আসুন জেনে নেই কিভাবে ব্লগ এর পোষ্ট টাইটেল থেকে ব্লগ এর নাম বাদ দিবেন


আমরা যখন ব্লগষ্পট এ কোন ব্লগ তৈরি করি আর এতে কোন পোষ্ট দেই তখর গুগল এ গিয়ে সার্চ দিলে ব্লগ পোষ্ট এর টাইটেল এর আগে ব্লগ এর নাম টা দেখা যায়। এটা আপনার পোষ্ট টার রেংকিং এর জন্য মারাত্বক ক্ষতিকর। তাই এই সমস্যার সমাধান আপনাদের কাছে তুলে ধরলাম।

আপনি আপনার ব্লগার এর এডিট/এইচ টি এম এল
অপসান এ যান তারপর "Ctrl" আর "F" কি চাপ দিন তাহলে একটি সারচ অপসান খুলবে। এই সারচ আপসনে <title><data:blog.pageTitle/></title> এই লিখাটা দিন। তাহলে এই লিখাটা দেখবেন ব্লগ এর এইচ টি এম এল এ সিলেক্ট হয়েছে নিম্নরুপ:


এখন এই সবুজ চিন্হিত লেখাটি রিপ্লেস করুন নিম্নের লিখা দিয়ে:

<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<title><data:blog.pageName/> | <data:blog.title/></title>
<b:else/>
<title><data:blog.pageTitle/></title>
</b:if>
আপনার কাজ সমাপ্ত। এখন আপেক্ষা করুন গুগল এ আপনার সাইটটি ক্রলিং এর জন্য।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন