ষা করা হয়েছে, যা চূড়ান্ত সফল। যে কারণে চূড়ান্ত পর্যায়ে পরীক্ষার জন্য ভ্যাকসিনটি সুইৎজারল্যান্ড পাঠাচ্ছে কানাডা সরকার। আগামী মঙ্গলবারের মধ্যে পরীক্ষামূলক এই ভ্যাকসিনের এক হাজারের বেশি ডোজ জেনিভা পৌঁছচ্ছে। জেনিভা ইউনিভার্সিটি হসপিটাল (এইচইউজি)-এ স্টোর করে রাখা হবে।

এইচইউজি সূত্রে খবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুসারে এই পর্যায়ে ভিএসভি-ইবিওভি ভ্যাকসিনগুলিকে মানব দেহে পরীক্ষার পালা। চলতি মাসের শেষ নাগাদ অথবা আগামী মাসে প্রথম থেকে শুরু হবে এই প্রক্রিয়া। আর পরীক্ষা সফল হলে তা হু’র হাতে তুলে দেওয়া হবে। চিকিৎসা বিজ্ঞানের জগতে নতুন দিগন্ত খুলে যাবে।

Walton 10x , আসুন দেখে নেই ওয়ালটন এর নতুন ডিভাইসটির রিভিউ

অবশেষে ওয়ালটন তাদের নতুন ট্যাব walpad 10x টি বাজারে আনতে যাচ্ছে । যাতে Walton প্রথম বারের মত তাদের এই walpad 10x Tab টিতে 2gb Ram এবং Octa core processor দিতে যাচ্ছে।সাথে আরও থাকছে 10"inch (2084*1460)Display,.........

চলুন দেখে নেই Tablet টিতে কি? কি? দেয়া হয়েছে।

এটি ই ওয়াল্টনের সর্বপ্রথম ডিভাইস যাতে ওয়াল্টন ৪কে রেটিনা প্রযুক্তি ব্যবহার করেসে । এর ফলে সবাই অনেক ক্লিয়ার ও শার্প ভিডিও দেখা সম্ভব হবে । বাংলাদেশে রেটিনা ডিসপ্লে সম্ভবত অ্যাপলের পর ওয়ালটন ই আনলো ।

এই ট্যাবটিতে Mediatek Mt6592 চিপসেট ব্যবহার করা হয়েসে সাথে রয়েছে ২ জিবি রেম এর ফলে বাবহারকারিরা ল্যাগ হিন ভাবে ইউস করতে পারবে এছাড়াও ট্যাবটিতে ৬০০০ মিলি আম্পেয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা অ্যান্ডরএড বাবহারকারিদের জন্য সুখবর ।

চলুন তাহলে Smartzonebd.com কতৃক লিককৃত স্পেসিফিকেশন দেখে নেয়া যাক

>> Android OS, v4.4.2 (KitKat)
>> 2 GB ram
>> 16,32 GB Rom
>> 10 Inch display
>> 1.7 GHZ Processor
>> 8 core
>> (2048 × 1536 pixels)
>> QHD Display
>> OTG
>> super Slim
>> 4K Video
>> 6000+ mah bettery

জিপিতে ননস্টপ আনলিমিটেড ফেসবুক মাত্র ৯টাকায়!

গ্রামীণফোন নিয়ে এখন একটু হট্টগোল চলছে, যা বলা বাহুল্য! একদিকে তারা ৫ কোটির সেলিব্রেশন করছে অন্য দিকে তারা ফেসবুক বন্ধ করে দিয়েছে। যাই হোক সেটা ১ সপ্তাহ আগের নিউজ। আমরা সবার আগে আপনার কাছে তুলে ধরেছিলাম। সেই নিউজ জিপিতে সারাদিন ২৪ঘণ্টা নন-স্টপ ফ্রী ফেসবুক! আগেরটা বন্ধ! নতুন নিয়ম! এখানে দেখতে পারেন।
.



কিন্তু ১ সপ্তাহ আগের সময়ে গ্রামীণফোন কোন অফিশিয়াল কন্ডিশন ঘোষণা করে নি! ফলে অনেক বিষয় প্রশ্নবিদ্ধ ছিল। এমনকি প্যাকেজের মূল্য পর্যন্ত বলে নাই। আমরাও নির্দিষ্ট কোন কন্ডিশন বলতে পারি নাই। কিন্তু এখন তারা অফিশিয়ালি নন-স্টপ ফেসবুকের ট্রামস কন্ডিশন রিলিস করেছে। আজকে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি একটু হলেও শান্তনা ও উপকার হবে।

গ্রামীণফোন ননস্টপ ফেসবুকের বিস্তারিতঃ

নন-স্টপ ফেসবুক ব্যবহারের সুবিধাসহ ৩দিন মেয়াদের 9MB 2G প্যাকটি পাওয়া যাবে মাত্র ৯টাকায়।
আর মাত্র ১৫ টাকায় ৩ দিন মেয়াদের 15MB 3G ইন্টারনেট স্ক্র্যাচ কার্ডেও উপভোগ করা যাবে নন-স্টপ ফেসবুক।
(Bondhu) বন্ধু গ্রাহকরা 9MB প্যাকটি কিনতে পারবে মাত্র ৫টাকায়!
ইন্টারনেট স্ক্র্যাচ কার্ডের ক্ষেত্রে অটো-রিনিউয়্যাল প্রযোজ্য নয়
9MB 2G প্যাক অ্যাক্টিভেশন কোড হল *500*10#
15MB ইন্টারনেট স্ক্র্যাচ কার্ডটি পাওয়া যাবে যেকোন গ্রামীণফোন রিটেইল পয়েন্টে।
অটো-রিনিউয়্যাল ফিচারটি বন্ধ করতে মেসেজ অপশনে Off লিখে পাঠিয়ে দিন 5000 নম্বরে (SMS চার্জ প্রযোজ্য নয়)
ডাটা ভলিউম ব্যালেন্স জানতে ডায়াল করুন *567#

উল্লিখিত ট্যারিফ সীমিত সময়ের জন্য প্রমোশনাল অফার যা পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।
ভ্যালিডিটি মেয়াদের মধ্যে বাড়তি ইন্টারনেট ইউসেজের জন্য ০.০১টাকা/১০কেবি হারে চার্জ প্রযোজ্য।
9MB ও 15MB প্যাক-এর ক্ষেত্রে নির্ধারিত ভলিউম শেষ হওয়ার পর বাড়তি ইউসেজ চার্জ/ফি প্রযোজ্য
নন-স্টপ ফেসবুক ইউসেজ-এ 9MB প্যাকে 41MB এবং 15MB প্যাকে 85MB ব্যবহারের পর ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য
সকল চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্য হবে।

এবার এয়ারটেল সিমে ১০ টাকায় ৩০ এমবি মেয়াদ ৩০ দিনের 3G প্যাক নিয়ে নিন।



আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন টেকটিউনে পোষ্ট করা হয় না। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম এয়ারটেলের অফার । মানে অফার নয় এটি একটি প্যাকেজ। এবিষয়ে কেউ টিউন করে থাকলে ক্ষমা চেয়ে নিছি। তো কাজের কথায় আসছি ।

*আপনাকে এ প্যাকেজ নিতে হলে আপনার ব্যলেন্স 11.50 উপরে রাখুন ।

*এর পর ডায়েল করুন *১২১*৭*১*১*১#।

*এখন আপনি ফিরতি এস,এম,এস পাবেন।

*এর পর মেসেস অপসনে গিয়ে লিখুন Lu30 পাঠিয়ে দিন 5000 নাম্বারে।

*এবার আপনি ফিরতি এস,এম,এস দেখুন 30 মেগাবাইট পেয়েছেন।

*মেগাবাইট চেক করতে ডায়েল করুন *778*39#

এবার দেখুন আপনার ৩০ মেগাবাইট যার মেয়াদ ৩০ দিন।

কিভাবে বাংলালাওন কে বাশ দিবেন।



আমার দুইটা মডেম, বাংলালাওনেরই, Postpaid, আমি যা করি, তা হল প্রতি ২ মাস পর পর মডেম Change করি। ওদের সব সময় একটা অফার থাকে। ৫০ দিন বা তার বেশি বন্ধ থাকলে আগের সব বিল মাফ, তারপর স্পিড পাবেন, ডাটা পাবেন, টাকা কম দেন, আর ও কত কি।
যাই হোক আসল কথায় আসি, আমি গত মাসে প্রতি (২ মাস পর) বারের ন্যায় Customer Care এ গেলাম। আমার বন্ধ মডেম টা চালু করতে চাইলাম। কিছুক্ষন আলোচনার পর 512kbps 16GB Package টা নিলাম, বিল আসল ১০৯২টাকা, ২৫% ছাড়ের পর আমার বিল হল ৮২০ টাকা যাই হোক দিলাম, গতি পেলাম 512kbps এর যায়গায় 1 mbps, ডাটা পেলাম 16GB এর যায়গায় 20GB। এবার আসেন এই মাসের কথা কই। বিল আসল ১০৯২ টাকা, ২৫% ছাড়ের পর আমার বিল হল ৮২০ টাকা, দিলাম না, দিলাম ৬৫০ টাকা, কারণ বাংলালাওনকে (Postpaid মডেম এ) ২০০ টাকা কম দিলেও কিছু মনে করে না। এ মাসেও গতি পেলাম 512kbps এর যায়গায় 1 mbps, ডাটা পেলাম 16GB এর যায়গায় 20GB।
৩য় মাসে যা করব, টাকা না দিয়েও ৭ দিন বাশ দিতে পারব। নাও আবার মডেম বন্ধ, ২য় মডেম দিয়ে আবার বাশ দিয়া শুরু।
আসুন বাংলালাওনকে বাশ দি।

রবি সিমে নিয়ে নিন মাত্র ১১.৫০ টাকায় ১৫০ মেগাবাইট।



আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম রবি সিমের অফার । এবিষয়ে কেউ টিউন করে থাকলে ক্ষমা চেয়ে নিছি। তো কাজের কথায় আসছি । আপনি যদি রবি সিমের ২৫ মেগাবাইট কিনেন ,তাহলে আপনি পাবেন বোনাস হিসেবে আর ১২৫ মেগাবাইট । রবি সিম দিলো ৫০০% ইন্টারনেট বোনাস
মানে ১৫০ মেগাবাইট মাত্র ১১.৫০ টাকায়।

*আপনাকে এ অফার নিতে হলে আপনার ব্যলেন্স 11.50 উপরে রাখুন ।

*এর পর ডায়েল করুন *8444*21#।

*এখন আপনি ফিরতি এস,এম,এস পাবেন।

*এবার আপনার ২৫ মেগাবাইট পাবেন ।

*২৫ মেগাবাইট পাবার ৭২ ঘন্টার মধ্যে বাকী ১২৫ মেগাবাইট পাবেন।

*মেগাবাইট চেক করতে ডায়েল করুন *8444*88#

ওয়েবপেজ থেকে কোনো কিছু কপি করা ঠেকাবেন যেভাবে।



অনেক ওয়েবসাইটের লেখা বা কোনো বিষয়বস্তু (কনটেন্ট) যে কেউ Ctrl +A চেপেই সবকিছু সিলেক্ট করে কপি করে নিতে পারে। যাঁদের ওয়েবসাইট তাঁরা হয়তো এটা চান না। কেননা, এর ফলে অনেক কিছুই হাতছাড়া হয়ে যেতে পারে।
ওয়েবপেজের কনটেন্ট কপি করা ঠেকানো যেতে পারে জাভাস্ক্রিপ্টে কয়েক লাইনে প্রোগ্রামিং সংকেত দিয়েই। এ সংকেত আপনার ওয়েবসাইটের হেড ট্যাগে যুক্ত করলেই সব পেজ থেকে Ctrl +A চেপে সিলেক্ট করে কপি করা বন্ধ করতে পারবেন।


প্রোগ্রামিং সংকেত:

<script type=”text/JavaScript”>
//courtesy of hostcoding.com
function killCopy(e){
return false
}
function reEnable(){
return true
}
document.onselectstart=new Function (“return false”)
if (window.sidebar){
document.onmousedown=killCopy
document.onclick=reEnable
}
</script>

সুত্রঃ প্রথম আলো প্রোগ্রামিং

টেলিটকের আজব কাণ্ড! ৯০জিবি ৩জি ইন্টারনেট মাত্র ৪,০০০টাকায়!


আমাদের প্রিয় সরকারী মোবাইল অপারেটর টেলিটকের নানা কার্যক্রম-উদ্যোগের প্রশংসা না করে উপায় নেই! বাংলাদেশে তারাই একমাত্র সকল শ্রেণির মানুষের ইন্টারনেট চাহিদা পূরণ করতে সক্ষম। এর আগে যেমন নিউজ দিয়েছিলাম, টেলিটকের ১জিবির ১০টি প্যাকেজ নিয়ে! এছাড়া এত সল্প মূল্যে কোন অপারেটরই ইন্টারনেট প্যাক দেয় না শুধু টেলিটক ছাড়া। যাই হোক! আজকে আপনাদের অদ্ভুত নিউজ দিবো। হয়তো কেউ খুশি হবে, হয়তো কেউ অজ্ঞান হবে।

টেলিটক যে কখনো এরকম প্যাকেজের ঘোষণা দেবে, তা সবার কল্পনার বাইরে! কারণ এধরনের Heavy Internet প্যাকেজগুলা সাধারনত ব্রডব্যান্ড ও ওয়াইমাক্সরা দিয়ে থাকে। কিন্তু কোন মোবাইল অপারেটর হিসেবে এই ধরনের প্যাকেজ অফার নিয়ে আসা দুর্লভ ইতিহাসের সমান। এখন আজকের নিউজ দেখে হয়তো অনেক নেটখোর, মুভিলাভার, গেমার এধরনের লোক খুব খুশি হবে, আর অন্যদিকে অনেকে বলবে ৪ হাজার টাকা গাছে ধরে নাকি! যাই হোক ওসব আপনাদের একান্ত ব্যাপার! চলুন, প্যাকেজটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

টেলিটক ৯০জিবি ৩জি ইন্টারনেটের বিস্তারিতঃ

টেলিটক তাদের একটি নতুন Heavy Internet প্যাকেজ ঘোষণা করেছে।
এই প্যাকে পাবেন ৯০জিবি ৩জি ইন্টারনেট মাত্র ৪ হাজার টাকায়!
প্যাকেজ অ্যাক্টিভ করতে, D61 লিখে 111 তে সেন্ড করুন।
এই প্যাকেজটি সকল টেলিটক প্রিপেইড গ্রাহক এটি নিতে পারবে।
৯০জিবি ৩জি ডাটা ৩জি ও ২জি উভয়ে ব্যবহার যোগ্য হবে।
৪ হাজার টাকার ৩জি প্যাকেজের মেয়াদ মোট ৩০ দিন।
৩জি ইন্টারনেটের স্পীড আপটু ১ এমবিপিএস!
মেয়াদ ও ডাটা ব্যাল্যান্স চেক করতে, u লিখে 111 তে সেন্ড করুন।
এই প্যাকেজে ১৫% ভ্যাট প্রযোজ্য হবে।

স্যামসাং গ্যালাক্সি এস৫ প্লাস হতে যাচ্ছে দ্রুততম অ্যান্ড্রয়েড ফোন


স্যামসাং এর ওয়েবসাইটে এখন দেথা যাচ্ছে তাদের আসন্ন ডিভাইস গ্যালাক্সি এস৫ প্লাসের ছবি ও তথ্য। এ বছরের শুরুতে কোম্পানীটি গ্যালাক্সি এস৫ ফোর-জি প্লাস সিংগাপুরে অবমুক্ত করেছে যা ছিল মূল গ্যালাক্সি এস৫ এর মতো। শুধুমাত্র তাতে অতিরিক্ত ছিল দ্রুতগতির স্ন্যাপড্রাগন ৮০৫ প্রসেসর। স্যামসাং এর ওয়েবসাইট দেখে ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠানটি নেদারল্যান্ডসহ আরো বেশ কিছু দেশে নতুন সংস্করণ গ্যালাক্সি এস৫ প্লাস অবমুক্ত করতে যাচ্ছে।



গ্যালাক্সি এস৫ -এ ছিল ৫.১ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ২ গিগাবাইট র‌্যাম, ১৬ মেগাপিক্সেল ক্যামেরা, ফিংগারপ্রিন্ট ও হৃদস্পন্দন গতিসূচক, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, ২৮০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী এবং ধুলা ও পানি-প্রতিরোধী আবরণ। আর এসব কিছুর সাথে গ্যালাক্সি এস৫ প্লাসে বাড়তি যা থাকছে তা হলো স্ন্যাপড্রাগন ৮০৫ প্রসেসর।

স্ন্যাপড্রাগন ৮০৫ সিপিইউ থাকায় গ্যালাক্সি এস৫ প্লাস ২২৫ এমবিপিএস পর্যন্ত এলটিই গতিকে সমর্থন করবে এমনটি আশা করা হচ্ছে। এস৫ প্লাস আসছে নীল, সাদা, কালো ও সোনালী রং এ। তবে এর মূল্য ও অবমুক্তির বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

ডাউনলোড করেনিন লেটেস্ট আইদিএম ভার্সন IDM 6.21 Build 14 একদম ফ্রি তে জলদি নিয়ে নিন।

কেমন আছেন সকলে, আশা করি অনেক ভাল, হম ভাল থাকবেনেই তো না হলে ভাল থাকার জন্য নিয়ে এলাম আইডিএম এর লেটেস্ট ভার্সন ।

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারঃ




এটা আমি নিজে টেস্ট করে আপনাদের জন্য নিয়ে এলাম। এই মাত্র ইন্সটল দিলাম। ১০০% কাজ করছে। এবং আগের তুলনাই একটু ভাল বলে মনে হচ্ছে। তাই, যাদের প্রয়জন জলদি করে ডাউনলোড করে নিন।

কেমন করে ইন্সটল করবেন।
আগের IDM টা আনইস্টল করুন।
Pc Restart দেন।
আবার আমার দেয়া ফাইল টা ইন্সটল করুন
ক্রা ক ফাইল টা কপি করেন।
যেখানে ইন্সটল করেছেন সেখানে পেস্ট করুন।
বেস কাজ ওকে সাড়া জীবন ভাল ভাবে ব্যাবহার করুন।

তো দেরি না করে এখনেই ডাউনলোড করুন ও সাড়া জীবন ভাল ভাবে ব্যাবহার করুন।

ডাউনলোড করুন এখানে

আসুন সবাই মিলে জিপি তে আবারও ফ্রী নেট চালাই ১০০% working



আমরা সবাই জানি জিপি তাদের ক্লিক পেকেজ এ ২০ এমবি লিমিট করে দিছে জার কারন অনেকেই আর ফ্রী ইন্টারনেট চালাতে পারছেন না । চালাতে পারলেও মাত্র ২০ এমবি । এখন আপনাদের দেখাব কি করে মাত্র ৩৫ টাকা খরছ করে সারা মাস আনলিমিটেড ডাউনলোড করবেন প্রথমে এখান থেকে XT181PP টা ডাউনলোড করে নিন এবার আপনার জিপি সিম টাকে বন্ধু পেকেজ এ পরিবরতন করুন আগে থেকে করা থাকলে দরকার নাই। বন্ধু করার B লিখে 4444 এ এসএমএস করুন । বন্ধু পেকেজ হবার পরে ৩৫ টাকা রিচারজ করে *500*0# ডায়াল করুন Pay per use Active হবে। এসএমএস আসার পরে যখন দেখাবে Pay per use Active হয়ে গেছে । তখন *111*6*1*1*1*1# ডায়াল করুন এখন ৩জি মিনি প্যাঁক অ্যাক্টিভ হবে হবার পরে এবার । 75 এমবি অ্যাক্টিভ করুন। এইবার আমাদের কাজ শেষ । নিশ্চিত হবার জন্য View লিখে ৫০০০ এ এসএমএস করুন । You are enjoying Volume 75MB 512kbps 3G, You have remaining 75.03MB valid till 12:01 AM 09 Nov, 2014 যদি এই রকম মেসেজ আসে তাহলে বুজবেন কাজ হয়ে গেছে । এখন gpwap প্রোফাইল বানিয়ে কানেকশন দেন। এবার T181pp টা চালু করে listen এ ক্লিক করুন। এবার ব্রাউজার ও IDM এ প্রক্সি সেট করুন। 127.0.0.0 পোর্ট ৮০৮০। এবার আরামসে বাশ দিতে থাকুন ।

২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে টেলিটক দিচ্ছে “আগামী” সিম একদম ফ্রিতে!



২০১০, ২০১১, ২০১২ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত সকল ছাত্র-ছাত্রী এবং ২০১৩ ও ২০১৪ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রী যারা টেলিটকের আগামী সিম গ্রহণ করে নাই সেইসব ছাত্র-ছাত্রীগণকে টেলিটক দিচ্ছে বিশেষ সুবিধা সম্বলিত সিম "টেলিটক আগামী" একদম ফ্রিতে! আসুন প্রথমেই জেনে নেওয়া যাক কি কি সুবিধা আছে এই সিম এঃ

আগামী প্যাকেজের মেধাবীরা দিন-রাত যেকোন মোবাইল নাম্বারে কথা বলতে পারবে দেশের সর্বনিম্ন রেটে সেই সাথে থাকছে দ্রুতগতির ইন্টারনেট!!

"টেলিটক আগামী" সিম এর সুবিধাসমূহঃ
৪.১৭ পয়সা/১০সেকেন্ড অর্থাত্‍ ২৫ পয়সা/মিনিট ভয়েস ও ভিডিও কল দিন-রাত যেকোন টেলিটক নাম্বারে
১০ পয়সা/১০ সেকেন্ড অর্থাত্‍ ৬০ পয়সা/মিনিট ভয়েস কল দিন-রাত অন্য অপারেটরে
২৫ পয়সা/এসএমএস যেকোন টেলিটক নাম্বারে
মাসিক ১GB ডাটা ১০০ টাকা (২G গ্রাহকদের জন্য)
দৈনিক ২০MB ডাটা ৫ টাকা (২G গ্রাহকদের জন্য)
মাসিক ১GB ডাটা ১৫০ টাকা (৩G গ্রাহকদের জন্য)
দৈনিক ২০MB ডাটা ৬ টাকা (৩G গ্রাহকদের জন্য)

এছাড়া, প্রতি ২৫ টাকা রিচার্জে ২৫ মিনিট ভয়েস, ২৫ MB ডাটা ও ২৫টি SMS একদম ফ্রি !!!

এই সিম পেতে হলে যা করতে হবেঃ
১) এসএমএস এর মাধ্যমে রেজিস্ট্রেশন: প্রথমে যেকোন টেলিটক নাম্বার থেকে GPA5<space>Board<space>Roll<space>SSC_Passing
_Year<space>Mobile no লিখে ১৬২২২ নাম্বারে এসএমএস করতে হবে৷

উদাহরণ: GPA5 DHAKA 12345 2010 015********
২) গ্রাহকগণ ফিরতি এসএমএস এ প্রার্থীর নাম, বোর্ড, রোল নং, যোগাযোগের নাম্বার, জিপিএ-৫ রেজিস্ট্রেশন নাম্বার পাবেন৷ জিপিএ-৫
রেজিস্ট্রেশন নাম্বারটি অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় উল্লেখ করতে হবে৷
৩) যদি গ্রাহকের বয়স ১৮ বা তার বেশী হয় তবে তার নামে রেজিস্ট্রেশন করতে পারবে৷ অন্যথায় তার বাবা-মা / ভাই-বোন/ চাচা-চাচী / মামা-মামী / খালা-খালু / ভাবী অথবা তার যেকোন আইনানুগ অভিভাবকের নামে রেজিস্ট্রেশন করতে হবে৷
৪) এরপর অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য http://gpa5.teletalk.com.bd ভিজিট করে প্রয়োজনীয় সকল তথ্য অবশ্যই পূরণ করতে হবে৷
৫) অনলাইনে তথ্য পূরণের সময় গ্রাহকগণ যে কাস্টমার কেয়ার থেকে আগামী সিম উত্তোলন করতে ইচ্ছুক তা অবশ্যই নির্ধারণ করে দিতে হবে এবং শুধুমাত্র সেই নির্ধারিত কাস্টমার কেয়ার থেকেই সিমটি উত্তোলন করতে হবে৷
৬) অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে গ্রাহককে অবশ্যই পুরণকৃত ফরমটির প্রিন্ট করে রেখে দিতে হবে যা পরবর্তীতে সিম উত্তোলনের জন্য কাস্টমার কেয়ারে জমা দিতে হবে৷
৭) গ্রাহকগণ টেলিটকের এই লিঙ্ক (http://gpa5.teletalk.com.bd/public/saf_form.pdf ) থেকে গ্রাহক নিবন্ধন ফরম/ User
Registration Form থেকে ডাউনলোড করে পূরণ করতে পারবে অথবা যেকোন টেলিটক কাস্টমার কেয়ার এ গিয়ে সরাসরি ফরম পূরণ
করতে পারবে৷
৮) রেজিস্ট্রেশন চলবে ০১/১০/২০১৪ খ্রিঃ হতে ৩১/১০/২০১৪ খ্রিঃ পর্যন্ত।
৯) সিম উত্তোলনের নির্দিষ্ট তারিখে নিম্নোক্ত ডকুমেন্টসমূহ অবশ্যই সাথে আনতে হবে-
১. অনলাইনে পুরণকৃত রেজিস্ট্রেশন ফরমের প্রিন্ট কপি৷
২. এসএসসি পরীক্ষার এডমিট কার্ড/ সার্টিফিকেট/ মার্কসিট এর মুল কপি এবং ফটোকপি৷
৩. যার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে তার ছবি - ২ কপি৷
৪. যার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে তার ভোটার আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট এর ফটোকপি৷
৫. অনলাইনে পূরণকৃত গ্রাহক নিবন্ধন ফরম/ User Registration Form এর ২ কপি জমা দিতে হবে অথবা টেলিটক কাস্টমার
কেয়ার থেকে User Registration Form সংগ্রহ করে পূরণ করা যাবে৷

ব্লগস্পট অথবা ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য নিয়ে নিন চার ধরনের আকর্ষণীয় মেট্রো স্টাইলের Alert Box !





আজ শুধু ব্লগস্পট নয়, নিয়ে এলাম ব্লগস্পট এবং ওয়ার্ডপ্রেস উভয় প্লাটফর্মে তৈরি যেকোন ব্লগের জন্য মেট্রো স্টাইলের আকর্ষণীয় Alert Box । আপনারা অনেক ব্লগের পোস্টের মাঝে বিভিন্ন রকম নোটিশের Alert Box দেখতে পেয়ে থাকেন। এগুলোকেই ব্লগের Alert Box বলা হয়ে থাকে। পোস্ট সম্পর্কিত কোন তথ্য হাইলাইট করে তুলে ধরার জন্য এই বক্স ব্যবহার করতে পারেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি চার ডিজাইনের ভিন্ন চার ধরনের Alert Box যথাক্রমে Error Message Box, Success Message Box, Warning Message Box এবং Information Alert Box। Alert Box ডেমো লিংক


কিভাবে ব্লগে Alert Box যোগ করব?
আপনি ব্লগস্পট ব্লগের ব্যবহারকারী হয়ে থাকলে ব্লগস্পট ড্যাশবোর্ড থেকে Template > Edit HTML অপশনে গিয়ে টেমপ্লেটের কোডগুলো থেকে ]]></b:skin> কোডটি খুঁজে বের করুন এবং কোডটুকু খুঁজে পেলে এই কোডটির উপরে নিচে দেয়া কোডগুলো বসান।

টেকটিউনস কোড হাইলাইটার - কোড কপি করতে কোডের উপর ডাবল ক্লিক করুন
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
.info, .success, .warning, .error {
background-repeat: no-repeat;
background-position: 10px center;
border: 1px solid;
margin: 10px 0;
padding: 14px 9px 14px 48px;
}

.info {
color: #0D81E9;
background-color: #C8E9F8;
background-image: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgquBxgOg-T-fki8nCHSZa2tXqHazxXD3cN9sN8IsnYhP4t4fKpkgLkalsqt3OhRvsJXRuAvrhder4e54qi0V9C9bcVPWnJHn475_gG0iwIfmyD5GIB1bgf0l-wv__zBNfbgGeD3TSRjXc/s1600/tbm_info.png);
}

.success {
color: #0D8F07;
background-color: #E5FAC3;
background-image: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVnSJsPS8SNV7JyUDJgiegP8JsGignFVlnI9e8fW4JzHQGUZyAWf0tPkIRS-old3-ybkLZLn5VgPtO_ZuRrtZqhciLXxlxvuxu3fNUj7hZ0YURMyc3SDGZKJPdlX7-caDFfgdShyVpGRU/s1600/tbm_success.png);
}

.warning {
color: #DD8500;
background-color: #EBDCA3;
background-image: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiexRaHrS5IOeIad-DvoiEt26Yis79cUWt4dBZn4sSbseXWfO82iRtLMnxAwgce3tI9pgQTbKeeIsGjkrVcImRJZiAWPGcNoUS6URF8FCFimp2j761hBb0necVjFyvMTB0uAyQd_zGaJuU/s1600/tbm_warning.png);
}

.error {
color: #DF000C;
background-color: #F5C8C8;
background-image: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlLi5fm6PucBOFutdRON-oqJx8HF-lIqMp2gTF9SZ9OFF9TncxaWd6tkTSiv_CeTMZR5Vr55hz158f22fOR4mTxgt4UJp0Yvtv-RJ6jO2xLs_ry1ChGNutAsFUi55Z6fI4UjFu2S7tAOc/s1600/tbm_error.png);
}

এবার টেমপ্লেটটি Save করুন।
ব্লগস্পট ব্লগের জন্য এটাই ছিল প্রাথমিক কাজ। তাই একটু বিশ্রাম নিন। ততক্ষনে ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদেরকেও তাদের ধাপটি শিখিয়ে দেই।
হুম, এবার আসি ওয়ার্ডপ্রেস প্লাটফর্মে। যারা ওয়ার্ডপ্রেসে ব্লগ বানিয়েছেন এবং এই বক্সটি ব্লগে যোগ করতে চাচ্ছেন তাঁরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে Appearance > Editor > style.css অপশনে যান এবং উপরে যে সিএসএস কোডগুলো দিয়েছি সেগুলো style.css -এ যোগ করুন।
ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা একটুকু হলেও এক্সপার্ট। তাই তাদেরকে বিস্তারিত ভাবে বুঝিয়ে বললাম না। তবুও নতুনরা না বুঝলে জানাবেন।
কিভাবে ব্লগের পোস্টের মাঝে Alert Box টি ব্যবহার করব?
আমরা ইতিমধ্যে ব্লগে Alert Box টি যোগ করার প্রাথমিক কাজ শেষ করেছি। এখন শুধু দেখাব কিভাবে আপনি পোস্টে Alert Box টি ব্যবহার করবেন।


<div>Error message</div>
উপরের কোডটি লক্ষ্য করুন। এখানে আমি চার স্টাইলের Alert Box এর মধ্য থেকে Error Message স্টাইলের বক্সটির কোড উল্লেখ করেছি। আপনি কোন পোস্টের ভেতর যদি এই Error Message স্টাইলের বক্সটি বসাতে চান তবে সেখানে উপরের কোডটি বসাবেন আরError message লেখাটার জায়গায় আপনি যে মেসেজ দিতে চান সেটি দিবেন। এভাবে বাকি স্টাইলের মেসেজ বক্স গুলোও ব্যবহার করবেন। নিচে আমি সব স্টাইলের মেসেজ বক্সগুলোর কোড উল্লেখ করছি।


<div>Info message</div>
<div>Successful operation message</div>
<div>Warning message</div>
<div>Error message</div>

তবে একটি কথা মনে রাখবেন, পোস্টের মাঝে এই কোডগুলো দেওয়ার সময় পোস্টটি ব্লগস্পটে হলে HTML Mode এ রাখবেন আর ওয়ার্ডপ্রেস হলে Text Mode এ রাখবেন। কেমন লাগলো জানাবেন কিন্তু। আর কিছু বুঝতে সমস্যা হলে সেটাই জানাতে ভুলবেন না।

পিসির পারফারমেন্স ঠিক রাখতে এই গুলো জানা আবশ্যক।



পিসির পারফারমেন্স ঠিক রাখতে নিচের ধাপটি লক্ষ্য করুন:
১। পিসি বাসার একটু খোলা মেলা স্থানে স্থাপন করুন এবং খেয়াল রাখুন যেন ধুলাবালি বা সূর্যের তাপ আপনার পিসির সিস্টেমে বিঘ্ন না ঘটাতে পারে।
২। কম্পিউটারের উপর কোন ভারী কিছু রাখবেন না।
৩। পিসির পারফারমেন্স এর উপরে নির্ভর করে অপারেটিং সিস্টেম ব্যবহার করুন। যদি মনে করেন আপনার পিসি উইন্ডোজ ৭ ব্যবহার উপযোগী করে তৈরি তাহলে উইন্ডোজ ৭ অপারেটিং ব্যবহার করতে পারেন।
৪। অযথায় অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করা থেকে বিরত থাকুন।
৫। যে সফটওয়্যার গুলোতে আপাতত কাজ করছেন না এমন সফটওয়্যার গুলো আনইনস্টল করে রাখুন।
৬। লাইসেন্স আপডেটেড অ্যান্টিভাইরাস ইউজ করুন এবং একাধিক অ্যান্টভাইরাস ইনস্টল করবেন না এতে পিসি স্লো করবে।
৭। মাসে অন্তত একবার ডিস্ক ডিফ্রাগমেন্ট করে নিন।
৮। নিয়মিত কুকি, টেম্পোরারি ফাইল ডিলিট করার জন্য রান থেকে %Temp%, Prefetch, Recent লিখে ফাইল গুলো ডিলিট করে নিন এতে পিসির পারফারমেন্স বাড়বে।
৯। মাঝে মাঝে স্ক্যান ডিস্ক চালান এ জন্য windows menu+R প্রেস করুন রান এ যান এখন লিখুন chkdsk এরপর Ok করুন। হার্ড ডিস্ক স্ক্যান করবে এবং কোন সমস্যা থাকলে তা অটোমেটিক ঠিক করে নিবে।
১০। প্রত্যেক ড্রাইভে মিনিমাম ১৫% জায়গা খালি রাখুন, এতে পিসির স্পিড বাড়বে।
১১। নিয়মিত ‘কুলিং ফ্যান’ মুছে পরিষ্কার করে রাখুন।
১২। বিদ্যুৎ চলে গেলে কম্পিউটার যেন হঠাৎ বন্ধ না হয়ে যায় সে জন্য ভাল মানের একটি ইউপিএস ব্যবহার করুন।
১৩। প্রতি ১ বা ২ মাস পর পর কম্পিউটার ব্লুয়ার মেশিন দিয়ে পরিষ্কার করে নিন।
১৪। পেনড্রাইভ ব্যবহার করলে ভাল একটি অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করুন এবং পেনড্রাইভ এ প্রবেশ করার সময় এক্সপ্লোর করে ঢুকুন।

আপনার ওয়েবসাইট এর জন্য দারুন বাংলাদেশী আড কম্পানী


অনেক দিন পর লিখতে বসলাম।আজ আমি একটি নতুন বাংলাদেশি আড কম্পানির সাথে পরিচয় করিয়ে দেব ।এরা নতুন হলেও এদের হাতে প্রচুর আড আছে।
আসুন এদের বৈশিস্ট গুলো যেনে নেইঃ

১। এরা ওয়াল্ড ওয়াইড আড প্রদর্শন করে।
২। অটো অপ্রুপ। সব সাইটেই আড প্রদর্শন করাতে পারবেন।
৩।পার ১০০০ ভিঊ তে ১৮-৮ ৳ বা ১.৮০-0.৫০ টাকা/পার ক্লিক।
৪।কন্টেন্ট অনুযায়ী আড প্রদর্শন করতে পারবেন।
৫।লাইভ ডেস বোর্ড।
৬। সাইজ অনুযায়ী ক্লিক রেট
৭।চেক ,ব্যাঙ্ক,বিকাশে পেমেন্ট নেওয়ার সুবিধা।
৮।৫০০ টাকা মিনিমাম পে আউট
কিভাবে রেজিস্টার করবেন?
প্রথমে এই লিঙ্ক এ যান।
তারপর রেজিস্টার করুন।মেইল কনফার্ম করুন। place এ ক্লিক করে আপনার পছন্দের আড জোন দেখে নিন।
new place ক্লিক করুন। আড প্লেসের যেকোন টাইটেল দিন। আড সাইজ নির্বাচন করুন । submit এ ক্লিক করুন।next page এ zone e আপনার পছন্দ মত অপ্সন সিলেক্ট করুন। এ ক্ষেত্রে অই অড সাইজ নিবাচন করাই ভাল। ডোমেইন নেইম দিয়ে সাবমিট করুন । আড কোড সাইটে সাবমিট করুন।আর আয় করুন।

আমি Banner - 320 x 100 (Mobile Banner),Banner - 970 x 90 (Large Leader board, Banner 728 x 100 আড সাইজ ব্যবহার করতে বলব।কারন এতে সবসময় আড থাকে।

আজকের মত বিদায় নিচ্ছি।দেখা হবে পরের টিঊনে।

জিপিতে ১৮ টাকায় ১৯ এমবি ৩জি ডাটা +১ মাস ফ্রি ফেসবুক+৩জি ফ্রি নেট(১০০MB লিমিট)ও ২জি আনলিমিটেড ফ্রি নেট



আশা করি সবাই ভালো আছেন।জীবনে কোন দিন কোন সাইডে টিউন করি নি এটি আমার জীবনে প্রথম টিউন তাও আবার টিটিতে তাই ভুল হলে ছোট ভাইকে নতুন হিসেবে ক্ষমা করবেন এই আশা রেখে আজকের টিউন শুরু করছি....।
যখন প্রিয় টিটি নিয়ে এত কথা হচ্ছে ও জিপির বা ফেসবুকে হারামি ফোন নামে পরিচিত সিমের জটিল প্যাচ লাগানো নেট আপারেটরিং সিস্টেম তখন হাজার হাজার নেট পাগলদের জন্য কিছু না লিখে পারলাম না। আনেক দিন আপেক্ষা করেছিলাম টিউনা হতে তাই নতুন কিছু দিতে চেয়েছিলাম তাই হয়তো টিউনার হবার আনেক পরে টিউন করছি।

কাজে আসা যাক, প্রথমে *500*0# ডায়েল করুন ৩ টি SMS আসবে।তারপর *111*6*1*1*1*1# ডায়েল করুন ৩ জি 4 MB এর click প্যকেজটি এক্টিভ হবে(৩টাকা)।তারপর ১৫MB এর ক্রাস কার্ড কিনুন ১৫টাকা এবার ক্রাস কার্ডটি রিচার্জ করুন কিভাবে করবেন ক্রাস কার্ডের গায়ে লেখা আছে।এখন SMS আসবে ১৫ এমবি পেয়ে যাবেন। তবে মাজার ব্যাপার ১ মাস মেয়াদ হয়েগেছে যদিও বা ৩ দিন মূল মেয়াদ ছিল। *500*10# ডায়েল করে দেখে দিন।

এখন আপনি FUP প্যকেজ এ আছেন।এবং যার মেয়াদ ১ মাস।অতএব,আপনি ১ মাস ফ্রি ফেসবুক ব্যাবহার করতে পাবেন।
আর আপনি ৩+১৫=১৮ টাকায় ১৯ এমবি পাচ্ছে নি।