তৈরি করুন নিজেই Command Prompt ( CMD )



Command Prompt বা CMD আমাদের কাছে খুবই পরিচিত।CMD তে নানা ধরনের Command লিখে আমরা নানা কাজ করি।Command Prompt বা CMD কি আশা করি সবাই জানেন।না জানলে Google এ search দিতে পারেন।অনেক সময় Virus এর কারণে বা অন্য কোন
কারণে Command Prompt বা CMD block হয়ে যায়। ফলে এটি open করা যায় না।তখন কিছু করার থাকে না।আমি আজকে এমন একটি Trick শিখাবো যার মাধ্যমে আপনি নিজেই Command Prompt বা CMD তৈরি করতে পারবেন।

১) প্রথমে Notepad open করুন।

Notepad open করার জন্য Right click করে New -> Text Document ক্লিক করুন।তহলে Notepad open হবে।






২) Notepad-এ নিচের Code টি copy-paste করুন

@echo off
command.com
pause

৩) তারপর CMD.bat নাম দিয়ে save করুন।CMD.bat এ নাম দিয়ে অবশ্যই save করতে হবে।

এভাবে আপনি নিজেই Command Prompt বা CMD তৈরি করতে পারবেন।

ভালো লাগলে Comment করবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন