২০১৪ সালের এইচ এস সি ও সমমানের পরীক্ষার ফল আগামী ০৭ আগষ্ট,২০১৪ প্রকাশিত হবে


২০১৪ সালের এইচ এস সি ও সমমানের পরীক্ষার ফল আগামী ০৭ আগষ্ট,২০১৪ প্রকাশিত হবে। আমরা সবাই চাই আগে আগে ফল পেতে। কিন্তু আমাদের দেশের ইন্টারনেটের যে গতি প্রায়শ দেখা যায় রেজাল্টের দিন শিক্ষা বোডের ওয়েব সাইটে প্রবেশ করা যাচ্ছে না। তাই আমরা ভিন্ন পদ্ধতিতে পরীক্ষার ফল পেতে পারি। আসুন আমরা এবার দেখি কিভাবে আগে আগে পরীক্ষার ফল পেতে পারি।

গতবারের ন্যায় এবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ই-মেইল এর মাধ্যমে ফল পাঠানো হবে। শিক্ষাবোর্ড সমূহের প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্ন ই-মেইল আইডি তৈরী করা হয়েছে।

কোন প্রতিষ্ঠানের ই-মেইল আইডির ধরন হবেঃ

[সংশ্লিষ্ট বোর্ডের নামের ১ম তিন অক্ষর][প্রতিষ্ঠানের EIIN নাম্বার]@educationboard.gov.bd

উদাহরণসরূপঃ যশোর বোর্ডের কোন প্রতিষ্ঠানের EIIN নাম্বার যদি 116828 হয় তবে ঐ প্রতিষ্ঠানের ই-মেইল আইডি হবেjes116828@educationboard.gov.bd এবং পাসওয়ার্ড হবে EIIN নাম্বার অর্থাৎ 116828

উল্লেখ্য, http://www.dshe.gov.bd/EIIN/EIIN.php এখানে ক্লিক করে সারা দেশের সব প্রতিষ্ঠানের EIIN নাম্বার বিভাগ ভিত্তিক ডাউনলোড করা যাবে।

ই-মেইলে পরীক্ষার ফলসহ যাবতীয় তথ্যাদি পাওয়ার জন্য নিন্মের ধাপগুলো অনুসরন করতে হবেঃ

প্রথমে http://mail.educationboard.gov.bd/web/ এই ঠিকানায় যান। তারপর Email Address এর ঘরে ই-মেইল আইডি এবং Password এর ঘরে EIIN নাম্বার লিখে Login বাটনে ক্লিক করুন। উক্ত প্রতিষ্ঠানের সম্পূর্ণ Result Sheet টা বের হবে। এরপর CTRL + S চেপে পাতাটি সেভ করুন অথবা Print রেজাল্ট এ ক্লিক করে প্রিন্ট করুন কিংবা Save as PDF করুন।

বিদ্রঃ কোন প্রতিষ্ঠান যদি তাদের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে তাহলে ওই প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে পারবেন না। এই ট্রিকসটি শুধু সেইসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাজ করবে যাদের প্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষক তাদের পাসওয়ার্ড পরিবর্তন করেন নাই। তাই কেউ কেউ রেজাল্ট এই পদ্ধতিতে নাও পেতে পারেন !

মোবাইলের মাধ্যমে ফল পেতে নিচের নির্দেশনা অনুসরন করুনঃ

HSC (স্পেস) first 3 latter of your board name(স্পেস)Roll No (স্পেস)Passing year

পাঠিয়ে দিন 16222 নাম্বারে

মাদ্রাসা বোর্ডের রেজাল্টঃ

ALIM (স্পেস) MAD (স্পেস) Roll No (স্পেস) Passing year

পাঠিয়ে দিন 16222 নাম্বারে

টেকনিক্যাল বোর্ডের রেজাল্টঃ

HSC (স্পেস) TECH (স্পেস) Roll No(স্পেস)Passing year

পাঠিয়ে দিন 16222 নাম্বারে

মোবাইল রেজিস্ট্রেশন করতেঃ

Reg (স্পেস) HSC(স্পেস) first 3 latter of your Board Name(স্পেস)your Roll Number 2013

পাঠিয়ে দিন 16222 নাম্বারে

আশা করি আমার এই পোষ্টটা ফলপ্রত্যাশীদের কাজে লাগবে।
সবার ভালো ফলের প্রত্যাশায় শেষ করছি।।


দেখুন, উইন্ডোজ ৮ এ কিভাবে পিকচার পাসওয়ার্ড দিবেন।


আশা করি সবাই আল্লাহ্‌র রহমতে ভাল আছেন।আমিও ভালো আছি।এবার আসি কাজের কথায়। আজ আমি লিখতে চাচ্ছি উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে কিভাবে পিকচার পাসওয়ার্ড দিবেন তা নিয়ে।তাহলে পড়ুন কিভাবে ফটো পাসওয়ার্ড দিতে হয়।

কাজের ধারাঃ

১। প্রথমে আপনার কম্পিউটারের ফ্রী ডেক্সটপে মাউসের কারসর উপরের ডান কোনায় নিয়ে যান। এবার এখান থেকে দেখতে পাবেন সার্চ,শেয়ার ইত্যাদি আসছে।এখানকার সবার নিচেরটা অর্থাৎ সেটিংসে যান।
২। তারপর Change PC Settings এ যান।
৩। এরপর এখান থেকে Users এ যান।
৪। এবার Create a Picture Password ক্লিক করুন।
৫। এখন যদি পাসওয়ার্ড দেওয়া থাকে সেটা চাবে। আপনি সেটা দিন।
৫। তারপর ব্রাউজ করে আপনার Choice করা একটা ফটো দিয়ে দিন।
৬। এরপর Use This Picture এখানে ক্লিক করুন।
৭। এবার আপনার পছন্দমত তিনটা জায়গা মাউস ক্লিক করতে বলা হবে।
৮। আপনি মনে রাখতে পারেন এমন তিনটা জায়গা সিলেক্ট করুন।এভাবে ২ বার সিলেক্ট করে কনফার্ম করুন।
৯। Finish করে বেরিয়ে আসুন।
ব্যাস।কাজ শেষ। এবার লগ অফ করে দেখুন। দেখবেন পিকচার আসছে। এখন আপনি যে তিনটা জায়গায় মাউস ক্লিক করেছিলেন সেই তিনটা জায়গায় মাউস ক্লিক করুন। দেখবেন পি সি খুলে গেছে।

যদি বুঝতে সমস্যা হয় তাহলে এখান থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন।

মেগা টিউনঃ বাংলালিঙ্ক ফ্রী নেট জাভা/সিম্বিয়ান/এন্ড্রয়েড এ নো লিমিট ।


বাংলালিঙ্ক এ আবারো ফ্রী নেট চালান জাভা/সিম্বিয়ান/এন্ড্রয়েড
জাভা ইউজার রা অফিসিয়াল blwap একটিভ করুন
/সিম্বিয়ান/এন্ড্রয়েড রা নিচের মত সেটিং করুন
name:as u wish
apn:blwap
proxy:10.10.55.34
port:8799

এবার হ্যান্ডেলার অপেরা ডাউনলোড করে নিন
জাভা সিম্বিয়ান = click here
এন্ড্রয়েড= click here
হ্যান্ডেলার অপেন করে সেটিং করুন
proxy type:host
proxy server:0.facebook.com:80/
বাকিগুলো আগের মত রাখবেন
এবার ফ্রী নেট এর দুনিয়ায় ঝাপিয়ে পড়ুন
নোট: ব্যালান্সে এ টাকা রাখবেন না


দুই বা ততোধিক কম্পিউটার এর মধ্যে ডাটা শেয়ার করুন wifi এর সাহায্যে কোনো তার ছাড়াই


পনাদের জন্য আবার নিয়ে আসলাম নতুন একটি ভিডিও টিউটোরিয়াল । আমাদেরকে মাঝে মাঝে বিপুল পরিমান ডাটা transfer বা share করতে হয় । কিন্তু এর জন্য প্রয়োজন হয় খুব বড় pendrive বা harddisk এর যা আমাদের কাছে সবসময় থাকে না । তাই আমি আপনাদেরকে আজকে দেখবো কিভাবে দুইটি কম্পিউটার এর মধ্যে খুব সহজ়ে ডাটা transfer বা শেয়ার করতে পারেন ।

এই জন্য আপনাদের যা প্রয়োজন হবে তা হল দুইটি কম্পিউটার এবং নেট কানেকশন সহ একটি ওয়াই-ফাই রাউটার ।

এর জন্য আপনাদের কম্পিউটার দুইটিকেই একই network এর মধ্যে থাকতে হবে ।

ভিডিও লিঙ্ক ঃ https://www.youtube.com/watch?v=ECqIMeIF6qs

ভিডিওটি বাংলায় এবং HD যা আপনাদের বুজতে অনেক সুবিধা হবে । আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং কোনো কিছু না বুঝলে টিউমেন্ট করবেন ।


কাস্পারাস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৫ All Products With Trial Resetter




কেমন আছেন সবাই , আশা করি সবাই ভাল আছ, ভাল থাক, সুন্দর থাক, স্বুস্থ থাক , নিরাপদে থাক এটাই আমি সব সময় প্রত্যাশা করি, আপনাদের সর্ব সাফল্য আমি একান্ত ভাবেই কামনা করি।
সোনার বাংলাদেশ যার এমন কোথাও সোনার খনি তো দুরের কথা রুপার খনিও নাই। তারপরও আমাদের যে স্বল্প সম্পদ আছে তার যদি সঠিক ব্যাবহার করতে পারি তাহলে সোনার খনি না হোক রুপার খনিতে এই দেশকে পরিনিত করতে পারব । হাই হোক কাজের কথায় আসি , বর্তমান বিশ্বে সফটওয়্যারের চাহিদা সব চেয়ে বেশি, কারন সফটওয়্যার একায় অনেক কাজ কিছু সময়ের ভিতরে করে পেলতে পারে । আজ আমি আপনাদের সাথে অসাধারন একটি ইউটিলিটি সফটওয়্যার শেয়ার করব জার নাম হচ্ছে কাস্পারাস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৫ All Products With Trial Resetter বর্তমানে বাংলাদেশে সর্বাধিক ব্যাবহৃত ইন্টারনেট সিকিউরিটি। এটি আপনাকে সুরক্ষিত রাখবে সকল প্রকার থ্রেট থেকে। অনলাইন ব্যাংকিং আর অনলাইন শপিং এ নিরাপত্তার জন্যও এটি খুব দরকারি একটি সফটওয়্যার ।
শুধু ইন্টারনেট সিকিউরিটি নাহ, আপনি এর সাথে সাথে আপনার পিসিকে নিরাপদ রাখতে পারবেনReset Trial Period Of Following Products:
Kaspersky Antivirus 2011 to 2015
Kaspersky Internet Security 2011 to 2015
Kaspersky CRYSTAL 2.0 and 3.0
Kaspersky Endpoint Security 8 and 10
Kaspersky Small Office Security 2 and 3

Note : This
is a Proper Crack For All Kaspersky 2015 Products Because Trial
Notfication Will Be Disabled And You Just Have To Run Trial Resetter
Once in 30 Days.
How to Reset Kaspersky 2015 Products Trial Period ?
Open installed Kaspersky Application.
Go to Settings > Additional > Self Defense and uncheck self defence option [View image]
Right click on Kaspersky System Tray icon and Exit [View image]
Open Kaspersky Trial Resetter 2015
Click Reset Trial Period
A message box will appear. Click ‘ Yes’ button
Done ! Kaspersky will be launched automatically
After that click Activate Trial License on first startup [View Image]
Follow the same steps Anytime you want.





চলুন এক নজরে দেখে নেই কি কি আছে এতে।

এন্টি-ভাইরাস
এন্টি স্পাইওয়্যার
এন্টি ফিশিং
এন্টি স্প্যাম
এন্টি রুটকিট
এন্টি ব্যানার
সেইফ মানি
Automatic exploit prevention
টু ওয়ে ফায়ারওয়াল
পেরেন্টাল কন্ট্রোল
System watcher & rollback
এ্যাপলিকেশন কন্ট্রোল
URL Advisor
Instant safety checks
Virtual keyboard
Secure keyboard

আরো বিস্তারিত জানতে যেতে পারেন কাস্পারাস্কির ওয়েবসাইটে

তাহলে আর দেরি না করে এখনি ডাউনলুড করে নিন


Download Kaspersky 2015 All Products With Trial Resetter
Download Kaspersky Crystal 3.0 Setup (185 MB)
Download Kaspersky Antivirus 2015 Setup (161 MB)
Download Kaspersky Small Office Security 3 (186 MB)
Download Kaspersky Endpoint Security 10 Setup (357 MB)
Download Kaspersky Internet Security 2015 Setup (162 MB)
(Crack)
Download Kaspersky 2015 All Products Trial Resetter.rar (400.xx KB)

ভাল লাগলে টিউমেন্ট করে জানাবেন

তাছাড়া আরও ফুল ভার্শন সফটওয়্যার জন্য দারুণ একটি সাইট ভিজিট করে দেখে আসুন BD Download Zoon


এক নজরে দেখে নিন গ্রামীনফোনের সকল থ্রিজি ইন্টারনেট প্যাকেজ সমূহের মূল্য তালিকা । সাথে আরো থাকছে অ্যাক্টিভ করার পদ্ধতি।


গ্রামীনফোন কোম্পানির ৩জি ইন্টারনেট প্যাকেজ গুলোর মূল্য তালিকা এবং কিভাবে প্যাকেজগুলো অ্যাক্টিভ করবেন তা নিয়ে টিউন করলাম আজকের সাদা মাটা টিউন। আশা করি জিপি ব্যবহারকারীদের কাজে লাগবে।

Grameenphone 3G Heavy Usage Internet Package
  • গ্রামীনফোন থ্রিজি (৩জি) ইন্টারনেটের Heavy Usage নামের প্যাকেজে আপনি পুরো ১ মাস আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে এই প্যাকেজে FUP পলিসি প্রযোজ্য। ৮ জিবি ইন্টারনেট ব্যবহার করা পর্যন্ত আপনি জিপির থ্রিজি স্পিড পাবেন। আর ৮ জিবির পর থেকে কম গতির ইন্টারনেট স্পিড পাবেন।
  • ৫১২ কেবি স্পিডের হেভি ইউসেজ আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ৯৫০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*52# ।
  • ১ এমবি স্পিডের হেভি ইউসেজ আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ১২৫০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*102# ।

Grameenphone 3G Smart Pack Internet Package

  • গ্রামীনফোন থ্রিজি (৩জি) ইন্টারনেটের Smart Pack নামের প্যাকেজে আপনি পুরো ১ মাস আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে এই প্যাকেজে FUP পলিসি প্রযোজ্য। ১.৫ জিবি ইন্টারনেট ব্যবহার করা পর্যন্ত আপনি জিপির থ্রিজি স্পিড পাবেন। 
  • আর ১.৫ জিবির পর থেকে কম গতির ইন্টারনেট স্পিড পাবেন। সাথে আরো পাবেন ৬০০ মিনিট টক টাইম (যেকোন লোকাল নম্বরে), ৬০০ এসএমএস (জিপি-জিপি), ৬০০ এমএমএস।
  • ৫১২ কেবি স্পিডের হেভি ইউসেজ আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ৮০০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*54# ।
  • ১ এমবি স্পিডের হেভি ইউসেজ আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ১১০০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*104# ।

Grameenphone 3G Standard Pack Internet Package

  • গ্রামীনফোন থ্রিজি (৩জি) ইন্টারনেটের Standard Pack নামের প্যাকেজে ১ মাস মেয়াদের ২ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
  • ৫১২ কেবি স্পিডের স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ৪০০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*56# ।
  • ১ এমবি স্পিডের স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ৭০০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*106# ।
Grameenphone 3G Starter Pack Internet Package

  • গ্রামীনফোন থ্রিজি (৩জি) ইন্টারনেটের Starter Pack নামের প্যাকেজে ৫ দিন মেয়াদের ৭৫ এমবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
  • ৫১২ কেবি স্পিডের স্টারটার ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ৫০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*59# ।
Grameenphone 3G New Pack Internet Package

  • গ্রামীনফোন থ্রিজি (৩জি) ইন্টারনেটের নতুন প্যাকেজে ১ মাস মেয়াদের ১ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
  • ৫১২ কেবি স্পিডের স্টারটার ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ৩০০ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*57# ।
Grameenphone 3G Mini Pack Internet Package

  • গ্রামীনফোন থ্রিজি (৩জি) ইন্টারনেটের মিনি প্যাক ইন্টারনেট প্যাকেজে ১ মাস মেয়াদের ২৫০ এমবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
  • ৫১২ কেবি স্পিডের স্টারটার ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ৯৯ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*9*1# ।
Grameenphone 3G Click Internet Package

  • গ্রামীনফোন থ্রিজি (৩জি) ক্লিক ইন্টারনেট প্যাকেজে ২ দিন মেয়াদের ৪ এমবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সাথে আরো পাবেন ২টি এমএমএস।
  • ৫১২ কেবি স্পিডের স্টারটার ইন্টারনেট প্যাক চালু করতে আপনাকে খরচ করতে হবে ২ টাকা + ১৫% ভ্যাট। ডায়াল করুন *500*80# ।

Bonus Tips for Grameenphone 3G Internet Users
To check remaining 3G data volume, dial *500*60# and to know the amount of used up volume dial *500*61#
Extra usage fee of BDT 0.01/10KB applicable for volume based packs
To stop auto renewal feature, write “off” & send to 5000 number.

Gp সিম দিয়ে Android ফোন এ G Speed Free net Use করেন আবার!



প্রথমে থ্রিজি স্পীড
পেতে একটি থ্রিজি প্যাক
কিনে নিন

কিনতে
*500*11*1#

Dial করুন

new access point settings
Name: cadet_saimum
Apn: gpwap
Proxy: 10.128.1.2
Port: 80

এবার নিচ থেকে Yandex Opera টি নামান

Yandex753HandlerUI.apk 

এবার অপেরা হ্যান্ডেলার অপেন
করুন ।

And Font Query তে নিচের Server টি বসিয়ে আরামে ফ্রি চালান।
ekhanei.com @

[ @ Before Must Space]

Opera settings এ যান এরপর Advanced--
>>Protocol HTTP
করুন
সেভ করুন ব্যাস কাজ শেশ চালান ।।

এসইও আর্টিকেলঃ ইমেজ অপমাইজেশনের জন্য কিছু অসাধারন টুলস


একটি ওয়েবসাইটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্টেন্ট হল ইমেজ বা ছবি। এটি ওয়েবসাইটকে আকর্ষণীয় করে তোলার পাশাপাশি করে তোলে প্রাণবন্ত। তবে ইমেজ ব্যবহারে অন্যতম যে সমস্যাটি হতে পারে তা হল, পেজ লোডিং টাইম বেড়ে যেতে পারে। আর একটি ওয়েবসাইট লোড হতে যত বেশী সময় নেয়, সাইট ইউজারদের এক্সপেরীয়েন্স তত খারাপ হয়। এই সমস্যাটি কাটিয়ে উঠতেই ইমেজের সাইজ কমিয়ে ব্যবহার করতে হয়। নিচে এমন কিছু সাইটের লিস্ট দিলাম যেগুলোর সাহায্যে ছবির কোয়ালিটি ঠিক রেখেই খুব সহজে সাইজ কমিয়ে আনতে পারবেন অনেকখানি। চলুন এক নজরে দেখে নিই ওয়েবসাইটগুলো...

১.স্মাস: http://www.smushit.com/ysmush.it/

২. রায়ট: http://luci.criosweb.ro/riot/

৩. পিএনজি আউট: http://www.advsys.net/ken/util/pngout.htm

৪. অনলাইন ইমেজ অপটিমাইজার: http://tools.dynamicdrive.com/imageoptimizer/

৫. সুপারজিফ: http://www.boxtopsoft.com/supergif.html

৬. পিএনজি গাউন্টলেট: http://pnggauntlet.com/

৭. সুপার পিএনজি: http://www.fnordware.com/superpng/

তবে ছবির সাইজ কমানোর সময় খেয়াল রাখবেন যেন সেটি যেন ছবির কোয়ালিটিকে কমিয়ে না দেয়। আশা করি টুলগুলো আপনাদের উপকারে আসবে। এর পাশা আরও কিছু সাইট খোঁজ করতে দেখতে পারবেন গুগলে। তবে, আমার মতে ইমেজ অপটিমাইজেশনের জন্য এগুলোই বেস্ট সাইট।


আবারো বাংলালিংক দিলো মোট ১৯২ মেগাবাইট ইন্টারনেট,৬৪ এসএমএস,৬৪ এমএমএস একদম ফ্রী !!


এই ৬০ মেগাবাইটের মধ্যে ৬৪ মেগাবাইট ইন্টারনেট ডাটা, ৬৪ মেগাবাইট ফেসবুক ব্যাবহার এর জন্য আর ৬৪ মেগাবাইট পাবেন Whatsapp ব্যাবহার করার জন্য ।

বোনাস অফারটি উপভোগ করতে, reg লিখে ২৫০০ নাম্বারে এসএমএস করে অ্যাক্টিভেট করতে হবেযেকোনো বাংলালিংক প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকগণ এই অফারের জন্য প্রযোজ্য হবেন।
বোনাস ভলিউম চেক করতে *১২৪*২৬# নাম্বারে ডায়াল করুন ।

জানুন WordPress Visual Editor এর জন্য কিছু টিপস এন্ড ট্রিকস ।


আমারা সবাই WordPress Visual Editor এর সম্পরকে জানি। এটি WordPress এর একটি বড় ধরনের ফিচার। আজকে আমি এর সম্পরকে কিছু টিপস এন্ড ট্রিকস শেয়ার করবো। যা অনেকেরি কাজে লাগবে বিশেষ করে নতুন দের জন্য WordPress কে আরো সহজ করতে এই টিপস এন্ড ট্রিকস গুলা খুবি কাজে লাগবে।

১। Toolbar Toggle: WordPress Visual Editor এর একটি আল্ট্রা ফিচার TinyMCE বার। আমরা অনেক সময় দেখা যাই। এই TinyMCE বারের বাটোন গুলা একটি সারিতে সাজানো থাকে। ফলে অনেক বাটোনোই আমরা খুজে পাই না। এই সমস্যার সমাধানের জন্য TinyMCE বারের ডানদিকে Toolbar Toggle বাটোনটাতে ক্লিক করলে বাটোন গুলির দুইটি সারিই সো করবে।


২। কি- বোর্ড শটকাট: WordPress Visual Editor এর জন্য রয়েছে অনেকগুলি কি- বোর্ড শটকাট। যা ব্যবহার করে আমরা আমাদের কাজের সময় কমাতে পারি।

Clt + c = Copy

Clt + v = Past

Clt + a = Select All

Clt + x = Cut

Clt + z = Undo

Clt + y = Redo

Clt + i = Italic

Clt + u = Underline

Clt + k = Insert/edit link

Clt + 1 = Heading 1

Clt + 2 = Heading 2

Clt + 3 = Heading 3

Clt + 4 = Heading 4

Clt + 5 = Heading 5

Clt + 6 = Heading 6

Clt + 9 = Address



৩। Single and Double line Spacing: সাধারন ভাবে আমারা WordPress Visual Editor নতুন প্যারাগ্রাপ নেয়ার জন্য Enter বাটোন ব্যবহার করে থাকি তার ফলে একটি লাইন হতে আরেকটা লাইনের মাঝখানে এক লাইন গ্যাপ পরে জাই। আমাদের যদি এই একলাইন পরিমান গ্যপের প্রয়োজন না হয় তখন আমরা কি করতে পারি? এমনটি প্রয়োজন হলে তখন Shift + Enter চাপলে দুই লাইনের মাঝে আর গ্যাপের সৃষ্টি হবে না।

৪। Visual Editor এর লেখাকে কলামে বিভক্ত করাঃ সাধারন ভাবে আমরা যখন Visual Editor এ লিখি তখন তা এক কলামের হয়। কিন্তু অনেক সময় ইউজারের দুই বা তার অধিক কলামের প্রয়োজন হতে পারে। কিন্তু সাধারন ভাবে তা করতে গেলে HTML CSS জানার প্রয়োজন হয়। সেটা ইউজারের জন্য একটা বড় ধরনের সমস্যা। এটার একটা সহজ সমাধান আছে।


Advanced WP Columns এই প্লাগিনটি ব্যবহার করে কলাম তৈরী করা যাই।

প্লাগিনট ডাউনলোড লিঙ্ক : এখানে


You Tube থেকে যেকোন ভিডিও -কে ডাউনলোড করুন Mp3 আকারে সবচেয়ে সহজ তরিকায় মাত্র কয়েক সেকেন্ডে!


অনলাইনে সার্চ করে যেকোন Mp3 গান ডাউনলোড করতে বেশ ঝামেলা পোহাতে হয়। কারণ নির্ভরযোগ্য ডাউনলোড লিংক খুঁজে পেতে অনেক সাইট ঘাটতে হয়। আর সেই ঝামেলা দূর করতেই আজকের টিউন।
ইউটিউব হল বিশ্বের এক নম্বর ভিডিও পোর্টাল। কি ভিডিও নেই এতে! সব রকম ভিডিওই পাওয়া যায় ইউটিউবে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ভিডিও গান ডাউনলোড করতে পারব। গুগলে কোন এমপিথ্রি গান সার্চ করে যত তাড়াতাড়ি সেই গানের ডাউনলোড লিংক খুঁজে পাবেন তাঁর চেয়ে কম সময়ে আপনি ইউটিইউবে সেটার ভিডিও পেয়ে যাবেন। এখন সেটিকে শুধু এমপিথ্রি করে বানিয়ে নিলেই হয়।


আজ ইউটিউব থেকে video to mp3 ডাউনলোড করার এমন ছোট একটি টুলস শেয়ার করছি। যেখানে শুধু ইউটিউব থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিও লিংক কপি এবং পেস্ট করে Convert বাটন চেপেই mp3 আকারে ডাউনলোড করতে পারবেন।
  • প্রথমে এই লিংক -এ ক্লিক করুন।
  • একটি ইউটিউব থেকে ভিডিও টু এমপিথ্রি কনভার্ট বক্স পাবেন।
  • সেখানে আপনি যে ইউটিউব ভিডিওটি Mp3 আকারে ডাউনলোড করতে চান সেই ভিডিওর লিংক পেস্ট করুন এবং Convert Video ক্লিক করুন।

  • এক কিংবা দুই সেকেন্ড প্রসেসিং হবে।

  • সবশেষে ডাউনলোড লিংক পেয়ে যাবেন। সেখানে Download ক্লিক করলেই শুরু হয়ে যাবে ডাউনলোড।

টেলিটক নিয়ে এলো আকর্ষণীয় অফার (৫২ টাকা রিচার্জে পাবেন অনেক কিছু)


টেলিটক তার মূল্যবান গ্রাহকদের জন্য 52tk রিচার্জ নেভিগেশন 300% বোনাস অফার দেয়!



৫২ টাকা রিচার্জ গ্রাহকের জন্য ভোগ করবে:

১/ভয়েস কল: 52 কমপক্ষে (অননেট: 26 মিনিট, অফনেট: 26 মিনিট),
২/এসএমএস: 52 (অননেট: 26, অফনেট: 26)
৩/ইন্টারনেট: 52 মেগাবাইট.

বিবরণ / শর্ত অফার:

১/(পিসিও ছাড়া) সব 2G বা 3G প্রিপেইড ব্যবহারকারীদের এই প্রস্তাবটি জন্য যোগ্য
২/52tk আপনার প্রধান অ্যাকাউন্ট যোগ করা হবে
৩/রিচার্জ দিন সহ বোনাস মেয়াদ 3 দিন
৪/কোন গ্রাহকদের এই ক্যাম্পিং সময় এই প্রস্তাব অনেক বার ব্যবহার করতে পারেন
৫/4 ঠা আগস্ট, 2014 থেকে 21 জুলাই থেকে চলমান অফার.


ফ্রীতে নিজের ফেসবুক ছবিতে লাইক নিন অথবা অন্যের ছবিতে লাইক দিয়ে কিছু আয় করুন।


আপনি কি আপনার নিজের বা অন্যের ফেসবুক ছবিতে ফ্রী লাইক পেতে চান?
তাহলে এই টিউনটি আপনার জন্য।

Facebook Auto Like -এই অ্যাপসটির মাধ্যমে আপনি যা করতে পারবেন -
আপনার নিজের ছবিতে লাইক নিতে পারবেন।
  • অন্য যেকোনো ফেসবুক ইউজার এর ছবিতে লাইক নিতে পারবেন।
  • যেকোনো ফেসবুক পেইজের ছবিতে লাইক নিতে পারবেন।

তাহলে কি বুঝলেন? আপনি ফ্রীতে নিজের ফেসবুক ছবিতে লাইক নিতে পারবেন অথবা অন্যের ছবিতে লাইক দিয়ে মানে লাইক বিক্রি করে এর মাধ্যমে আয়-ও করতে পারবেন।

ডাউনলোড লিঙ্ক

অ্যাপসটি যেভাবে ব্যাবহার করবেন -
অ্যাপসটি চালু করার পর ফেসবুক ইন্টারফেস দেখতে পাবেন।


নরমালি আপনি যেভাবে ফেসবুকে ফটো দেখেন সেভাবেই যে ছবিতে লাইক চান সেই ছবিটি ভিউ করুন।
দেখবেন অ্যাপসের নিচের দিকের নটিফিকেসন বাটনটি সবুজ হয়ে গেছে।


বাটনটিতে ক্লিক করুন। সাকসেসফুল মেসেজ পাবেন।
ব্যাস! আপনার কাজ শেষ।




এই অ্যাপস ব্যাবহার করা কি নিরাপদ?

এই অ্যাপস ব্যাবহার করা নিরাপদ কি না সেই তর্কে না গিয়ে আপনি কিভাবে নিরাপদে এই অ্যাপস ব্যাবহার করবেন সেটা বলছি...
নতুন ১টা ফেসবুক অ্যাকাউন্ট খুলুন। নতুন অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাপসে লগিন করুন। এখন আপনি আপনার মেইন ফেসবুক অ্যাকাউন্টের যে ছবিতে লাইক চান সেই ছবিটি ভিউ করুন। দেখবেন অ্যাপসের নিচের দিকের নটিফিকেসন বাটনটি সবুজ হয়ে গেছে। বাটনটিতে ক্লিক করুন। সাকসেসফুল মেসেজ পাবেন। ব্যাস! আপনার কাজ শেষ।
মানে যেটা দাঁড়ালো, আপনি যেকোনো ফেসবুক অ্যাকাউন্ট ব্যাবহার করে যেকোনো ফেসবুক অ্যাকাউন্টে্র ছবিতে লাইক নিতে পারবেন। তাই আপনার মেইন ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে আপনাকে কোন টেনশন করতে হবে না।

এই অ্যাপস কিভাবে কাজ করে?

এই অ্যাপসটির মেইন নীতি হল লাইক শেয়ারিং - আপনি যেমন এই অ্যাপসের মাধ্যমে লাইক পাবেন, তেমনি আপনি যে ফেসবুক আইডি দিয়ে এই অ্যাপসে লগিন করবেন সেই আইডি, এই অ্যাপসের মাধ্যমে যারা লাইক নিতে চাচ্ছে তাদের ছবিতে অটোমেটিক লাইক দিয়ে দিবে। এজন্যই উপরের লেখাটুকু পড়ুন - কিভাবে নতুন (টেম্পোরারি) ফেসবুক অ্যাকাউন্ট এই অ্যাপসে ব্যাবহার করে আপনার মেইন ফেসবুক অ্যাকাউন্টে লাইক নিবেন। এর ফলে লাইক দেয়ার কাজটি করবে আপনার এই নতুন (টেম্পোরারি) ফেসবুক অ্যাকাউন্ট, আর লাইক পাবে আপনার মেইন ফেসবুক অ্যাকাউন্ট।

ডাউনলোড লিঙ্ক

আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন।

বাংলালিংক সিম দিয়ে পিসিতে পাংখা স্পিডে আনলিমিটেড ফ্রি নেট ব্যাবহার করুন।


আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম বাংলালিংক ফ্রী নেট। তো শুরু করা যাক।

ডাউনলোডঃ

১) Proxyfire

২) Inject Header Query

প্রথমে উপরের দুইটা ফাইল ডাউনলোড করুন এবং ইন্সটল করুন। আপনার মডেম blwap দিয়ে পিসিতে কানেক্ট করুন। Inject header Query ওপেন করে নিচের মত সেটিংস করুন।


use query & use proxy ঘর মার্ক করুন। পোর্ট এর ঘরে ৮০৮০ বসান।


তারপর server এর যান এবং এখানে method = Get, single line করুন। তারপর proxy-10.10.55.34 & port-8799 দিন। এবার netdata- front করে দিন।



এবার Query ঘরে যান এবং X-online-H এর ঘরে 0.facebook.com:80 বসান। তারপর সেভ করে স্টার্ট করে মিনিমাইস করে রাখুন।

এবার Proxyfire open করুন। profile এ ক্লিক করে proxy server এ ক্লিক করুন। ADD এ ক্লিক করুন। এবার নিচের ছবির মত সেটিং করুন।


Address-127.0.0.1 & port-8080 দিন। Protocol- HTTPS দিয়ে ওকে ক্লিক করুন।

এবার আবার profile এ ক্লিক করে proxyfication rules এ ক্লিক করুন, add এ ক্লিক করুন। এবার নিচের ছবির মত ক্লিক করুন।



নেম দিন IHQ, enable এর ঘরে টিক দিন। এবার ihq.exe ফাইলটা ব্রাউস করে দেখিয়ে দিন। Action দিন Direct. এবার সব ওকে করে বের হয়ে মিনিমাইস করে রাখুন। আর আনলিমিটেড ফ্রি নেট চালান।

ব্রাউসার এবং ডাউনলোড ম্যানেজারে কোন proxy,port বসান লাগবে না।

আপনার সিমে টাকা বা এম্বি না থাকলেও চলবে । ৩জি থাকলে ৩জি স্পিড পাবেন।

সবাই ভালো থাকবেন।

ডাউনলোড করে নিন Internet Download Manager 6.21 Build 2 + Crack


কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন। INTERNET DOWNLOAD MANAGER (IDM) এর নাম শোনেনি এই রকম মানুষ খুব কমই পাওযা যাবে যারা ইন্টারনেট চালায় তাদের মধ্যে ।IDM হল সেরা ডাউনলোড মেনেজার এর অন্যতম। এটা দ্বারা খুব সহজে ইন্টার নেট থেকে ভিডিও গান ছবি ইত্যাদি খুব সহজে ডাউনলোড করা যায়।
নিচের লিঙ্কটি ক্লিক করে এই সফটয়্যারটি ডাউনলোড করুন।
Internet Download Manager 6.21 Build 2 + Crack

       Install Notes  
  •  Install Program
  • When Finish Installation, Close "IDM Tray Icon" From Taskbar
  •  Run Crack
  • Double click on "Key.reg",Then click on yes to Active your License.
  •  Enjoy ...

এখনি আপনার গ্রামীণ সিমে ফ্রী ইন্টারনেট চালান খুব সহজে



আমি আপনাদের মাজে আজ একটা টিপস নিয়ে আসেছি, কিভাবে গ্রামীণ সিমে ফ্রী ইন্টারনেট চালাবেন। এই টিপস দিয়ে আপনি খুব সহজে ফ্রী ইন্টারনেট চালাতে পারবেন। চলুন দেখা যাক, কি ভাবে ফ্রী ইন্টারনেট চালানো যায়।
যা যা লাগবেঃ

  • একটা GP SIM Package চালু থাকতে হবে। 
  • একটা মডেম। 
  • পিসি।

GP Free Net For PC Using TG HTTP – High Speed/3G:

প্রথমে সফটওয়্যারগুলি ডাউনলোড করে নিন। তারপর পিসিতে ইন্সটল দিন এবং TG HTTP window. Click File > Load Config File. Open the config file from Desktop এ ক্লিক করুন। Click Start button এ দিয়ে Proxy 127.0.0.1:8080 এবং Port 8080 দিন। এখন Minimize TG HTTP করুন। নিচের পিকচার এর মত কাজ করুন।

ডাউনলোড - TG HTTP সফটওয়ার

  • Download and Install TG HTTP (TG-HTTP_1.2 Setup.exe).
  • Then Download tg-http-config.cfg and put it on Desktop.
  • On TG HTTP window. Click File > Load Config File. Open the config file from Desktop.
  • Click Start button to start using GP Free Net via 127.0.0.1:8080.
  • Minimize TG HTTP window (After clicking minimize TG HTTP will go to the notification area).