উইন্ডোজ ইন্সটল করুন bootable পেনড্রাইভ দিয়ে



USB পেন ড্রাইভ থেকে উইন্ডোজ সেটাপ করার ব্যাপারটা আমরা সবাই জানি। কিন্তু তৈরী করাটাই হল বিশাল ঝামেলার কাজ। পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ইন্সটল করার অনেক পদ্ধতি আছে । কিন্তু বেশিরভাগ পদ্ধতি ব্যবহার করা কঠিন এবং সময় সাপেক্ষ । ফলে, অনেকে এভাবে ব্যর্থ হয়েছেন ।
কারণ, এসব পদ্ধতিতে সিএমডি (cmd) ব্যবহার করা হয় বলে অনেকে সফল হতে পারেন না ।

কিন্তু, আজ আমি এমন একটি পদ্ধতি দেখাবো যার মাধ্যমে শুধুমাত্র একটি সফটওয়্যার ব্যবহার করে আপনি সহজেই পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ভিস্তা ইন্সটল করতে পারবেন ।

সফটওয়্যার নামঃ WinToFlash

ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন

কার্যপ্রণালী:
  • প্রথমে ফাইলটি আনজিপ করুন ।
  • এবার ফাইল থেকে ‘WinToFlash’ নামক প্রোগ্রাম টি ওপেন করুনঃ
  • ‘Advanced mode’ এ ক্লিক করুনঃ

  • Task এর ড্রপডাউন মেন্যু থেকে আপনি উইন্ডোজ এর যে ভার্সনটি দিয়ে পেনড্রাইভ বুটেবল করতে চান সেটি সিলেক্ট করুন এবং “Create” বাটনে ক্লিক করুন । আমি Windows Xp সিলেক্ট করেছি ।

  • এবার নিচের মত কিছু অপশন আসবেঃ



  1. Windows source path: আপনার কম্পিউটারের সিডি/ডিভিডি ড্রাইভ সিলেক্ট করুন ।
  2. Drive: এখানে আপনার পেনড্রাইভটির ডিরেক্টরি দেখিয়ে দিন ।
  3. উপরের কাজ গুলো শেষ হলে ‘Run’ বাটনে ক্লিক করুন ।
  • লাইসেন্স এগ্রিমেন্ট এ ক্লিক করুনঃ

USB




  • ‘OK’ প্রেস করুন ।







  •  এবার আপনার পেনড্রাইভ এর কাজ শুরু হয়ে যাবেঃ
  • কাজ শেষ হলে নিচের মত আসবে;

আপনার বুটেবল পেনড্রাইভ এখন সফলভাবে তৈরি ।

পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ইন্সটল করতেঃ

  • বুটেবল পেনড্রাইভটি আপনার পিসিতে প্রবেশ করুন ।
  • আপনার পিসি রিষ্টার্ট দিন ।
  • Del/F2 চেপে বায়োস সেটিংস এ প্রবেশ করুন।
  • First Boot Device এ USB Pendrive সিলেক্ট করে দিন ।
  • F10 এবং Y চেপে সেভ করুন।

বুঝতে কোন অসুবিধা হলে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন অথবা কমেন্ট এর মাধ্যমে জানান ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন